ফিনল্যান্ডে আন্তর্জাতিক সেমিনার
টেকসই আগামীদিনের দিকে তত্ত্ব থেকে অনুশীলন
প্রকাশ: ০৩ নভেম্বর ২০১৯, ১১:৫৭ এএম
|
ফলো করুন |
|
|---|---|
ফিনল্যান্ডের এস্পো নামক শহরে বিজ্ঞান-গবেষণা ভিত্তিক সোশ্যাল এক্সেপ্টেবিলিটি স্টাডি (সাস) নেটওয়ার্ক, আলতো বিশ্ববিদ্যালয় আয়োজন করেছিল দেড় দিনের (৩১ অক্টোবর-১ নভেম্বর, ২০১৯) আন্তর্জাতিক সেমিনার: টেকসই আগামীদিনের দিকে-তত্ত্ব বা ধারনা থেকে অনুশীলন (Towards sustainable tomorrows: From sound concepts to sound practice)।
বিশ্বের বিভিন্ন দেশ থেকে আগত ৫১ জন এই সেমিনারে অংশগ্রহণ করে। সাস নেটওয়ার্কের বর্তমান প্রেসিডেন্ট ও ফাউণ্ডার মেম্বার, শিক্ষক মোঃ মঞ্জুরে মওলা সেমিনারে আগত উপস্থিত সবাইকে স্বাগত জানিয়ে এবং আমন্ত্রিত উদ্বোধনী সেশনের স্পীকারদের পরিচয় করিয়ে দেন।
সেমিনারটি উদ্বোধন করেন আলতো বিশ্ববিদ্যালয়ের প্রভোস্ট ক্রিস্টিনা মাকেলা। উদ্বোধনী সেশনে কী-নোট স্পীকার হিসেবে সুইডেন লুন্ড বিশ্ববিদ্যালয়ের প্রভাষক ক্যানেথ এম পারসোন বলেন, পানি আমাদের সম্পদ, এর অপচয় রোধ এবং ব্যবহত পানির পুনরায় ব্যবহার করতে না পারলে আগামীতে পানি নিয়ে বিশ্ব যুদ্ধ নামক সহিংসতাকে উপহার দিব আমাদের নতুন প্রজন্মকে।
টেকসই পানির ব্যবহার কিভাবে নিশ্চিত করা যায়, সে বিষয়ে তার গবেষণার ফলাফল উপস্থাপন করেন।
চেয়ারম্যান নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশের প্রভাষক ড. আবু ইউসুফ মো. আবদুল্লাহ বলেন, বিশ্বের পরিবেশকে টেকসই করতে হলে টেক্সটাইল শিল্পকে সার্কুলার অর্থনীতির পদাঙ্ক অনুসরণ করতে হবে এবং প্রভাষক ও পদার্থ বিজ্ঞানী আলতো বিশ্ববিদ্যালয়ের রিস্তো লাহদেলমা বলেন, আমাদের টেকনোলজির পরিবেশগত টেকসই নিশ্চিত করতে হলে সমজের কাছে গ্রহণযোগ্য পরিবেশ বান্ধব টেকনোলজির ব্যবহারের বাজার তৈরি করতে হবে।
এর মাধ্যমে আগামীদিনের সার্বিক টেকসইকে কিছুটা হলেও নিশ্চিত করা সম্ভব হবে বলে তিনি আশা করেন।
প্যানেল আলোচকবৃন্দ হিসেবে প্রভাষক নাথালিয়া তাজেদর ফ্লোরেস, পানামা প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, রাজনীতিবিদ ও রিহিম্যাকি শহর মেওর স্বামী সুক্কো বলেন, আগামীদিনের দিকে টেকসইকে নিশ্চিত করতে হলে প্রথমেই লোকাল মানুষদের সঙ্গে নিয়ে বর্তমান টেকসই সমজের পলিসিকে রিভাইজ করে, তার সঠিক ব্যবহার নিশ্চিত করতে হবে।
সেমিনারের দ্বিতীয় দিনে দুপুর ২ টায় শিক্ষক মোঃ মঞ্জুরে মওলা, সোশ্যাল এক্সেপ্টেবিলিটি স্টাডি (সাস) নেটওয়ার্ক, আলতো বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে সেমিনার অংশগ্রহণকারী সবাইকে ধন্যবাদ জানিয়ে দেড় দিনের আন্তর্জাতিক সেমিনার সমাপ্ত ঘোষণা করেন।
সেমিনারের প্রসেডিংস সবার জন্য উন্মুক্ত অনলাইনে প্রকাশিত হয়েছে। পড়ার জন্য https://aaltodoc.aalto.fi/handle/123456789/40770 এই লিংকে ক্লিক করতে পারেন।
