মালয়েশিয়ায় ১২ বাংলাদেশিসহ ৪৯ বিদেশি শ্রমিক আটক
আহমাদুল কবির, মালয়েশিয়া
২৬ ফেব্রুয়ারি ২০২১, ১২:৫১:০৩ | অনলাইন সংস্করণ
মালয়েশিয়ায় অভিযান চালিয়ে ১২ বাংলাদেশিসহ ৪৯ বিদেশি শ্রমিককে আটক করেছে পুলিশ।
দেশটির অভিবাসন বিভাগ সূত্র জানিয়েছে, বৃহস্পতিবার বারতাম এলাকায় একটি বাংলো নির্মাণকাজের সাইটে পুলিশ, ইমিগ্রেশন বিভাগ ও নির্মাণ শিল্প উন্নয়ন বোর্ডের (সিআইডিবি) সদস্যরা অভিযান চালিয়ে তাদের আটক করেন।
আটকদের মধ্যে ২৩ রোহিঙ্গা, ১৪ ইন্দোনেশিয়ান ও ১২ বাংলাদেশি শ্রমিক রয়েছেন।
উত্তর সেবেরাং প্রাইয়ের জেলা পুলিশপ্রধান নুরজাইনি মোহাম্মদ নুর বলেছেন, কোভিড-১৯ এর বিস্তার রোধে নির্মাণশ্রমিকরা এসওপি (স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর) অনুযায়ী কাজ করছেন কিনা তা নিশ্চিত করতেই এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানের সময় বৈধ কাগজপত্র না থাকায় ৪৯ বিদেশিকে আটক করা হয়। এ ছাড়া তাদের কাছে কোভিড-১৯ পরীক্ষার কাগজও নেই।
এদিকে শ্রমিকদের তথ্য জমা দিতে ব্যর্থ হওয়ায় নির্মাণ সাইট ঠিকাদারকে একটি নোটিশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন রাজ্য সিআইডিবির পরিচালক জাহিদি হাশিম।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
মালয়েশিয়ায় ১২ বাংলাদেশিসহ ৪৯ বিদেশি শ্রমিক আটক
মালয়েশিয়ায় অভিযান চালিয়ে ১২ বাংলাদেশিসহ ৪৯ বিদেশি শ্রমিককে আটক করেছে পুলিশ।
দেশটির অভিবাসন বিভাগ সূত্র জানিয়েছে, বৃহস্পতিবার বারতাম এলাকায় একটি বাংলো নির্মাণকাজের সাইটে পুলিশ, ইমিগ্রেশন বিভাগ ও নির্মাণ শিল্প উন্নয়ন বোর্ডের (সিআইডিবি) সদস্যরা অভিযান চালিয়ে তাদের আটক করেন।
আটকদের মধ্যে ২৩ রোহিঙ্গা, ১৪ ইন্দোনেশিয়ান ও ১২ বাংলাদেশি শ্রমিক রয়েছেন।
উত্তর সেবেরাং প্রাইয়ের জেলা পুলিশপ্রধান নুরজাইনি মোহাম্মদ নুর বলেছেন, কোভিড-১৯ এর বিস্তার রোধে নির্মাণশ্রমিকরা এসওপি (স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর) অনুযায়ী কাজ করছেন কিনা তা নিশ্চিত করতেই এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানের সময় বৈধ কাগজপত্র না থাকায় ৪৯ বিদেশিকে আটক করা হয়। এ ছাড়া তাদের কাছে কোভিড-১৯ পরীক্ষার কাগজও নেই।
এদিকে শ্রমিকদের তথ্য জমা দিতে ব্যর্থ হওয়ায় নির্মাণ সাইট ঠিকাদারকে একটি নোটিশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন রাজ্য সিআইডিবির পরিচালক জাহিদি হাশিম।