মেয়েরাই মেয়েদের বড় শত্রু, ব্যাখ্যা দিলেন শবনম
ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়া। অনেকটা ঠোঁটকাটা স্বাভাবের তিনি। অন্যায়ের বিরুদ্ধে সাহসিকতার সঙ্গে কথা বলতে ছাড়েন না এই অভিনেত্রী। বৃহস্পতিবার ফেসবুকে দীর্ঘ একটি স্ট্যাটাস দিয়েছেন ফারিয়া। ওই পোস্টে তিনি বলেছেন- মেয়েরাই মেয়েদের সবচেয়ে বড় শত্রু।
অভিনেত্রীর স্ট্যাটাসটি হুবহু তুলে ধরা হলো-
তিনি লিখেছেন- একটা মেয়ের নামে মিথ্যা কথা ছড়ানো সবচেয়ে সহজ কাজ। ধরুন, একটা ছেলে আপনাকে পছন্দ করেন আর আপনি কোনো কারণে তাকে রেসপন্স করলেন না, তা-ও আপনি খারাপ। কারও সঙ্গে ২-৩ দিন কথা বললেন, বলে দেখলেন আপনারা কম্পেটেবল না, আপনি তাকে বুঝিয়ে বললেন, তা-ও আপনিই খারাপ। আপনার হয়তো কোনো একটা পয়েন্টে এটাও শোনা লাগতে পারে- অমুক তো আমার পেছনে ঘুরতো, আমি পাত্তা দেই নাই!
কেউ আপনাকে অ্যাবিউজ করল, সামাজিক-পারিবারিক কারণে আপনি চুপ থাকলেন, কোনো একটা পয়েন্টে হয়তো দেখবেন ছেলে উল্টো ভিকটিম সেজে অন্যদের করুণা নিচ্ছে এবং কিছু মানুষ আছেন যারা সেটাকে সমর্থনও করে! সবচেয়ে বড় সমস্যাটা কোথায় জানেন? মেয়েরাই মেয়েদের সবচেয়ে বড় শত্রু।
একটা ছেলে হয়তো একটা রিউমার শুনল, ছেলেটা কিন্তু সেটা শুনে হেসে বাদ দিয়ে দিতে পারে! কিন্তু আমরা নারীরা যতই যোগ্য হই না কেন, কোনো নারীকে ছোট করার সুযোগ থাকলে আমরা নিজ থেকে এগিয়ে গিয়ে (সে নিজে কত ভালো সম্ভবত সেইটা প্রমাণের জন্য) কোনো লজিক ছাড়া, প্রমাণ ছাড়া, কারণ ছাড়া একটা কথা বলে ফেলি! কিছু মানুষ সেটা মিথ্যা জেনেও তাদের উৎসাহিত করে শুধুমাত্র মজা নেওয়ার জন্য।
কাউকে মিথ্যা অপবাদ দেওয়া, সেটাকে সমর্থন করা কখনো মজা না। যে দেশে ধর্ষণ হলে মেয়েদের বলা হয়, সমস্যা মেয়ের, ডিভোর্স হলে বলে নিশ্চয়ই মেয়ের কোনো সমস্যা ছিল- সেই দেশে একজন নারীকে নিয়ে আরেকজন নারী মিথ্যা ছড়াবে, এটা অস্বাভাবিক কিছু না। আপনি জানেন না আগামীকাল আপনার জন্য কী অপেক্ষা করছে, কর্মই বাস্তব।
সত্যি বলতে আমি চাই না, আমার মতো অন্য নারী ভুক্তভোগী হোক, এমনকি আমি বিচারও চাইতে পারিনি। কারণ আমি তথাকথিত পাবলিক ফিগার এবং মানুষ আমাকে বিচার করবে।
মেয়েরাই মেয়েদের বড় শত্রু, ব্যাখ্যা দিলেন শবনম
বিনোদন ডেস্ক
০১ জুন ২০২৩, ২০:৫৩:৪৯ | অনলাইন সংস্করণ
ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়া। অনেকটা ঠোঁটকাটা স্বাভাবের তিনি। অন্যায়ের বিরুদ্ধে সাহসিকতার সঙ্গে কথা বলতে ছাড়েন না এই অভিনেত্রী। বৃহস্পতিবার ফেসবুকে দীর্ঘ একটি স্ট্যাটাস দিয়েছেন ফারিয়া। ওই পোস্টে তিনি বলেছেন- মেয়েরাই মেয়েদের সবচেয়ে বড় শত্রু।
অভিনেত্রীর স্ট্যাটাসটি হুবহু তুলে ধরা হলো-
তিনি লিখেছেন- একটা মেয়ের নামে মিথ্যা কথা ছড়ানো সবচেয়ে সহজ কাজ। ধরুন, একটা ছেলে আপনাকে পছন্দ করেন আর আপনি কোনো কারণে তাকে রেসপন্স করলেন না, তা-ও আপনি খারাপ। কারও সঙ্গে ২-৩ দিন কথা বললেন, বলে দেখলেন আপনারা কম্পেটেবল না, আপনি তাকে বুঝিয়ে বললেন, তা-ও আপনিই খারাপ। আপনার হয়তো কোনো একটা পয়েন্টে এটাও শোনা লাগতে পারে- অমুক তো আমার পেছনে ঘুরতো, আমি পাত্তা দেই নাই!
কেউ আপনাকে অ্যাবিউজ করল, সামাজিক-পারিবারিক কারণে আপনি চুপ থাকলেন, কোনো একটা পয়েন্টে হয়তো দেখবেন ছেলে উল্টো ভিকটিম সেজে অন্যদের করুণা নিচ্ছে এবং কিছু মানুষ আছেন যারা সেটাকে সমর্থনও করে! সবচেয়ে বড় সমস্যাটা কোথায় জানেন? মেয়েরাই মেয়েদের সবচেয়ে বড় শত্রু।
একটা ছেলে হয়তো একটা রিউমার শুনল, ছেলেটা কিন্তু সেটা শুনে হেসে বাদ দিয়ে দিতে পারে! কিন্তু আমরা নারীরা যতই যোগ্য হই না কেন, কোনো নারীকে ছোট করার সুযোগ থাকলে আমরা নিজ থেকে এগিয়ে গিয়ে (সে নিজে কত ভালো সম্ভবত সেইটা প্রমাণের জন্য) কোনো লজিক ছাড়া, প্রমাণ ছাড়া, কারণ ছাড়া একটা কথা বলে ফেলি! কিছু মানুষ সেটা মিথ্যা জেনেও তাদের উৎসাহিত করে শুধুমাত্র মজা নেওয়ার জন্য।
কাউকে মিথ্যা অপবাদ দেওয়া, সেটাকে সমর্থন করা কখনো মজা না। যে দেশে ধর্ষণ হলে মেয়েদের বলা হয়, সমস্যা মেয়ের, ডিভোর্স হলে বলে নিশ্চয়ই মেয়ের কোনো সমস্যা ছিল- সেই দেশে একজন নারীকে নিয়ে আরেকজন নারী মিথ্যা ছড়াবে, এটা অস্বাভাবিক কিছু না। আপনি জানেন না আগামীকাল আপনার জন্য কী অপেক্ষা করছে, কর্মই বাস্তব।
সত্যি বলতে আমি চাই না, আমার মতো অন্য নারী ভুক্তভোগী হোক, এমনকি আমি বিচারও চাইতে পারিনি। কারণ আমি তথাকথিত পাবলিক ফিগার এবং মানুষ আমাকে বিচার করবে।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by The Daily Jugantor © 2023