মালয়েশিয়ায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত
আহমাদুল কবির, মালয়েশিয়া
২১ ফেব্রুয়ারি ২০২১, ১১:৫৬:৪৬ | অনলাইন সংস্করণ
মালয়েশিয়ায় যথাযোগ্য মর্যাদায় মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে রোববার স্থানীয় সময় সকাল সাড়ে ৯টায় বাংলাদেশ হাইকমিশন চত্বরে নির্মিত অস্থায়ী শহিদ মিনারে কর্মকর্তারা ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
এর আগে জাতীয় পতাকা উত্তোলন ও অর্ধনমিতকরণ করেন হাইকমিশনার মো. গোলাম সারোয়ার।
করোনাভাইরাস পরিস্থিতিতে মালয়েশিয়া সরকারের দেওয়া বিধিনিষেধের কারণে অনুষ্ঠানে শুধুমাত্র দূতাবাসের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
তবে দূতাবাসের ফেসবুক পেজে লাইভ প্রচার করে প্রবাসীদের অংশ নেওয়ার সুযোগ করে দেওয়া হয়।
অনুষ্ঠানে বাংলাদেশ সরকারের রাষ্ট্রপতি আবদুল হামিদের বাণী পাঠ করেন উপহাইকমিশনার খোরশেদ আলম খাস্তগীর। আর প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাণী পাঠ করেন শ্রম কাউন্সেলর মোহাম্মদ জহিরুল ইসলাম।
অপরদিকে মালয়েশিয়ায় ইউনেস্কো যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করেছে। ভার্চুয়াল অনুষ্ঠানে মালয়েশিয়া সরকারের শিক্ষামন্ত্রী মোহাম্মদ রাদজি জিদিন, বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এবং হাইকমিশনার গোলাম সরোয়ার বক্তব্য রাখেন।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
মালয়েশিয়ায় যথাযোগ্য মর্যাদায় মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে রোববার স্থানীয় সময় সকাল সাড়ে ৯টায় বাংলাদেশ হাইকমিশন চত্বরে নির্মিত অস্থায়ী শহিদ মিনারে কর্মকর্তারা ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
এর আগে জাতীয় পতাকা উত্তোলন ও অর্ধনমিতকরণ করেন হাইকমিশনার মো. গোলাম সারোয়ার।
করোনাভাইরাস পরিস্থিতিতে মালয়েশিয়া সরকারের দেওয়া বিধিনিষেধের কারণে অনুষ্ঠানে শুধুমাত্র দূতাবাসের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
তবে দূতাবাসের ফেসবুক পেজে লাইভ প্রচার করে প্রবাসীদের অংশ নেওয়ার সুযোগ করে দেওয়া হয়।
অনুষ্ঠানে বাংলাদেশ সরকারের রাষ্ট্রপতি আবদুল হামিদের বাণী পাঠ করেন উপহাইকমিশনার খোরশেদ আলম খাস্তগীর। আর প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাণী পাঠ করেন শ্রম কাউন্সেলর মোহাম্মদ জহিরুল ইসলাম।
অপরদিকে মালয়েশিয়ায় ইউনেস্কো যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করেছে। ভার্চুয়াল অনুষ্ঠানে মালয়েশিয়া সরকারের শিক্ষামন্ত্রী মোহাম্মদ রাদজি জিদিন, বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এবং হাইকমিশনার গোলাম সরোয়ার বক্তব্য রাখেন।