আহমাদুল কবির, মালয়েশিয়া ১৯ ফেব্রুয়ারি ২০১৮, ১৪:৩৫ | অনলাইন সংস্করণ
সরকার কর্তৃক বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও দলের সিনিয়ার ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলার উদ্দেশ্যমূলক রায় বাতিল ও নিঃশর্ত মুক্তির দাবিতে দেশের বাইরেও গণস্বাক্ষর অভিযান শুরু করেছে মালয়েশিয়া বিএনপি।
রোববার বিকাল ৫টায় বিএনপি মালয়েশিয়া শাখার কেন্দ্রীয় কার্যালয়ে দলের সভাপতি ইঞ্জি. বাদলুর রহমান খানের সভাপতিত্বে ও সহদফতর সম্পাদক একেএম হাবিবুর রহমান শিশিরের সঞ্চালনায় এ গণস্বাক্ষর অভিযান শুরু হয়।
গণস্বাক্ষর কর্মসূচির অনুষ্ঠানে বক্তারা বলেন, খালেদা জিয়ার জনসমর্থনে ভীত বর্তমান অটো সরকার। তাই তাকে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলায় জেলে প্রেরণ করে পুনরায় ভোটারবিহীন নির্বাচন করে ক্ষমতা দীর্ঘায়িত করতে চায়।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সহসভাপতি স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির মাহবুব আলম শাহ, বিএনপি মালয়েশিয়া সহসভাপতি সেলিম ভুঁইয়া, প্রচার সম্পাদক এসএম বশির আলম, দফতর সম্পাদক মো. আমিনুল ইসলাম রতন, প্রকাশনা সম্পাদক মো. মামুন বি. আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম ইলিয়াস, সাংগঠনিক সম্পাদক আহমেদ হোসেন সাগর প্রমুখ।
ভারপ্রাপ্ত সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০০০-২০১৮