২৭ নভেম্বর: হাসতে নেই মানা
* জোকস-১
১ম টিকটিকি: ধুর, আজকে হঠাৎ বাপ-মার উপর চরম জিদ উঠছে।
২য় টিকটিকি: কেন বন্ধু? হঠাৎ বাপ-মার উপর জিদ কেন?
১ম টিকটিকি: আরে আজকে টিভিতে শিশুদের বেড়ে ওঠার অ্যাড দেখলাম।
২য় টিকটিকি: তো?
১ম টিকটিকি: ছোটবেলায় বাপ-মা যদি নিয়ম কইরা বেড়ে ওঠার ওইসব খাওয়াইতো, তাইলে কি হইতো বুঝোস নাই?
২য় টিকটিকি: না তো। কী হইতো?
১ম টিকটিকি: আরে ব্যাটা, আমরা তাইলে টিকটিকি না হইয়া কুমির হইতাম!
* জোকস-২
একদিন এক বাসায় বাবুর্চি রান্না করছিল। গৃহকর্ত্রী ধমকে উঠলেন-
গৃহকর্ত্রী: এ কী, তুমি না ধুয়েই মাছ রান্না করছ!
বাবুর্চি: মাছ তো সারাজীবন জলেই ছিল মেমসাহেব। ওটা আবার ধোয়ার কী দরকার।
* জোকস-৩
শীতের ছুটিতে বাংলাদেশে বেড়াতে এসেছেন এক বিদেশি। তার গাইড হিসেবে দায়িত্ব পালন করছে রফিক।
বিদেশি: তোমাদের এলাকাটা ভালোই। তবে আশেপাশে মানুষ যা দেখছি, সবাই গাধা প্রকৃতির।
রফিক: সমস্যা নেই। ছুটি ফুরালেই গাধাগুলো সব ফিরে যাবে!
* জোকস-৪
নেটে অনুশীলনের সময় ব্যাটসম্যানরা কেউই ব্যাটে বল লাগাতে পারছিলেন না। কোচ রেগে গিয়ে ব্যাটসম্যানের হাত থেকে ব্যাট কেড়ে নিলো-
কোচ: এবার আমাকে বল করো, আমি দেখাচ্ছি।
পরপর ছয়টি বল খেলে কোচ একটি বলও ব্যাটে লাগাতে পারলেন না। তারপর এদিক-ওদিক তাকিয়ে ঝাঁঝের সঙ্গে বললেন-
কোচ: হ্যাঁ, আমি দেখলাম, তোমরা ঠিক এভাবেই খেলছিলে! এখন যাও, ঠিকমতো খেলো!
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
২৭ নভেম্বর: হাসতে নেই মানা
* জোকস-১
১ম টিকটিকি: ধুর, আজকে হঠাৎ বাপ-মার উপর চরম জিদ উঠছে।
২য় টিকটিকি: কেন বন্ধু? হঠাৎ বাপ-মার উপর জিদ কেন?
১ম টিকটিকি: আরে আজকে টিভিতে শিশুদের বেড়ে ওঠার অ্যাড দেখলাম।
২য় টিকটিকি: তো?
১ম টিকটিকি: ছোটবেলায় বাপ-মা যদি নিয়ম কইরা বেড়ে ওঠার ওইসব খাওয়াইতো, তাইলে কি হইতো বুঝোস নাই?
২য় টিকটিকি: না তো। কী হইতো?
১ম টিকটিকি: আরে ব্যাটা, আমরা তাইলে টিকটিকি না হইয়া কুমির হইতাম!
* জোকস-২
একদিন এক বাসায় বাবুর্চি রান্না করছিল। গৃহকর্ত্রী ধমকে উঠলেন-
গৃহকর্ত্রী: এ কী, তুমি না ধুয়েই মাছ রান্না করছ!
বাবুর্চি: মাছ তো সারাজীবন জলেই ছিল মেমসাহেব। ওটা আবার ধোয়ার কী দরকার।
* জোকস-৩
শীতের ছুটিতে বাংলাদেশে বেড়াতে এসেছেন এক বিদেশি। তার গাইড হিসেবে দায়িত্ব পালন করছে রফিক।
বিদেশি: তোমাদের এলাকাটা ভালোই। তবে আশেপাশে মানুষ যা দেখছি, সবাই গাধা প্রকৃতির।
রফিক: সমস্যা নেই। ছুটি ফুরালেই গাধাগুলো সব ফিরে যাবে!
* জোকস-৪
নেটে অনুশীলনের সময় ব্যাটসম্যানরা কেউই ব্যাটে বল লাগাতে পারছিলেন না। কোচ রেগে গিয়ে ব্যাটসম্যানের হাত থেকে ব্যাট কেড়ে নিলো-
কোচ: এবার আমাকে বল করো, আমি দেখাচ্ছি।
পরপর ছয়টি বল খেলে কোচ একটি বলও ব্যাটে লাগাতে পারলেন না। তারপর এদিক-ওদিক তাকিয়ে ঝাঁঝের সঙ্গে বললেন-
কোচ: হ্যাঁ, আমি দেখলাম, তোমরা ঠিক এভাবেই খেলছিলে! এখন যাও, ঠিকমতো খেলো!