২০ জুন: আজকের ধাঁধা
ধাঁধাচর্চা আপনার মস্তিষ্কের বিকাশ ঘটায়। এতে মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়িয়ে বুদ্ধি বাড়ায়। সে নিমিত্তে রইলো আপনাদের জন্য আজকের চারটি ধাঁধা-
১) পাঁচ অহ্মরে ইংরেজী নাম, সবার ঘরে আছে, প্রথম অহ্মর ছেড়ে দিলে সবার মাথা আছে, প্রথম ও দ্ধিতীয় অহ্মর বাদ দিলে সর্বএ আছে । কি ?
২) পাখি নই তবু আমি পাখি! ডিম পাড়িনা সন্তান জন্ম দিয়ে থাকি! বলুনতো আমি কে?
৩) গাছের নাম আলিমাখা। এক এক ডাকে এক এক পাতা।
৪) গাছ নাই আছে পাতা। মুখ নাই বলে কথা।
গত ১৯ জুনের ধাঁধা ও তার উত্তর:
১) ইংরেজিতে বাদ্য, বাংলায় খাদ্য
কিবা সেই ফল, চট করে বল।
উত্তর: বেল
২) আট পায়ে চলি আমি,
চার পায়ে বসি।
কুমির নই, বাঘ তো নই
আস্ত মানুষ কিন্তু গিলি।
উত্তর: পালকি।
৩) আট চালা ঘর তার,
একটিই খুঁটি
ঘর বন্ধ করতে হলে
তার টিপতে হয় টুটি।
উত্তর: ছাতা।
৪) আদি স্থানে একুশ দিয়ে
পাঁচ অংকের সংখ্যা ভাই।
চার দিয়ে করলে গুণ
উল্টে যায় সংখ্যাটাই।
উত্তর: ২১৯৭৮
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
২০ জুন: আজকের ধাঁধা
ধাঁধাচর্চা আপনার মস্তিষ্কের বিকাশ ঘটায়। এতে মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়িয়ে বুদ্ধি বাড়ায়। সে নিমিত্তে রইলো আপনাদের জন্য আজকের চারটি ধাঁধা-
১) পাঁচ অহ্মরে ইংরেজী নাম, সবার ঘরে আছে, প্রথম অহ্মর ছেড়ে দিলে সবার মাথা আছে, প্রথম ও দ্ধিতীয় অহ্মর বাদ দিলে সর্বএ আছে । কি ?
২) পাখি নই তবু আমি পাখি! ডিম পাড়িনা সন্তান জন্ম দিয়ে থাকি! বলুনতো আমি কে?
৩) গাছের নাম আলিমাখা। এক এক ডাকে এক এক পাতা।
৪) গাছ নাই আছে পাতা। মুখ নাই বলে কথা।
গত ১৯ জুনের ধাঁধা ও তার উত্তর:
১) ইংরেজিতে বাদ্য, বাংলায় খাদ্য
কিবা সেই ফল, চট করে বল।
উত্তর: বেল
২) আট পায়ে চলি আমি,
চার পায়ে বসি।
কুমির নই, বাঘ তো নই
আস্ত মানুষ কিন্তু গিলি।
উত্তর: পালকি।
৩) আট চালা ঘর তার,
একটিই খুঁটি
ঘর বন্ধ করতে হলে
তার টিপতে হয় টুটি।
উত্তর: ছাতা।
৪) আদি স্থানে একুশ দিয়ে
পাঁচ অংকের সংখ্যা ভাই।
চার দিয়ে করলে গুণ
উল্টে যায় সংখ্যাটাই।
উত্তর: ২১৯৭৮