কানাডায় “গোল্ডেন এজ সেন্টার” সিনিয়রস্ ক্লাব উদ্বোধন
রাজীব আহসান, কানাডা থেকে
১৪ অক্টোবর ২০২১, ০০:৫৪:২৮ | অনলাইন সংস্করণ
শনিবার সন্ধ্যা ৬টায় টরন্টোর ৩০০০ ড্যানফোর্থ অ্যাভিনিউতে “গোল্ডেন এজ সেন্টার” নামে সিনিয়রস্ ক্লাবের শুভ উদ্বোধন করেন একুশে ও বাংলা একাডেমি পদকপ্রাপ্ত দেশবরেণ্য কবি আসাদ চৌধুরী।
অনাড়ম্বরপূর্ণ এ অনুষ্ঠানে এমপিপি ডলি বেগমসহ কমিউনিটির বিশিষ্টজনরা উপস্থিত হয়ে প্রবাসী বাংলাদেশি বয়োজ্যেষ্ঠদের জন্য এ ধরনের উদ্যোগকে স্বাগত জানান এবং এর সফলতা কামনা করেন।
কোভিডকালীন স্বাস্থ্যবিধি বিবেচনায় খুবই সীমিত পরিসরে এ উদ্বোধন অনুষ্ঠানের আয়োজন করা হয় ৩০০০ ড্যানফোর্থে অ্যাভিনিউতে “গোল্ডেন এজ সেন্টারে” (ইউনিট- ৫, কক্ষ নং ১৪)। এ স্থানটি পূর্বে “মিজান কমপ্লেক্স অডিটোরিয়াম” নামে বহুল পরিচিত ছিল।
গোল্ডন এজ সেন্টারের উদ্যোক্তা ব্যারিস্টার বিজুয়ান রহমান জানান, সেন্টারটিতে থাকবে ছোট্ট একটা লাইব্রেরি, আরাম করে বসে বই/পত্রিকা/সাময়িকী পড়ার ব্যবস্থা, সমবয়সীদের সঙ্গে টেবিল টেনিস, ক্যারম-দাবা-লুডু খেলার সুযোগ, ইন্টারনেটসহ কম্পিউটার আর বিশাল স্ক্রিনের টিভির ব্যবস্থা। সঙ্গে থাকবে বিনামূল্যে চা-বিস্কুটের ব্যবস্থা। সেইসঙ্গে থাকবে বিশেষজ্ঞদের পরিচালনায় নিত্যদিনের প্রয়োজনীয় বিভিন্ন বিষয়ের ওপর ছোট-ছোট ইনফরমেটিভ প্রোগ্রাম।
এখানে সবকিছুই হবে সম্পূর্ণ বিনামূল্যে। শুরুর দিকে সপ্তাহে ৭ দিন, প্রতিদিন দুপুর ১টা থেকে বিকাল ৫টা পর্যন্ত সেন্টার খোলা থাকবে। ক্লাবের সুযোগ-সুবিধা উপভোগ করতে এর সদস্য হতে হবে। তবে কোনো সদস্য ফি লাগবে না। সদস্য ফরম ক্লাবের অফিস ডেস্কে পাওয়া যাবে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- বাংলাদেশ থিয়েটার, টরন্টোর সভাপতি মোহাম্মদ হাবিবুল্লা দুলাল, BIES-এর নির্বাহী পরিচালক ইমাম উদ্দিন, শাহানা চৌধুরী, বাংলা কাগজ সম্পাদক এমআর জাহাঙ্গীর, নাট্য নির্দেশক আহমেদ হোসেন, লেখক ও সাংবাদিক বিদ্যুত সরকার, বাংলা মেইল সম্পাদক ও এনআরবি টিভির সিইও শহিদুল ইসলাম মিন্টু, অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি নওশের আলি, SAWRO নির্বাহী পরিচালক সুলতানা জাহাঙ্গীর, নাট্যগুরু অরুণা হায়দার, আবাকানের সাধারণ সম্পাদক হাশমত আরা চৌধুরী (জুঁই), আজকাল সম্পাদক ও জালালাবাদ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মাহবুব চৌধুরী রনি, প্রগ্রেস সেন্টারের পরিচালক ডা. মমিন, সংগীত শিল্পী কালা চাঁদ, সংগীত শিল্পী সোহেল ইমতিয়াজ, জালালাবাদ অ্যাসোসিয়েশনের সম্পাদক ও সমাজ সংগঠক ইলিয়াস খান, ফায়েজুল করিম, আবাকানের সাবেক সাধারণ সম্পাদক ও বিক্রমপুর অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি মোহাম্মদ আবুল বাশার, ডেনফোর্থ ইসলামিক সেন্টারের পরিচালক এনামুল হক, সুলতানা হক বাবলী, সেলিনা ভুঁইয়া, অলিউর রহমান, হাসিবুল করিম প্রমুখ।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
কানাডায় “গোল্ডেন এজ সেন্টার” সিনিয়রস্ ক্লাব উদ্বোধন
শনিবার সন্ধ্যা ৬টায় টরন্টোর ৩০০০ ড্যানফোর্থ অ্যাভিনিউতে “গোল্ডেন এজ সেন্টার” নামে সিনিয়রস্ ক্লাবের শুভ উদ্বোধন করেন একুশে ও বাংলা একাডেমি পদকপ্রাপ্ত দেশবরেণ্য কবি আসাদ চৌধুরী।
অনাড়ম্বরপূর্ণ এ অনুষ্ঠানে এমপিপি ডলি বেগমসহ কমিউনিটির বিশিষ্টজনরা উপস্থিত হয়ে প্রবাসী বাংলাদেশি বয়োজ্যেষ্ঠদের জন্য এ ধরনের উদ্যোগকে স্বাগত জানান এবং এর সফলতা কামনা করেন।
কোভিডকালীন স্বাস্থ্যবিধি বিবেচনায় খুবই সীমিত পরিসরে এ উদ্বোধন অনুষ্ঠানের আয়োজন করা হয় ৩০০০ ড্যানফোর্থে অ্যাভিনিউতে “গোল্ডেন এজ সেন্টারে” (ইউনিট- ৫, কক্ষ নং ১৪)। এ স্থানটি পূর্বে “মিজান কমপ্লেক্স অডিটোরিয়াম” নামে বহুল পরিচিত ছিল।
গোল্ডন এজ সেন্টারের উদ্যোক্তা ব্যারিস্টার বিজুয়ান রহমান জানান, সেন্টারটিতে থাকবে ছোট্ট একটা লাইব্রেরি, আরাম করে বসে বই/পত্রিকা/সাময়িকী পড়ার ব্যবস্থা, সমবয়সীদের সঙ্গে টেবিল টেনিস, ক্যারম-দাবা-লুডু খেলার সুযোগ, ইন্টারনেটসহ কম্পিউটার আর বিশাল স্ক্রিনের টিভির ব্যবস্থা। সঙ্গে থাকবে বিনামূল্যে চা-বিস্কুটের ব্যবস্থা। সেইসঙ্গে থাকবে বিশেষজ্ঞদের পরিচালনায় নিত্যদিনের প্রয়োজনীয় বিভিন্ন বিষয়ের ওপর ছোট-ছোট ইনফরমেটিভ প্রোগ্রাম।
এখানে সবকিছুই হবে সম্পূর্ণ বিনামূল্যে। শুরুর দিকে সপ্তাহে ৭ দিন, প্রতিদিন দুপুর ১টা থেকে বিকাল ৫টা পর্যন্ত সেন্টার খোলা থাকবে। ক্লাবের সুযোগ-সুবিধা উপভোগ করতে এর সদস্য হতে হবে। তবে কোনো সদস্য ফি লাগবে না। সদস্য ফরম ক্লাবের অফিস ডেস্কে পাওয়া যাবে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- বাংলাদেশ থিয়েটার, টরন্টোর সভাপতি মোহাম্মদ হাবিবুল্লা দুলাল, BIES-এর নির্বাহী পরিচালক ইমাম উদ্দিন, শাহানা চৌধুরী, বাংলা কাগজ সম্পাদক এমআর জাহাঙ্গীর, নাট্য নির্দেশক আহমেদ হোসেন, লেখক ও সাংবাদিক বিদ্যুত সরকার, বাংলা মেইল সম্পাদক ও এনআরবি টিভির সিইও শহিদুল ইসলাম মিন্টু, অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি নওশের আলি, SAWRO নির্বাহী পরিচালক সুলতানা জাহাঙ্গীর, নাট্যগুরু অরুণা হায়দার, আবাকানের সাধারণ সম্পাদক হাশমত আরা চৌধুরী (জুঁই), আজকাল সম্পাদক ও জালালাবাদ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মাহবুব চৌধুরী রনি, প্রগ্রেস সেন্টারের পরিচালক ডা. মমিন, সংগীত শিল্পী কালা চাঁদ, সংগীত শিল্পী সোহেল ইমতিয়াজ, জালালাবাদ অ্যাসোসিয়েশনের সম্পাদক ও সমাজ সংগঠক ইলিয়াস খান, ফায়েজুল করিম, আবাকানের সাবেক সাধারণ সম্পাদক ও বিক্রমপুর অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি মোহাম্মদ আবুল বাশার, ডেনফোর্থ ইসলামিক সেন্টারের পরিচালক এনামুল হক, সুলতানা হক বাবলী, সেলিনা ভুঁইয়া, অলিউর রহমান, হাসিবুল করিম প্রমুখ।