হঠাৎ করে কেঁদে ফেললেন ঐশ্বরিয়া রাই, কেন!
প্রকাশ : ০৮ সেপ্টেম্বর ২০১৮, ১৩:৫৫ | অনলাইন সংস্করণ
যুগান্তর ডেস্ক

লাইনে দাঁড়িয়ে অনুষ্ঠানে ভারতের জাতীয় সঙ্গীত শুনছিলেন বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চন।
হঠাৎ করে কেঁদে ফেললেন তিনি। তার এ কান্নার ভিডিও সামাজিকমাধ্যমে শেয়ার হওয়ার পর ভাইরাল হয়ে পড়ে।
কেন তিনি এভাবে কেঁদে ফেললেন তা নিয়ে প্রশ্ন তোলেন ভক্তরা।
সম্প্রতি মুম্বাইয়ের নারীবিষয়ক একটি অনুষ্ঠানে হাজির হয়েছিলেন ঐশ্বরিয়া। এ সময়ের নারীদের একজন মুখপাত্র হয়ে অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন তিনি।
অনুষ্ঠানের একপর্যায়ে ভারতীয় জাতীয় সঙ্গীত চলাকালীন কেঁদে ফেলেন ঐশ্বরিয়া।
হঠাৎ করে কেন এভাবে আবেগপ্রবণ হয়ে পড়লেন তিনি সে ব্যাখ্যায় ঐশ্বরিয়া রাই বলেন, গৃহবধূরাই ভারতের সবচেয়ে বড় সিইও। দেশ জুড়ে তাদের কাজের প্রশংসা হওয়া উচিত। গৃহবধূরা যা কাজ করেন তার সামনে শ্রদ্ধায় আমার মাথা নত হয়ে যায়। তাই আমি অনেকটা আবেগপ্রবণ হয়ে পড়েছিলাম।’
এই অনুষ্ঠানে প্রধান অতিথি হতে পেরে নিজেকে গর্বিত বলে জানান একসময়ের মিস ওর্য়াল্ড।