ফের এক হচ্ছেন নাগা-সামান্থা!
দক্ষিণী অভিনেতা নাগা চৈতন্যের সঙ্গে ২০২১ সালে বিচ্ছেদ হয়ে যায় সামান্থা রুথ প্রভুর। এর পরেই নাগার নাম জড়ায় শোভিতা ধুলিপালার সঙ্গে। এর আগে ২০১৭ সালে সামান্থার সঙ্গে গাঁটছড়া বাঁধেন নাগা চৈতন্য। বিচ্ছেদের পর সামাজিক যোগাযোগমাধ্যমের পাতা থেকে মুছে ফেলেন সাবেক স্বামী নাগার সব ছবি। সেই সমান্থা কি মত বদলালেন? অভিনেত্রীর সামাজিক যোগাযোগমাধ্যমে দেখা গেল তার আর নাগার বিয়ের ছবি।
ছেলে নাগা চৈতন্যকে ফের সংসারি দেখতে চান দক্ষিণী তারকা নাগার্জুন। সেই কারণে নাকি নিজেই এবার ছেলের জন্য পাত্রী নির্বাচন করেছেন তিনি। সামান্থার সঙ্গে বিয়ে ভাঙার পর নাকি বিনোদন জগতের পাত্রীকে একেবারেই পছন্দ না বলেই তার ঘনিষ্ঠ মহলে জানান নাগার্জুন।
অন্যদিকে সামান্থার সঙ্গে বিচ্ছেদের পর থেকেই নাকি অভিনেত্রী শোভিতা ধুলিপালার সঙ্গে চুটিয়ে প্রেম করছেন অভিনেতা। আপাতত সেই সম্পর্কেই মন দিতে চান তিনি। সঠিক সময় এলে তবেই নাকি পরের ধাপে পা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন যুগল। তার আগে হঠাৎ সামান্থার এই পোস্ট যেন তাদের পুনর্মিলনের জল্পনা উস্কে দিল।
সামান্থার অনুরাগীদের মতে, ‘হয়তো সামান্থা মন থেকে মেনে নিয়েছে তাদের বিচ্ছেদটা।’ অনেকের মতে, ‘হয়তো সামান্থা-নাগা এক হতে চলেছে তার আভাস দিলেন অভিনেত্রী।’ নাগার সঙ্গে বিচ্ছেদের পর থেকেই বিভিন্ন অনুষ্ঠানে আবেগপ্রবণ হয়ে পড়তে দেখা গেছে অভিনেত্রীকে।
ফের এক হচ্ছেন নাগা-সামান্থা!
বিনোদন ডেস্ক
১৯ সেপ্টেম্বর ২০২৩, ২২:৪৫:২৬ | অনলাইন সংস্করণ
দক্ষিণী অভিনেতা নাগা চৈতন্যের সঙ্গে ২০২১ সালে বিচ্ছেদ হয়ে যায় সামান্থা রুথ প্রভুর। এর পরেই নাগার নাম জড়ায় শোভিতা ধুলিপালার সঙ্গে। এর আগে ২০১৭ সালে সামান্থার সঙ্গে গাঁটছড়া বাঁধেন নাগা চৈতন্য। বিচ্ছেদের পর সামাজিক যোগাযোগমাধ্যমের পাতা থেকে মুছে ফেলেন সাবেক স্বামী নাগার সব ছবি। সেই সমান্থা কি মত বদলালেন? অভিনেত্রীর সামাজিক যোগাযোগমাধ্যমে দেখা গেল তার আর নাগার বিয়ের ছবি।
ছেলে নাগা চৈতন্যকে ফের সংসারি দেখতে চান দক্ষিণী তারকা নাগার্জুন। সেই কারণে নাকি নিজেই এবার ছেলের জন্য পাত্রী নির্বাচন করেছেন তিনি। সামান্থার সঙ্গে বিয়ে ভাঙার পর নাকি বিনোদন জগতের পাত্রীকে একেবারেই পছন্দ না বলেই তার ঘনিষ্ঠ মহলে জানান নাগার্জুন।
অন্যদিকে সামান্থার সঙ্গে বিচ্ছেদের পর থেকেই নাকি অভিনেত্রী শোভিতা ধুলিপালার সঙ্গে চুটিয়ে প্রেম করছেন অভিনেতা। আপাতত সেই সম্পর্কেই মন দিতে চান তিনি। সঠিক সময় এলে তবেই নাকি পরের ধাপে পা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন যুগল। তার আগে হঠাৎ সামান্থার এই পোস্ট যেন তাদের পুনর্মিলনের জল্পনা উস্কে দিল।
সামান্থার অনুরাগীদের মতে, ‘হয়তো সামান্থা মন থেকে মেনে নিয়েছে তাদের বিচ্ছেদটা।’ অনেকের মতে, ‘হয়তো সামান্থা-নাগা এক হতে চলেছে তার আভাস দিলেন অভিনেত্রী।’ নাগার সঙ্গে বিচ্ছেদের পর থেকেই বিভিন্ন অনুষ্ঠানে আবেগপ্রবণ হয়ে পড়তে দেখা গেছে অভিনেত্রীকে।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by The Daily Jugantor © 2023