যুগান্তর ডেস্ক ২৭ এপ্রিল ২০১৯, ১০:০৬ | অনলাইন সংস্করণ
* জোকস-১
ছেলেপক্ষ গেছে মেয়ে পক্ষের বাড়িতে। কথাবার্তার এক পর্যায়ে ছেলে-মেয়েকে একান্তে কথা বলার সুযোগ দেয়া হলো-
মেয়ে: তো, কী সিদ্ধান্ত নিলেন?
ছেলে: সিদ্ধান্ত নেয়ার আগে আমার একটা ইচ্ছা আছে।
মেয়ে: কী ইচ্ছা?
ছেলে: আপনার সঙ্গে একবার বৃষ্টিতে ভিজবো।
মেয়ে: উফফ! আপনি কী রোমান্টিক।
ছেলে: ইয়ে, আসলে ব্যাপার সেটা না। ব্যাপার হলো, আপনি যে পরিমাণ মেকআপ করেছেন, বৃষ্টিতে না ভিজলে আপনার আসল চেহারা দেখা যাবে না।* জোকস-২
এক মেয়ে চাকরির ইন্টারভিউ দিতে একটি অফিসে গেলো-
ম্যানেজার: আপনার ওজন ৪২ কেজি। আমরা ৪০ কেজির উপরে কাউকে চাকরি দেই না। আপনার চাকরি হবে না।
মেয়ে: আচ্ছা, আমি কাল আবার আসবো।পরদিন সকালে মেয়েটা আবার ওই অফিসে এলো-
ম্যানেজার: একী আজ আবার এসেছেন? বলেছি না আপনার চাকরি হবে না!
মেয়ে: আজ ওজনটা আরেকবার মাপুন না!
ম্যানেজার: ঠিক আছে। মেশিনের ওপর দাঁড়ান দেখি।
মেয়ে: জ্বি, দাঁড়ালাম।
ম্যানেজার: একি আজ আপনার ওজন ২ কেজি কম। আজব ব্যাপার!
মেয়ে: ইয়ে মানে স্যার, আজ আমি মেকআপ করিনি তো তাই।* জোকস-৩
উকিল সাক্ষীকে জেরা করছে-
উকিল: আপনি বিয়ে করেছেন?
সাক্ষী: জ্বী হুজুর, করেছি?
উকিল: কাকে?
সাক্ষী: একটি মেয়েকে।
উকিল: যত্তসব, তাও আবার বলতে হয়। কখনো কাউকে একটা ছেলেকে বিয়ে করতে দেখেছেন?
সাক্ষী: জ্বী হুজুর, দেখেছি। আমার বোন করেছে।
ভারপ্রাপ্ত সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০০০-২০১৯