১ জুলাই: আজকের ধাঁধা
ধাঁধাচর্চা আপনার মস্তিষ্কের বিকাশ ঘটায়। এতে মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়িয়ে বুদ্ধি বাড়ায়। সে নিমিত্তে রইলো আপনাদের জন্য আজকের চারটি ধাঁধা-
১) ‘চার বর্ণের নাম মোর
বিছানাতে রই,
প্রথম দুটি ছেড়ে দিলে
যেথা সেথা রই।’
২) ‘জ্বলে চলে ছোঁয় না পানি,
তারে আমরা সবাই চিনি।’
৩) ‘মাসে আসে মাসে যায়,
দিনে খায় না রাতে খায়।’
৪) 'চার কলসি দুধে ভরা, ঢাকনা ছাড়া উপুড় করা।
গত ৩০ জুলাই ধাঁধা ও তার উত্তর:
১) ‘নড়ে চড়ে পড়ে না,
সরে সরে সরে না।’
উত্তর: চোখ।
২) ‘লাল দেখতে জিনিসটি,
‘ল’ কাটলে ফলটি।’
উত্তর: আলতা।
৩) ‘নয়নে নয়নে থাকে,
নয়নের কেউ নয়।’
উত্তর: কাজল
৪) ‘কালিদাস পণ্ডিতে কয়
বাল্যকালের কথা,
নয় হাজার তেতুল গাছে
কয় হাজার পাতা?’
উত্তর: ১৮ হাজার
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
১ জুলাই: আজকের ধাঁধা
ধাঁধাচর্চা আপনার মস্তিষ্কের বিকাশ ঘটায়। এতে মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়িয়ে বুদ্ধি বাড়ায়। সে নিমিত্তে রইলো আপনাদের জন্য আজকের চারটি ধাঁধা-
১) ‘চার বর্ণের নাম মোর
বিছানাতে রই,
প্রথম দুটি ছেড়ে দিলে
যেথা সেথা রই।’
২) ‘জ্বলে চলে ছোঁয় না পানি,
তারে আমরা সবাই চিনি।’
৩) ‘মাসে আসে মাসে যায়,
দিনে খায় না রাতে খায়।’
৪) 'চার কলসি দুধে ভরা, ঢাকনা ছাড়া উপুড় করা।
গত ৩০ জুলাই ধাঁধা ও তার উত্তর:
১) ‘নড়ে চড়ে পড়ে না,
সরে সরে সরে না।’
উত্তর: চোখ।
২) ‘লাল দেখতে জিনিসটি,
‘ল’ কাটলে ফলটি।’
উত্তর: আলতা।
৩) ‘নয়নে নয়নে থাকে,
নয়নের কেউ নয়।’
উত্তর: কাজল
৪) ‘কালিদাস পণ্ডিতে কয়
বাল্যকালের কথা,
নয় হাজার তেতুল গাছে
কয় হাজার পাতা?’
উত্তর: ১৮ হাজার