করোনায় জোহানেসবার্গে বাংলাদেশির মৃত্যু
শওকত বিন আশরাফ, দক্ষিণ আফ্রিকা থেকে
১২ জুলাই ২০২০, ২১:৪২:৪৫ | অনলাইন সংস্করণ
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে আরও এক বাংলাদেশি নাগরিকের মৃত্যু হয়েছে।
শনিবার রাত ১০টায় নিজ বাসায় চিকিৎসাধীন অবস্থায় মারা যান এই বাংলাদেশি নাগরিক।
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার গুনবতি ইউনিয়নের বাসিন্দা মুহাম্মদ ইকবাল হোসেন কয়েকদিন থেকে করোনা উপসর্গ নিয়ে ডাক্তারের ব্যবস্হাপত্র অনুযায়ী বাসায় চিকিৎসা চালিয়ে যাচ্ছিলেন।
কিন্তু রাতে হঠাৎ অবস্থার অবনতি হয়ে তিনি মৃত্যুবরণ করেন। ইকবাল হোসেন আগে থেকেই ডায়াবেটিসের রোগী ছিলেন। তিনি ২০১৪ সাল থেকে দক্ষিণ আফ্রিকায় বসবাস করে আসছিলেন।
উল্লেখ্য, করোনা আক্রান্ত হয়ে দক্ষিণ আফ্রিকায় এ পর্যন্ত ১২ জন বাংলাদেশির মৃত্যু হয়েছে এবং করোনা উপসর্গ নিয়ে ৬ জন বাংলাদেশির মৃত্যু হয়েছে।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
করোনায় জোহানেসবার্গে বাংলাদেশির মৃত্যু
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে আরও এক বাংলাদেশি নাগরিকের মৃত্যু হয়েছে।
শনিবার রাত ১০টায় নিজ বাসায় চিকিৎসাধীন অবস্থায় মারা যান এই বাংলাদেশি নাগরিক।
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার গুনবতি ইউনিয়নের বাসিন্দা মুহাম্মদ ইকবাল হোসেন কয়েকদিন থেকে করোনা উপসর্গ নিয়ে ডাক্তারের ব্যবস্হাপত্র অনুযায়ী বাসায় চিকিৎসা চালিয়ে যাচ্ছিলেন।
কিন্তু রাতে হঠাৎ অবস্থার অবনতি হয়ে তিনি মৃত্যুবরণ করেন। ইকবাল হোসেন আগে থেকেই ডায়াবেটিসের রোগী ছিলেন। তিনি ২০১৪ সাল থেকে দক্ষিণ আফ্রিকায় বসবাস করে আসছিলেন।
উল্লেখ্য, করোনা আক্রান্ত হয়ে দক্ষিণ আফ্রিকায় এ পর্যন্ত ১২ জন বাংলাদেশির মৃত্যু হয়েছে এবং করোনা উপসর্গ নিয়ে ৬ জন বাংলাদেশির মৃত্যু হয়েছে।