৫ মার্চ: আজকের ধাঁধা
ধাঁধাচর্চা আপনার মস্তিষ্কের বিকাশ ঘটায়। এতে মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়িয়ে বুদ্ধি বাড়ায়।
সে নিমিত্তে রইলো আপনাদের জন্য আজকের চারটি ধাঁধা-
১. ‘গায়ে জড়ালে শীত যায়, বনে থাকলে দামি হয়।’
২. ‘গায়ে ভরা রস তার,
সব লোকে চুষে খায়।
চুষে খাওয়া জিনিসটি
রাস্তায় ফেলে দেয়।’
৩. ‘গাছের কোনো অঙ্গ হলেও ঘটনা বলা চলে।’
৪. ‘গাছটা কিন্তু এক হাত, ফল ধরে পাঁচখান।’
গতদিনের ধাঁধাগুলোর উত্তর:
১.উড়তে পেখম বীর
ময়ূর সে নয়।
মানুষ খায় গরু খায় বাঘ সে নয়।
উত্তর: মশা
২. উল্টালে ধাতু হয়
সোজাতে জননী।
কী শব্দ হয় তাহা বলো দেখি শুনি!
উত্তর: মাতা
৩. একটুখানি পুকুরে জল
টলমল করে।
এমন বাপের বেটা নেই নেমে মাছ ধরে।
উত্তর: চোখ
৪. একলা তারে যায় না দেখা
সঙ্গী পেলে বাঁচে।
আঁধার দেখলে ভয়ে পালায় আলোয় ফিরে আসে।
উত্তর: ছায়া
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
৫ মার্চ: আজকের ধাঁধা
ধাঁধাচর্চা আপনার মস্তিষ্কের বিকাশ ঘটায়। এতে মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়িয়ে বুদ্ধি বাড়ায়।
সে নিমিত্তে রইলো আপনাদের জন্য আজকের চারটি ধাঁধা-
১. ‘গায়ে জড়ালে শীত যায়, বনে থাকলে দামি হয়।’
২. ‘গায়ে ভরা রস তার,
সব লোকে চুষে খায়।
চুষে খাওয়া জিনিসটি
রাস্তায় ফেলে দেয়।’
৩. ‘গাছের কোনো অঙ্গ হলেও ঘটনা বলা চলে।’
৪. ‘গাছটা কিন্তু এক হাত, ফল ধরে পাঁচখান।’
গতদিনের ধাঁধাগুলোর উত্তর:
১.উড়তে পেখম বীর
ময়ূর সে নয়।
মানুষ খায় গরু খায় বাঘ সে নয়।
উত্তর: মশা
২. উল্টালে ধাতু হয়
সোজাতে জননী।
কী শব্দ হয় তাহা বলো দেখি শুনি!
উত্তর: মাতা
৩. একটুখানি পুকুরে জল
টলমল করে।
এমন বাপের বেটা নেই নেমে মাছ ধরে।
উত্তর: চোখ
৪. একলা তারে যায় না দেখা
সঙ্গী পেলে বাঁচে।
আঁধার দেখলে ভয়ে পালায় আলোয় ফিরে আসে।
উত্তর: ছায়া