বঙ্গবাজারের ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে ‘বৃষ্টির চোখে জল’
ওয়ান ওয়ান মাল্টিমিডিয়ার ব্যানারে 'বৃষ্টির চোখে জল' নামে ছবি নির্মাণ করছেন হাসিনুর রাজু। এই ছবির সঙ্গে সংশ্লিষ্ট সবাই বঙ্গবাজারের ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে দাঁড়ালেন। রাজধানীর ওয়ারলেসের দি গ্রান্ড প্লাজার নিচে ওয়ান ওয়ান মাল্টিমিডিয়া পাঞ্জাবি বাজার বসিয়েছেন প্রতিষ্ঠানটির কর্ণধার বাবুল গাজী।
এখান থেকে বিক্রি হওয়া পাঞ্জাবির লাভের টাকা বঙ্গবাজারের ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দেওয়া হবে। উদ্যোগটির সার্বিক পরিচলনা ও সহযোগিতা করছেন কথাসাহিত্যিক ফেরদৌসী রুবী।
রোববার সন্ধ্যায় 'বৃষ্টির চোখে জল' ছবির সব অভিনয়শিল্পী, পরিচালক ও প্রযোজক উপস্থিত থেকে পাঞ্জাবি বিক্রির উদ্বোধন করেন। এই কার্যক্রম চলবে ঈদের আগের রাত পর্যন্ত।
এ বিষয়ে চিত্রনায়িকা সাদিয়া মির্জা বলেন, যার যতটুকু সামর্থ্য আছে তাই দিয়েই ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে থাকা উচিত। আমাদের একটু একটু সহযোগিতা এই মুহূর্তে তাদের জন্য অনেক কিছু। আশা করি, আমাদের এখান থেকে বেশ মোটা অঙ্কের অর্থ ব্যবসায়ীদের হাতে তুলে দিতে পারব। কাজটি সঠিকভাবে করতে পারলে নিজেদের ধন্য মনে করব।
অভিনেতা খোকন পাশা বলেন, আমরা পর্দায় কাজ করি। আমরাও রক্তমাংসের মানুষ। বঙ্গবাজারের ব্যবসায়ীদের স্বপ্ন আগুনে পুড়ে গেছে। ঈদের আগে তাদের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দিতেই আমাদের এই ক্ষুদ্র উদ্যোগ। আশা করি, আমাদের মতো দেশের বিত্তবানরাও এগিয়ে আসবেন।
বাবুল গাজী বলেন, আমার খালা কথাসাহিত্যিক ফেরদৌসী রুবীর সার্বিক সহযোগিতায় আমাদের এই উদ্যোগ। তিনি আমাকে ডেকে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে দাঁড়ানোর জন্য কিছু একটা করতে বলেছেন। আমাদের উচিত বিপদের দিনে তাদের পাশে থাকা।
বঙ্গবাজারের ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে ‘বৃষ্টির চোখে জল’
যুগান্তর প্রতিবেদন
১১ এপ্রিল ২০২৩, ০০:০৪:৫২ | অনলাইন সংস্করণ
ওয়ান ওয়ান মাল্টিমিডিয়ার ব্যানারে 'বৃষ্টির চোখে জল' নামে ছবি নির্মাণ করছেন হাসিনুর রাজু। এই ছবির সঙ্গে সংশ্লিষ্ট সবাই বঙ্গবাজারের ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে দাঁড়ালেন। রাজধানীর ওয়ারলেসের দি গ্রান্ড প্লাজার নিচে ওয়ান ওয়ান মাল্টিমিডিয়া পাঞ্জাবি বাজার বসিয়েছেন প্রতিষ্ঠানটির কর্ণধার বাবুল গাজী।
এখান থেকে বিক্রি হওয়া পাঞ্জাবির লাভের টাকা বঙ্গবাজারের ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দেওয়া হবে। উদ্যোগটির সার্বিক পরিচলনা ও সহযোগিতা করছেন কথাসাহিত্যিক ফেরদৌসী রুবী।
রোববার সন্ধ্যায় 'বৃষ্টির চোখে জল' ছবির সব অভিনয়শিল্পী, পরিচালক ও প্রযোজক উপস্থিত থেকে পাঞ্জাবি বিক্রির উদ্বোধন করেন। এই কার্যক্রম চলবে ঈদের আগের রাত পর্যন্ত।
এ বিষয়ে চিত্রনায়িকা সাদিয়া মির্জা বলেন, যার যতটুকু সামর্থ্য আছে তাই দিয়েই ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে থাকা উচিত। আমাদের একটু একটু সহযোগিতা এই মুহূর্তে তাদের জন্য অনেক কিছু। আশা করি, আমাদের এখান থেকে বেশ মোটা অঙ্কের অর্থ ব্যবসায়ীদের হাতে তুলে দিতে পারব। কাজটি সঠিকভাবে করতে পারলে নিজেদের ধন্য মনে করব।
অভিনেতা খোকন পাশা বলেন, আমরা পর্দায় কাজ করি। আমরাও রক্তমাংসের মানুষ। বঙ্গবাজারের ব্যবসায়ীদের স্বপ্ন আগুনে পুড়ে গেছে। ঈদের আগে তাদের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দিতেই আমাদের এই ক্ষুদ্র উদ্যোগ। আশা করি, আমাদের মতো দেশের বিত্তবানরাও এগিয়ে আসবেন।
বাবুল গাজী বলেন, আমার খালা কথাসাহিত্যিক ফেরদৌসী রুবীর সার্বিক সহযোগিতায় আমাদের এই উদ্যোগ। তিনি আমাকে ডেকে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে দাঁড়ানোর জন্য কিছু একটা করতে বলেছেন। আমাদের উচিত বিপদের দিনে তাদের পাশে থাকা।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by The Daily Jugantor © 2023