১৫ জুলাই: আজকের ধাঁধা
ধাঁধাচর্চা আপনার মস্তিষ্কের বিকাশ ঘটায়। এতে মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়িয়ে বুদ্ধি বাড়ায়। সে নিমিত্তে রইলো আপনাদের জন্য আজকের চারটি ধাঁধা-
১) ‘উঠানে বাগানে আমি থাকি বারো মাস,
আমাকে পেতে লোকে করে কত আশ।
আমাকে ছাড়া হয় না শুভ কাজ-অনুষ্ঠান,
সোনার চেয়ে আমাকে বেশি দেয় সম্মান।
২) ‘আগা গোড়া বেশি নয়,
মাঝে বেশি জল।
গাছে গাছে ফলে থাকে,
সে কি দেশি ফল।’
৩) ‘উঠিতে ঝটপট
বসিতে পাহাড়,
লক্ষ লক্ষ জীব ধরে
করে না আহার।’
৪) ‘উঠান ঠন ঠন বৈঠক মাটি,
কুমারে পড়ছে ঐ।
ঘটি বিনে দুধে হইচই,
এমন কুমার পাইল কই?’
গত ১৪ জুলাই ধাঁধা ও তার উত্তর:
১) ‘আড়াই শত থেকে পাঁচ পঞ্চাশ গেলে,
কালিদাসের ধাঁধায় আর কত পেলে?’
উত্তর: শূন্য
২) ‘আগা গোড়া কাটা,
চুলের জন্য ঝাটা।’
উত্তর: চিরুনি
৩) ‘আগা ঝন ঝন
গোড়া মোটা,
যে না পারিবে
সে যে বোকা।
উত্তর: ঝাড়ু
৪) ‘এক বুড়ির আছে শুধু বারোটিই ছেলে তার বারে ঘরে থাকে এখন ৩৬৫ ছেলে।’
উত্তর: ক্যালেন্ডার
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
১৫ জুলাই: আজকের ধাঁধা
ধাঁধাচর্চা আপনার মস্তিষ্কের বিকাশ ঘটায়। এতে মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়িয়ে বুদ্ধি বাড়ায়। সে নিমিত্তে রইলো আপনাদের জন্য আজকের চারটি ধাঁধা-
১) ‘উঠানে বাগানে আমি থাকি বারো মাস,
আমাকে পেতে লোকে করে কত আশ।
আমাকে ছাড়া হয় না শুভ কাজ-অনুষ্ঠান,
সোনার চেয়ে আমাকে বেশি দেয় সম্মান।
২) ‘আগা গোড়া বেশি নয়,
মাঝে বেশি জল।
গাছে গাছে ফলে থাকে,
সে কি দেশি ফল।’
৩) ‘উঠিতে ঝটপট
বসিতে পাহাড়,
লক্ষ লক্ষ জীব ধরে
করে না আহার।’
৪) ‘উঠান ঠন ঠন বৈঠক মাটি,
কুমারে পড়ছে ঐ।
ঘটি বিনে দুধে হইচই,
এমন কুমার পাইল কই?’
গত ১৪ জুলাই ধাঁধা ও তার উত্তর:
১) ‘আড়াই শত থেকে পাঁচ পঞ্চাশ গেলে,
কালিদাসের ধাঁধায় আর কত পেলে?’
উত্তর: শূন্য
২) ‘আগা গোড়া কাটা,
চুলের জন্য ঝাটা।’
উত্তর: চিরুনি
৩) ‘আগা ঝন ঝন
গোড়া মোটা,
যে না পারিবে
সে যে বোকা।
উত্তর: ঝাড়ু
৪) ‘এক বুড়ির আছে শুধু বারোটিই ছেলে তার বারে ঘরে থাকে এখন ৩৬৫ ছেলে।’
উত্তর: ক্যালেন্ডার