ইতালিতে প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল
জমির হোসেন, ইতালি থেকে
৩০ সেপ্টেম্বর ২০২০, ২২:২৪:০৯ | অনলাইন সংস্করণ
রোমে ইতালি আওয়ামী লীগের উদ্যোগে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি রোমের পিয়াচ্ছালে প্রেনেসতিনো নাফিসা বার অ্যান্ড রেস্টুরেন্টের হলরুমে দলের কেন্দ্রীয় নির্দেশনা মেনে স্বল্প পরিসরে কেক কাটা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
জন্মদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- ইতালি আওয়ামী লীগ, যুবলীগ, রোম মহানগর আওয়ামী লীগ, বঙ্গবন্ধু পরিষদ, শ্রমিক লীগ, স্বেচ্ছাসেবক লীগ, আমরা মুক্তিযোদ্ধার সন্তান ইতালি শাখাসহ আওয়ামী লীগের অঙ্গসংগঠনের নেতারা। এ সময় আওয়ামী লীগ নেতারা বলেন, বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ বিশ্বের দরবারে উন্নয়নশীল রাষ্ট্র হিসেবে পরিচিতি লাভ করেছে।
তারা বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা মানবতার নেত্রী শেখ হাসিনার হাত ধরেই এ উন্নয়ন অব্যাহত থাকবে। পরে প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু ও সু-স্বাস্থ্য কামনা করে বিশেষ দোয়া করা হয়।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ইতালিতে প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল
রোমে ইতালি আওয়ামী লীগের উদ্যোগে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি রোমের পিয়াচ্ছালে প্রেনেসতিনো নাফিসা বার অ্যান্ড রেস্টুরেন্টের হলরুমে দলের কেন্দ্রীয় নির্দেশনা মেনে স্বল্প পরিসরে কেক কাটা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
জন্মদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- ইতালি আওয়ামী লীগ, যুবলীগ, রোম মহানগর আওয়ামী লীগ, বঙ্গবন্ধু পরিষদ, শ্রমিক লীগ, স্বেচ্ছাসেবক লীগ, আমরা মুক্তিযোদ্ধার সন্তান ইতালি শাখাসহ আওয়ামী লীগের অঙ্গসংগঠনের নেতারা। এ সময় আওয়ামী লীগ নেতারা বলেন, বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ বিশ্বের দরবারে উন্নয়নশীল রাষ্ট্র হিসেবে পরিচিতি লাভ করেছে।
তারা বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা মানবতার নেত্রী শেখ হাসিনার হাত ধরেই এ উন্নয়ন অব্যাহত থাকবে। পরে প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু ও সু-স্বাস্থ্য কামনা করে বিশেষ দোয়া করা হয়।