দক্ষিণ আফ্রিকায় সড়ক দুর্ঘটনায় দুই বাংলাদেশি নিহত
শওকত বিন আশরাফ, দক্ষিণ আফ্রিকা থেকে
০৭ জুলাই ২০২০, ২২:৩৩:৫১ | অনলাইন সংস্করণ
দক্ষিণ আফ্রিকায় এক সড়ক দুর্ঘটনায় দুই বাংলাদেশি নিহত ও অপর একজন গুরুতর আহত হয়েছেন।
রোববার সন্ধ্যায় দেশটির ব্লুমফন্টেইন ও কুইন্সটাউনের মাঝামাঝি এন-৬ মহাসড়কের আলিয়াল নর্থের কাছাকাছি এ মর্মান্তিক সড়ক দুর্ঘটনাটি ঘটে।
নিহত দুই বাংলাদেশি হলেন- সুমন ও মান্নান। আহত বাংলাদেশির নাম আবু নাসের। তারা কুইন্সটাউন থেকে ব্লমফন্টেইন যাচ্ছিলেন।
সুমন দক্ষিণ আফ্রিকার মানি ট্রান্সফার কোম্পানি হ্যালোতে কুইন্সটাউন এলাকায় কাজ করতেন। আর মান্নান জেমস্ টাউনের ব্যবসায়ী এবং আহত আবু নাসের কুইন্স টাউনের ব্যবসায়ী। আবু নাসের বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
নিহত সুমন ও মান্নানের বাড়ি নোয়াখালীর সোনাইমুড়ীতে এবং আহত আবু নাসেরের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ায়।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
দক্ষিণ আফ্রিকায় সড়ক দুর্ঘটনায় দুই বাংলাদেশি নিহত
দক্ষিণ আফ্রিকায় এক সড়ক দুর্ঘটনায় দুই বাংলাদেশি নিহত ও অপর একজন গুরুতর আহত হয়েছেন।
রোববার সন্ধ্যায় দেশটির ব্লুমফন্টেইন ও কুইন্সটাউনের মাঝামাঝি এন-৬ মহাসড়কের আলিয়াল নর্থের কাছাকাছি এ মর্মান্তিক সড়ক দুর্ঘটনাটি ঘটে।
নিহত দুই বাংলাদেশি হলেন- সুমন ও মান্নান। আহত বাংলাদেশির নাম আবু নাসের। তারা কুইন্সটাউন থেকে ব্লমফন্টেইন যাচ্ছিলেন।
সুমন দক্ষিণ আফ্রিকার মানি ট্রান্সফার কোম্পানি হ্যালোতে কুইন্সটাউন এলাকায় কাজ করতেন। আর মান্নান জেমস্ টাউনের ব্যবসায়ী এবং আহত আবু নাসের কুইন্স টাউনের ব্যবসায়ী। আবু নাসের বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
নিহত সুমন ও মান্নানের বাড়ি নোয়াখালীর সোনাইমুড়ীতে এবং আহত আবু নাসেরের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ায়।