জমির হোসেন, ইতালি থেকে ১৪ আগস্ট ২০১৯, ১০:৩৫ | অনলাইন সংস্করণ
ইতালি রোমের ফ্রি বিয়ার না দেয়ায় এক বাংলাদেশির মিনিমার্কেটে হামলা চালিয়ে ভাংচুর করে ৩৪ বছরের স্থানীয় রোমানো এক যুবক । সোমবার (১২ আগস্ট) কোলাতিনা নামক স্থানে এ ঘটনা ঘটে।
জানা যায়,স্থানীয় ওই নাগরিক একটি বিয়ার চায় বাংলাদেশি রফিকুল আলমের কাছে। কিন্তু টাকা (ইউরো) না দেয়ায় বাংলাদেশি বিয়ার দিতে অস্বীকার করলে তার ওপর ক্ষেপে মিনিমার্কেটের গ্লাস ভাংচুর ও ডাকাতি করে।
পরে পুলিশ খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে এসে চারদিকে বেরিগেড দিয়ে ওই যুবককে গ্রেফতার করে। ভাংচুর করার সময় যুবক নিজে আহত হলে পুলিশ তাকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেন। এ ঘটনায় একটি মামলা করা হয়েছে।ভারপ্রাপ্ত সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০০০-২০১৯