২৩ জানুয়ারি: হাসতে নেই মানা
* জোকস-১
পেঁয়াজ বিক্রেতা: স্যার, বিদেশি পেঁয়াজ কিনলে স্পেশাল ডিসকাউন্ট পাবেন। সঙ্গে থাকছে ঢাকায় ফ্ল্যাট, গাড়ি, মালয়েশিয়া ট্যুরের টিকিটসহ আকর্ষণীয় সব পুরস্কার জেতার সব সুযোগ।
ক্রেতা: ওই সব রাখ। দেশি পেঁয়াজ দাও। পুরস্কার জীবনে অনেক পাব হয়তো। কিন্তু ৩০-৪০ টাকা কেজিতে পেঁয়াজ আর কবে পাব কে জানে?
* জোকস-২
প্রতিবেশী: অবাক কাণ্ড! আপনার বাড়ির কাজের মেয়েটি এত আগে চলে আসে। আমাদেরটা তো আটটার আগে দেখাই দেয় না। কিছু বললে বলে, অন্য লোক দেখেন- আমি পারব না।
বৌদি: অনেক বুদ্ধি খাটাতে হয়েছে ভাই। শেষে ওর সঙ্গে আমাদের রাখালের পরিচয় করিয়ে দিলাম, এখন নিজের গরজেই আসে।
* জোকস-৩
বৃষ্টির দিনে মালিক তার কাজের লোককে বলছেন-
মালিক: রবিন, বাগানে জল দিয়ে আয়, যা।
কাজের লোক: স্যার, আজকে তো বৃষ্টি হচ্ছে।
মালিক: বৃষ্টি হলে সমস্যা কী? ছাতা নিয়ে যা!
* জোকস-৪
গাইড নায়াগ্রা জলপ্রপাতের সামনে এসে পর্যটকদের বলছেন-
গাইড: এটা হলো নায়াগ্রা জলপ্রপাত, এটি বিশ্বের সবচেয়ে বড় ও শক্তিশালী জলপ্রপাত। প্রতিদিন অসংখ্য লোক আসে এ জলপ্রপাত দেখতে। এর আওয়াজ ২০ কিলোমিটার দূর থেকেও শোনা যায়।
এরপর গাইড একটু থেমে বললেন-
গাইড: এবার আমি নারী পর্যটকদের উদ্দেশে বলছি, আপনারা একটু নীরবতা পালন করুন, যেন আমরা এর শব্দ শুনতে পাই।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
২৩ জানুয়ারি: হাসতে নেই মানা
* জোকস-১
পেঁয়াজ বিক্রেতা: স্যার, বিদেশি পেঁয়াজ কিনলে স্পেশাল ডিসকাউন্ট পাবেন। সঙ্গে থাকছে ঢাকায় ফ্ল্যাট, গাড়ি, মালয়েশিয়া ট্যুরের টিকিটসহ আকর্ষণীয় সব পুরস্কার জেতার সব সুযোগ।
ক্রেতা: ওই সব রাখ। দেশি পেঁয়াজ দাও। পুরস্কার জীবনে অনেক পাব হয়তো। কিন্তু ৩০-৪০ টাকা কেজিতে পেঁয়াজ আর কবে পাব কে জানে?
* জোকস-২
প্রতিবেশী: অবাক কাণ্ড! আপনার বাড়ির কাজের মেয়েটি এত আগে চলে আসে। আমাদেরটা তো আটটার আগে দেখাই দেয় না। কিছু বললে বলে, অন্য লোক দেখেন- আমি পারব না।
বৌদি: অনেক বুদ্ধি খাটাতে হয়েছে ভাই। শেষে ওর সঙ্গে আমাদের রাখালের পরিচয় করিয়ে দিলাম, এখন নিজের গরজেই আসে।
* জোকস-৩
বৃষ্টির দিনে মালিক তার কাজের লোককে বলছেন-
মালিক: রবিন, বাগানে জল দিয়ে আয়, যা।
কাজের লোক: স্যার, আজকে তো বৃষ্টি হচ্ছে।
মালিক: বৃষ্টি হলে সমস্যা কী? ছাতা নিয়ে যা!
* জোকস-৪
গাইড নায়াগ্রা জলপ্রপাতের সামনে এসে পর্যটকদের বলছেন-
গাইড: এটা হলো নায়াগ্রা জলপ্রপাত, এটি বিশ্বের সবচেয়ে বড় ও শক্তিশালী জলপ্রপাত। প্রতিদিন অসংখ্য লোক আসে এ জলপ্রপাত দেখতে। এর আওয়াজ ২০ কিলোমিটার দূর থেকেও শোনা যায়।
এরপর গাইড একটু থেমে বললেন-
গাইড: এবার আমি নারী পর্যটকদের উদ্দেশে বলছি, আপনারা একটু নীরবতা পালন করুন, যেন আমরা এর শব্দ শুনতে পাই।