আজও ‘বিবাহিত’ স্বস্তিকা
দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়। নিজের জীবন এবং লাইফস্টাইল নিয়ে বরাবরই বিতর্কে থাকতে পছন্দ করেন তিনি।
জনপ্রিয় রবীন্দ্র সঙ্গীত শিল্পী সাগর সেনের ছেলে প্রমিত সেনকে ১৮ বছর বয়সে ১৯৯৮ সালে বিয়ে করেছিলেন স্বস্তিকা। বাবা-মায়ের পছন্দ করা পাত্রের সঙ্গে দেখাশোনা করে বিয়ে। তবে সেই সম্পর্ক টিকেনি বেশি দিন।
স্বস্তিকা অন্তঃসত্ত্বা অবস্থাতেই শ্বশুরবাড়ি ছেড়ে বেরিয়ে আসেন। এরপর কেটে গেছে ২৩ বছর, কিন্তু স্বস্তিকা-প্রমিতের ডিভোর্স মামলা আজও আদালতে বিচারাধীন।
খাতা-কলমে আজও ‘বিবাহিত’ স্বস্তিকা। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের মুখে এ কথা জানালেন অভিনেত্রী।
আনন্দবাজার অনলাইনকে দেওয়া এক সাক্ষাৎকারে স্বস্তিকা বলেন, ‘না, আমার ডিভোর্সটা এখনো হয়নি। তবে নিশ্চয়ই হবে। আমাদের বিচার ব্যবস্থার ওপর আমার পূর্ণ আস্থা আছে।’
স্বামীর কাছ থেকে কখনো কোনো ভরণ-পোষণ নেননি- এ কথা জানিয়ে স্বস্তিকা বলেন, ‘আমি সর্বোতভাবে চাই ডিভোর্সটা হোক। চাই এটা শেষ হোক, একটা নিষ্পত্তি ঘটুক, তবে এমন নয় এটা আমার জীবনকে কোনোভাবে প্রভাবিত করছে। তখন আমি প্রেগন্যান্ট ছিলাম, এখন আমার মেয়ে মাস্টার্স করতে চলে গেছে। যুদ্ধের অধিকাংশই আমি লড়ে ফেলেছি, জিতেছিও। চাই আমার চুলগুলো পেকে যাওয়ার আগেই যাতে (ডিভোর্সটা) হয়ে যায়।’
কেন এত বছরেও মিটল না ডিভোর্সের মামলা? অভিনেত্রী বলেন, ‘কিছু আইনি জটিলতা রয়েছে, এক আইনজীবীর থেকে আরেক আইনজীবী… এটা সেটা চলছে। আমার হয়ত মন দিয়ে একটু অ্যাগ্রেসিভলি এর পেছনে পড়ে থাকা উচিত। আমার মা অনেকটা সামলাতেন। সত্যি বলতে আমি এর পেছনে একটুও সময় দিতে পারি না। আমার সত্যি সময় নেই।…ঠিক করেছি এক মাস সময় নেব, তারপর মন দিয়ে এ ব্যাপারটা সামলাব।’
আজও ‘বিবাহিত’ স্বস্তিকা
বিনোদন ডেস্ক
১২ সেপ্টেম্বর ২০২৩, ১৮:২৬:১৩ | অনলাইন সংস্করণ
দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়। নিজের জীবন এবং লাইফস্টাইল নিয়ে বরাবরই বিতর্কে থাকতে পছন্দ করেন তিনি।
জনপ্রিয় রবীন্দ্র সঙ্গীত শিল্পী সাগর সেনের ছেলে প্রমিত সেনকে ১৮ বছর বয়সে ১৯৯৮ সালে বিয়ে করেছিলেন স্বস্তিকা। বাবা-মায়ের পছন্দ করা পাত্রের সঙ্গে দেখাশোনা করে বিয়ে। তবে সেই সম্পর্ক টিকেনি বেশি দিন।
স্বস্তিকা অন্তঃসত্ত্বা অবস্থাতেই শ্বশুরবাড়ি ছেড়ে বেরিয়ে আসেন। এরপর কেটে গেছে ২৩ বছর, কিন্তু স্বস্তিকা-প্রমিতের ডিভোর্স মামলা আজও আদালতে বিচারাধীন।
খাতা-কলমে আজও ‘বিবাহিত’ স্বস্তিকা। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের মুখে এ কথা জানালেন অভিনেত্রী।
আনন্দবাজার অনলাইনকে দেওয়া এক সাক্ষাৎকারে স্বস্তিকা বলেন, ‘না, আমার ডিভোর্সটা এখনো হয়নি। তবে নিশ্চয়ই হবে। আমাদের বিচার ব্যবস্থার ওপর আমার পূর্ণ আস্থা আছে।’
স্বামীর কাছ থেকে কখনো কোনো ভরণ-পোষণ নেননি- এ কথা জানিয়ে স্বস্তিকা বলেন, ‘আমি সর্বোতভাবে চাই ডিভোর্সটা হোক। চাই এটা শেষ হোক, একটা নিষ্পত্তি ঘটুক, তবে এমন নয় এটা আমার জীবনকে কোনোভাবে প্রভাবিত করছে। তখন আমি প্রেগন্যান্ট ছিলাম, এখন আমার মেয়ে মাস্টার্স করতে চলে গেছে। যুদ্ধের অধিকাংশই আমি লড়ে ফেলেছি, জিতেছিও। চাই আমার চুলগুলো পেকে যাওয়ার আগেই যাতে (ডিভোর্সটা) হয়ে যায়।’
কেন এত বছরেও মিটল না ডিভোর্সের মামলা? অভিনেত্রী বলেন, ‘কিছু আইনি জটিলতা রয়েছে, এক আইনজীবীর থেকে আরেক আইনজীবী… এটা সেটা চলছে। আমার হয়ত মন দিয়ে একটু অ্যাগ্রেসিভলি এর পেছনে পড়ে থাকা উচিত। আমার মা অনেকটা সামলাতেন। সত্যি বলতে আমি এর পেছনে একটুও সময় দিতে পারি না। আমার সত্যি সময় নেই।…ঠিক করেছি এক মাস সময় নেব, তারপর মন দিয়ে এ ব্যাপারটা সামলাব।’
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by The Daily Jugantor © 2023