নতুন ধারাবাহিক ‘মেঘবেলা’
১৫ মে থেকে বাংলাভিশনে শুরু হয়েছে নতুন ধারাবাহিক নাটক ‘মেঘবেলা’। আহমেদ শাহাবুদ্দিনের রচনা ও ইসমত আরা চৌধুরী শান্তির পরিচালনায় নাটকটি প্রচার হবে প্রতি সপ্তাহে রবি ও সোমবার রাত ১১টা ২৫ মিনিটে।
নাটকটিতে অভিনয় করেছেন- শাহেদ শরিফ খান, শতাব্দী ওয়াদুদ, তানিয়া বৃষ্টি, নাবিলা ইসলাম, দীপা খন্দকার, খালেকুজ্জামান, মাসুম আজিজ, শিল্পী সরকার অপু, শমু চৌধুরী, জয়শ্রী কর জয়া, মানস বন্দোপাধ্যায়, ঈশানা, ইমরোজ, নাফিজা নাফা, তানভীর তনু, রিফাত জাহান, আমিন আজাদ, খলিলুর রহমান কাদেরী, শিশুশিল্পী নব্যসহ অনেকে।
পুরান ঢাকার এক পরিবারের প্রেম-ভালোবাসার গল্প, সঙ্গে অফিসের পলিটিক্স দেখা যাবে এই ‘মেঘবেলা’ ধারাবাহিক নাটকে। শাহেদ অফিসে বড় পদে প্রমোশন পান। অন্য কর্মকর্তা শতাব্দী এতে মন খারাপ করেন। তাকে বিপদে ফেলার জন্য নানান পরিকল্পনা করতে থাকেন। বসের কাছে অবস্থান খারাপ করার জন্য নেতিবাচক কথা বলে। অফিস পলিটিক্সের ফাঁদে পরে শাহেদ। অন্য দিকে তার ভালোবাসার মানুষকে নিয়ে পরিবারে শুরু হয় নানা ঘটনা। পারিবারিক ভালোবাসা, প্রেমে বিচ্ছেদ, অফিসের পলিটিক্সসহ নানান বিষয় নিয়ে এগিয়ে যায় ‘মেঘবেলা’ ধারাবাহিক নাটকের গল্প।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
নতুন ধারাবাহিক ‘মেঘবেলা’
১৫ মে থেকে বাংলাভিশনে শুরু হয়েছে নতুন ধারাবাহিক নাটক ‘মেঘবেলা’। আহমেদ শাহাবুদ্দিনের রচনা ও ইসমত আরা চৌধুরী শান্তির পরিচালনায় নাটকটি প্রচার হবে প্রতি সপ্তাহে রবি ও সোমবার রাত ১১টা ২৫ মিনিটে।
নাটকটিতে অভিনয় করেছেন- শাহেদ শরিফ খান, শতাব্দী ওয়াদুদ, তানিয়া বৃষ্টি, নাবিলা ইসলাম, দীপা খন্দকার, খালেকুজ্জামান, মাসুম আজিজ, শিল্পী সরকার অপু, শমু চৌধুরী, জয়শ্রী কর জয়া, মানস বন্দোপাধ্যায়, ঈশানা, ইমরোজ, নাফিজা নাফা, তানভীর তনু, রিফাত জাহান, আমিন আজাদ, খলিলুর রহমান কাদেরী, শিশুশিল্পী নব্যসহ অনেকে।
পুরান ঢাকার এক পরিবারের প্রেম-ভালোবাসার গল্প, সঙ্গে অফিসের পলিটিক্স দেখা যাবে এই ‘মেঘবেলা’ ধারাবাহিক নাটকে। শাহেদ অফিসে বড় পদে প্রমোশন পান। অন্য কর্মকর্তা শতাব্দী এতে মন খারাপ করেন। তাকে বিপদে ফেলার জন্য নানান পরিকল্পনা করতে থাকেন। বসের কাছে অবস্থান খারাপ করার জন্য নেতিবাচক কথা বলে। অফিস পলিটিক্সের ফাঁদে পরে শাহেদ। অন্য দিকে তার ভালোবাসার মানুষকে নিয়ে পরিবারে শুরু হয় নানা ঘটনা। পারিবারিক ভালোবাসা, প্রেমে বিচ্ছেদ, অফিসের পলিটিক্সসহ নানান বিষয় নিয়ে এগিয়ে যায় ‘মেঘবেলা’ ধারাবাহিক নাটকের গল্প।