Logo
Logo
×

পরবাস

মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ৬২ অভিবাসী আটক

Icon

আহমাদুল কবির, মালয়েশিয়া

প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৫, ১০:৩৫ এএম

মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ৬২ অভিবাসী আটক

মালয়েশিয়ার জোহর রাজ্যে অবৈধভাবে কর্মরত ৬২ বিদেশি নাগরিককে আটক করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ। 

শনিবার (১১ অক্টোবর) রাতে জোহর ইমিগ্রেশন বিভাগের নেতৃত্বে পরিচালিত ‘অপস সেলারা’ অভিযানে তাদের আটক করা হয়।

জোহর ইমিগ্রেশন বিভাগের পরিচালক দাতুক মোহাম্মদ রুসদি মোহাম্মদ দারুস এক বিবৃতিতে জানান, স্থানীয় সূত্র ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শহরের দুটি রেস্টুরেন্টে অভিযান পরিচালনা করা হয়। সেখানে বৈধ অনুমতি ছাড়া বিদেশি শ্রমিকদের কাজ করার অভিযোগ পাওয়া যায়।

অভিযানে ইমিগ্রেশন বিভাগের এনফোর্সমেন্ট ইউনিটের পাশাপাশি মালয়েশিয়া বর্ডার কন্ট্রোল অ্যান্ড সিকিউরিটি এজেন্সি (এবিকেসএ)-এর সুলতান ইস্কান্দার ভবনের একটি দল অংশ নেয়। 

মোট ১৪৩ জনের পরিচয় যাচাই শেষে ৬২ জনকে আটক করা হয়। আটককৃতদের বয়স তিন থেকে ৫০ বছরের মধ্যে। তাদের মধ্যে মিয়ানমারের ৩০ জন, ইন্দোনেশিয়ার ৫ জন, বাংলাদেশের ৩ জন, ভারতের ২ জন, নেপালের ১ জন এবং শ্রীলঙ্কার ১ জনসহ আরও বিভিন্ন দেশের নাগরিক রয়েছেন। 

দাতুক রুসদি জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে বিভিন্ন ইমিগ্রেশন অপরাধের অভিযোগ আনা হয়েছে। এর মধ্যে রয়েছে—বৈধ ভ্রমণ নথি না থাকা, ভিসার মেয়াদোত্তীর্ণ হওয়া এবং সামাজিক ভিসা অপব্যবহার করে অবৈধভাবে কাজ করা।

এছাড়া সংশ্লিষ্ট দুটি রেস্টুরেন্টের স্থানীয় মালিককেও জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে ১৯৫৯/৬৩ সালের ইমিগ্রেশন আইনের অধীনে বিদেশি কর্মী অবৈধভাবে নিয়োগের অভিযোগ আনা হবে।

সব আটক ব্যক্তিকে পরবর্তী তদন্তের জন্য সেতিয়া ট্রপিকা ইমিগ্রেশন ডিপোতে পাঠানো হয়েছে।

রুসদি জনসাধারণকে আহ্বান জানান, অবৈধ অভিবাসন, মানবপাচার ও অভিবাসী চোরাচালান সংক্রান্ত তথ্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানাতে, যাতে জাতীয় নিরাপত্তা ও সামাজিক শৃঙ্খলা বজায় থাকে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম