৩ আগস্ট : আজকের ধাঁধা
প্রকাশ : ০৩ আগস্ট ২০১৮, ১৫:০৬ | অনলাইন সংস্করণ
যুগান্তর ডেস্ক

ধাঁধাচর্চা আপনার মস্তিষ্কের বিকাশ ঘটায়। এতে মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়িয়ে বুদ্ধি বাড়ায়। সে নিমিত্তে রইলো আপনাদের জন্য আজকের চারটি ধাঁধা-
১. ‘কোন গাছের পাতায় কাঁটা,
মাথায় ঝাঁটা- দেখতে নিরস
কাটলে তার দেহে পাবে মিষ্টি রস।’
২. ‘কলের মধ্যে দিলে পা,
ভাগ্যের লিখন হবে তা।’
৩. ‘ছোট ছোট ফল তার
ঝোপে ঝোপে ধরে,
কাঁচায় সবুজ, পাকলে লাল
ছোটরা আদর করে।’
৪. ‘কোমর ধরে শুইয়ে দাও,
কাজ যা করার করে নাও।’
গত ২ আগস্ট এর ধাঁধা ও উত্তর
১) ‘বলেন তো দেখি, শস্য থাকে কীসে?’
উত্তর: গোলায়
২) ‘বলেন তো দেখি,
কোন ব্যাংকে
টাকা থাকে না।’
উত্তর: ব্লাড ব্যাংক
৩) ‘বলেন তো দেখি, কোন বাচ্চার মা নেই।’
উত্তর: চৌবাচ্চা।
৪) ‘বলেন তো দেখি, কোন দেশে পানি নেই।’
উত্তর: সন্দেশ