ঘুষ দেয়ার দায়ে মালয়েশিয়ায় বাংলাদেশির জেল-জরিমানা
আহমাদুল কবির, মালয়েশিয়া
০৬ জানুয়ারি ২০২১, ১৫:০৯:৫৬ | অনলাইন সংস্করণ
বছরের শুরুতেই মালয়েশিয়ায় ঘুষের অপরাধে এক বাংলাদেশির জেল-জরিমানা করেছেন মালয়েশিয়ার একটি আদালত।
দেশটিতে অবৈধ অভিবাসী বিরোধী অভিযানে পুলিশকে ঘুষ দেয়ার অপরাধে ইমিগ্রেশনের হাতে আটক ওই বাংলাদেশিকে একবছরের কারাদণ্ডসহ অর্থদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।
দেশটির দুর্নীতি দমন কমিশনের আনা দুটি অভিযোগে মঙ্গলবার তেরেংগানুর আদালতের বিচারক জামাল উদ্দিনের কাছে ঘুষের অপরাধ স্বীকার করায় আদালত বাংলাদেশি নাগরিক মাহবুব আলমকে (২৭) এক বছরের জেল ও ২ লাখ টাকা জরিমানা করেছে।
আদালত সূত্রে জানা গেছে, গত বছরের ২৫ অক্টোবর তেরেংগানুর কেমামান হাসপাতালে কর্মরত অবস্থায় ইমিগ্রেশন বিভাগের অভিযানে আটক হন ওই বাংলাদেশি।
এসময় নিজেকে মুক্ত করতে দায়িত্বরত কর্মকর্তাকে সাড়ে ২২ হাজার টাকা ঘুষ দেয়ার অপরাধে অভিযুক্তকে মালয়েশিয়ার দুর্নীতি দমন কমিশন আইন ২০০৯ এর ১ ১৭ (খ) এর অধীনে অভিযুক্ত করা হয়।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ঘুষ দেয়ার দায়ে মালয়েশিয়ায় বাংলাদেশির জেল-জরিমানা
বছরের শুরুতেই মালয়েশিয়ায় ঘুষের অপরাধে এক বাংলাদেশির জেল-জরিমানা করেছেন মালয়েশিয়ার একটি আদালত।
দেশটিতে অবৈধ অভিবাসী বিরোধী অভিযানে পুলিশকে ঘুষ দেয়ার অপরাধে ইমিগ্রেশনের হাতে আটক ওই বাংলাদেশিকে একবছরের কারাদণ্ডসহ অর্থদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।
দেশটির দুর্নীতি দমন কমিশনের আনা দুটি অভিযোগে মঙ্গলবার তেরেংগানুর আদালতের বিচারক জামাল উদ্দিনের কাছে ঘুষের অপরাধ স্বীকার করায় আদালত বাংলাদেশি নাগরিক মাহবুব আলমকে (২৭) এক বছরের জেল ও ২ লাখ টাকা জরিমানা করেছে।
আদালত সূত্রে জানা গেছে, গত বছরের ২৫ অক্টোবর তেরেংগানুর কেমামান হাসপাতালে কর্মরত অবস্থায় ইমিগ্রেশন বিভাগের অভিযানে আটক হন ওই বাংলাদেশি।
এসময় নিজেকে মুক্ত করতে দায়িত্বরত কর্মকর্তাকে সাড়ে ২২ হাজার টাকা ঘুষ দেয়ার অপরাধে অভিযুক্তকে মালয়েশিয়ার দুর্নীতি দমন কমিশন আইন ২০০৯ এর ১ ১৭ (খ) এর অধীনে অভিযুক্ত করা হয়।