২০ জুলাই: আজকের ধাঁধা
ধাঁধাচর্চা আপনার মস্তিষ্কের বিকাশ ঘটায়। এতে মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়িয়ে বুদ্ধি বাড়ায়। সে নিমিত্তে রইলো আপনাদের জন্য আজকের চারটি ধাঁধা-
১) আকাশ হতে পড়লো ফল
ফলের মাঝে শুধুই জল... বলুনতো কী?
২) আকাশ হতে পড়ল কল.
তার মাঝে রক্ত
ঝাঁকি দিয়ে করি ভর্তা তাকে
নয় অতো শক্ত।...বলুনতো কী?
৩) আসবে তারা যাদের স্বভাব
ভাত ছাড়লে হবে না অভাব... বলুনতো কী?
৪) বল তো দেখি ভাই ......হাত আছে মাথা নাই পেট আছে তার ভুড়ি নাই । কি?
গত ১৮ জুলাই ধাঁধা ও তার উত্তর:
১) রিমির মায়ের ৫ মেয়েঃ
একটার নাম ঝিমি
একটার নাম নিমি
একটার নাম দিমি
একটার নাম লিমি
বলুনতো আর একটা মেয়ের নাম কি?
উত্তর: রিমি।
২) জলে জন্ম স্থলে কর্ম মালাকারে গড়ে। ঠাকুর নয় ঠুকুর নয় মাথার উপর চড়ে।
উত্তর: তেল।
৩) এমন কি জিনিস বছরে ১ বার, মাসে ২ বার
সপ্তাহে ৪ বার দিনে ৬ বার আসে।
বলতে পারেন কে?
উত্তর: বেজোড় সংখ্যা।
৪) দেহ আছে প্রাণ নেই
সেই এক রাজা,
সৈন্য সব আছে তার,
নেই তার কোন প্রজা?
উত্তর: দাবার গুটির রাজা
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
২০ জুলাই: আজকের ধাঁধা
ধাঁধাচর্চা আপনার মস্তিষ্কের বিকাশ ঘটায়। এতে মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়িয়ে বুদ্ধি বাড়ায়। সে নিমিত্তে রইলো আপনাদের জন্য আজকের চারটি ধাঁধা-
১) আকাশ হতে পড়লো ফল
ফলের মাঝে শুধুই জল... বলুনতো কী?
২) আকাশ হতে পড়ল কল.
তার মাঝে রক্ত
ঝাঁকি দিয়ে করি ভর্তা তাকে
নয় অতো শক্ত।...বলুনতো কী?
৩) আসবে তারা যাদের স্বভাব
ভাত ছাড়লে হবে না অভাব... বলুনতো কী?
৪) বল তো দেখি ভাই ......হাত আছে মাথা নাই পেট আছে তার ভুড়ি নাই । কি?
গত ১৮ জুলাই ধাঁধা ও তার উত্তর:
১) রিমির মায়ের ৫ মেয়েঃ
একটার নাম ঝিমি
একটার নাম নিমি
একটার নাম দিমি
একটার নাম লিমি
বলুনতো আর একটা মেয়ের নাম কি?
উত্তর: রিমি।
২) জলে জন্ম স্থলে কর্ম মালাকারে গড়ে। ঠাকুর নয় ঠুকুর নয় মাথার উপর চড়ে।
উত্তর: তেল।
৩) এমন কি জিনিস বছরে ১ বার, মাসে ২ বার
সপ্তাহে ৪ বার দিনে ৬ বার আসে।
বলতে পারেন কে?
উত্তর: বেজোড় সংখ্যা।
৪) দেহ আছে প্রাণ নেই
সেই এক রাজা,
সৈন্য সব আছে তার,
নেই তার কোন প্রজা?
উত্তর: দাবার গুটির রাজা