পরপর দুইবার সিআইপি হলেন মালদ্বীপের বিশিষ্ট ব্যবসায়ী সোহেল রানা
মোহাম্মদ মাহামুদুল, মালদ্বীপ থেকে
০২ ডিসেম্বর ২০২১, ০০:৪৬:০৫ | অনলাইন সংস্করণ
দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখায় ২০১৯ সালের জন্য ৫৭ জন অনিবাসী বাংলাদেশিকে সিআইপি (কমার্শিয়ালি ইম্পর্ট্যান্ট পারসন-বাণিজ্যিক গুরুত্বপূর্ণ ব্যক্তি) নির্বাচিত করেছে সরকার।
মঙ্গলবার (২৪ নভেম্বর) ৫৭ প্রবাসীকে নির্বাচিত করে প্রজ্ঞাপন জারি করে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়।
নির্বাচিত এই ৫৭ জনের মধ্যে- মালদ্বীপ প্রবাসী বাংলাদেশি বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ সোহেল রানা প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় হতে বিদেশে বাংলাদেশি পণ্যের আমদানিকারক ক্যাটাগরিতে অনিবাসী বাংলাদেশি বাণিজ্যিক গুরুত্বপূর্ণ ব্যক্তি (সিআইপি) ২০১৯ নির্বাচিত হয়েছেন। মালদ্বীপে বাংলাদেশ দূতাবাসের পক্ষ থেকে তাকে অনেক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছে। দূতাবাসের অফিসিয়াল ফেসবুক পেইজে এ অভিনন্দন জানানো হয়।
সিআইপি সোহেল রানার সঙ্গে ফোনে কথা হলে তিনি বলেন, এজন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা, প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী এবং বাংলাদেশের রাষ্ট্রদূত রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসানসহ দূতালয়ের কর্মকর্তা-কর্মচারীদের অসংখ্য ধন্যবাদ।
উল্লেখ্য, বিদেশে বাংলাদেশি পণ্যের আমদানিকারক ক্যাটাগরিতে (২০১৮) সিআইপি হিসেবে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় থেকে মনোনীত হয়েছিলেন প্রবাসী ব্যবসায়ী গ্লোবাল রিচ মালদ্বীপের চেয়ারম্যান সোহেল রানা। পরপর দুইবার সিআইপি নির্বাচিত হয়েছেন মালদ্বীপের বিশিষ্ট ব্যবসায়ী সোহেল রানা।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
পরপর দুইবার সিআইপি হলেন মালদ্বীপের বিশিষ্ট ব্যবসায়ী সোহেল রানা
দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখায় ২০১৯ সালের জন্য ৫৭ জন অনিবাসী বাংলাদেশিকে সিআইপি (কমার্শিয়ালি ইম্পর্ট্যান্ট পারসন-বাণিজ্যিক গুরুত্বপূর্ণ ব্যক্তি) নির্বাচিত করেছে সরকার।
মঙ্গলবার (২৪ নভেম্বর) ৫৭ প্রবাসীকে নির্বাচিত করে প্রজ্ঞাপন জারি করে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়।
নির্বাচিত এই ৫৭ জনের মধ্যে- মালদ্বীপ প্রবাসী বাংলাদেশি বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ সোহেল রানা প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় হতে বিদেশে বাংলাদেশি পণ্যের আমদানিকারক ক্যাটাগরিতে অনিবাসী বাংলাদেশি বাণিজ্যিক গুরুত্বপূর্ণ ব্যক্তি (সিআইপি) ২০১৯ নির্বাচিত হয়েছেন। মালদ্বীপে বাংলাদেশ দূতাবাসের পক্ষ থেকে তাকে অনেক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছে। দূতাবাসের অফিসিয়াল ফেসবুক পেইজে এ অভিনন্দন জানানো হয়।
সিআইপি সোহেল রানার সঙ্গে ফোনে কথা হলে তিনি বলেন, এজন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা, প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী এবং বাংলাদেশের রাষ্ট্রদূত রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসানসহ দূতালয়ের কর্মকর্তা-কর্মচারীদের অসংখ্য ধন্যবাদ।
উল্লেখ্য, বিদেশে বাংলাদেশি পণ্যের আমদানিকারক ক্যাটাগরিতে (২০১৮) সিআইপি হিসেবে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় থেকে মনোনীত হয়েছিলেন প্রবাসী ব্যবসায়ী গ্লোবাল রিচ মালদ্বীপের চেয়ারম্যান সোহেল রানা। পরপর দুইবার সিআইপি নির্বাচিত হয়েছেন মালদ্বীপের বিশিষ্ট ব্যবসায়ী সোহেল রানা।