যুগান্তর ডেস্ক ১০ আগস্ট ২০১৯, ১৩:১০ | অনলাইন সংস্করণ
* জোকস-১
বস: নারী যদি শক্তির প্রতীক হয় তবে পুরুষ কীসের প্রতীক? বল্টু: সহ্যশক্তি, স্যার!
* জোকস-২
অনলাইন চ্যাটিং অভিসারে গদগদ প্রেমিক: তো তোমার বাবার সঙ্গে দেখাটা কখন করলে ভাল হয়?
প্রেমিকা: যখন বাবা খালি পায়ে থাকেন মানে পায়ে জুতো থাকে না।* জোকস-৩
সড়ক দুর্ঘটনা ঘটানোর অভিযোগে গাড়িচালককে আদালতে হাজির করা হয়েছে—
বিচারক: কীভাবে ঘটালেন দুর্ঘটনাটা?
গাড়িচালক: কোন দুর্ঘটনা?
বিচারক: কেন, যার জন্য আপনি এখন আদালতে।
গাড়িচালক: হুজুর, আমি তো ওই দুর্ঘটনার সময় ঘুমিয়ে ঘুমিয়ে গাড়ি চালাচ্ছিলাম। ওই সময় আমি জেগে থাকলে না হয় বলতে পারতাম।* জোকস-৪
দুই বন্ধুর কথোপকথন-
পল্টু: কিরে রবি, তোর কী হইছে? এমন আউলা-ঝাউলা লাগতাছে কেন? মারামারি করছোস নাকি?
বল্টু: আর বলিস না! গতকাল আমাকে ১০ জন মিলে পিটাইছে।
পল্টু: তো তুই কী করলি?
বল্টু: আমি রাগে বললাম, শালারা একটা একটা করিয়া আয়।
পল্টু: তারপর?
বল্টু: তারপর আবার কী, শালারা একটা একটা করিয়া আইসা আরও ১০ বার পিটাইছে।ভারপ্রাপ্ত সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০০০-২০১৯