যুগান্তর ডেস্ক ০৫ অক্টোবর ২০১৮, ১০:১৯ | অনলাইন সংস্করণ
ধাঁধাচর্চা আপনার মস্তিষ্কের বিকাশ ঘটায়। এতে মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়িয়ে বুদ্ধি বাড়ায়। সে নিমিত্তে রইলো আপনাদের জন্য আজকের চারটি ধাঁধা-
১. ‘একটুখানি গাছে
তিল ঝুরঝুর করে,
একটুখানি টোকা দিলে
ঝরঝরিয়ে পড়ে।’২. ‘ওই ফলটি পাকার পরে
খেতে লাগে মিষ্টি।
আমি যদি খেতে বলি
করেন অনাসৃষ্টি।’৩. ‘ওই মিঞ মিঞ ডাক যে শোনো, মাঝের শব্দ বাদে হিসাব করো।’
৪. ‘উল্টে যদি দাও মোরে
হয়ে যাবো লতা,
কে আমি ভেবে-চিন্তে
বলে ফেল তা।’গতকালের ধাঁধাগুলোর উত্তর:
১) ‘একটি অক্ষর শিক্ষকে আছে, পণ্ডিতে নেই।
আবার কাননে আছে, বাগানে নেই।’
উত্তর: ক অক্ষর।
২) ‘ওই ফলটি পাকার পরে
খেতে লাগে মিষ্টি।
আমি যদি খেতে বলি
করেন অনাসৃষ্টি।’
উত্তর: কলা
৩) ‘একটি হলে কাজ হবে না,
দুটি কিন্তু চাই।
দুটি পেলে হবে চাষি ভাই।’
উত্তর: বলদ
৪) ‘উটের মতো বুক টান,
কোন জিনিসের চার কান?’
উত্তর: চৌচালা ঘর
ভারপ্রাপ্ত সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০০০-২০১৯