রোমে তিন বাংলাদেশির ইতালিয়ান পাসপোর্ট বাজেয়াপ্ত
জমির হোসেন, ইতালি থেকে
১৬ সেপ্টেম্বর ২০১৯, ১৪:৪৭:০০ | অনলাইন সংস্করণ
ইতালিতে পাসপোর্ট সংক্রান্ত অনিয়মের দায়ে তিন বাংলাদেশির (নাগরিকত্ব) পাসপোর্ট বাজেয়াপ্ত করছে ইতালীয় ইমিগ্রেশন পুলিশ। জন্ম সনদ, পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটসহ বিভিন্ন অনিয়মের কারণে রোববার ওই তিন বাংলাদেশির পাসপোর্ট বাজেয়াপ্ত করা হয়।
সামাজিক সংগঠন ইল ধূমকেতুর কর্ণধার নুরে আলম সিদ্দিকী বাচ্চু এ তথ্য নিশ্চিত করে বলেন, লন্ডন থেকে ফেরার সময় রোমের একটি বিমানবন্দরে এ ঘটনা ঘটে। তবে নিরাপত্তার স্বার্থে তাদের নাম প্রকাশ করেনি স্থানীয় পুলিশ।
উল্লেখ্য, ২০১৭ সালে বিভিন্ন ভুয়া সার্টিফিকেট দিয়ে ২৪ মাসের পূর্বে যে সব বাংলাদেশি দ্রুত নাগরিকত্ব পেয়েছেন তাদের বিরুদ্ধে স্বরাষ্ট্র মন্ত্রণালয় অনিয়মের অভিযোগ এনে একটি মামলা দায়ের করেন মামলা নং ৪৩৮৯৮। এরই ফলশ্রুতিতে দায়েরকৃত মামলায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা শুরু হয়ে গেছে।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
রোমে তিন বাংলাদেশির ইতালিয়ান পাসপোর্ট বাজেয়াপ্ত
ইতালিতে পাসপোর্ট সংক্রান্ত অনিয়মের দায়ে তিন বাংলাদেশির (নাগরিকত্ব) পাসপোর্ট বাজেয়াপ্ত করছে ইতালীয় ইমিগ্রেশন পুলিশ। জন্ম সনদ, পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটসহ বিভিন্ন অনিয়মের কারণে রোববার ওই তিন বাংলাদেশির পাসপোর্ট বাজেয়াপ্ত করা হয়।
সামাজিক সংগঠন ইল ধূমকেতুর কর্ণধার নুরে আলম সিদ্দিকী বাচ্চু এ তথ্য নিশ্চিত করে বলেন, লন্ডন থেকে ফেরার সময় রোমের একটি বিমানবন্দরে এ ঘটনা ঘটে। তবে নিরাপত্তার স্বার্থে তাদের নাম প্রকাশ করেনি স্থানীয় পুলিশ।
উল্লেখ্য, ২০১৭ সালে বিভিন্ন ভুয়া সার্টিফিকেট দিয়ে ২৪ মাসের পূর্বে যে সব বাংলাদেশি দ্রুত নাগরিকত্ব পেয়েছেন তাদের বিরুদ্ধে স্বরাষ্ট্র মন্ত্রণালয় অনিয়মের অভিযোগ এনে একটি মামলা দায়ের করেন মামলা নং ৪৩৮৯৮। এরই ফলশ্রুতিতে দায়েরকৃত মামলায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা শুরু হয়ে গেছে।