মালদ্বীপে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বাংলাদেশির মৃত্যু
jugantor
মালদ্বীপে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বাংলাদেশির মৃত্যু

  মো. আব্দুল্লাহ কাদের, মালদ্বীপ থেকে  

১৫ জানুয়ারি ২০২২, ২১:০৮:৪৫  |  অনলাইন সংস্করণ

করোনায় আক্রান্ত হওয়ায় আশঙ্কাজনক অবস্থায় মালদ্বীপের দূরবর্তী এস-ফেইধু নামক আইল্যান্ডের হেলথ সেন্টারে ১৪ জানুয়ারি নিয়ে আশা হয় ৩৪ বছর বয়সী এক বাংলাদেশিকে। তিনি এস-ফেইধু আইল্যান্ডের একটি রেস্তোরাঁয় কর্মরত ছিলেন।

হেলথ প্রোটেকশন এজেন্সি (HPA) জানিয়েছে, ৩৪ বছর বয়সী বাংলাদেশি ব্যক্তিকে এস-ফেইধু হেলথ সেন্টারে আনলে প্রাথমিক চেকআপ শেষে তাকে মৃত ঘোষণা করা হয়। এ নিয়ে মালদ্বীপে করোনাভাইরাসে মৃত্যুর সংখ্যা দাঁডিয়েছে ২৬৫ জন।

এর আগে মালদ্বীপে সর্বশেষ করোনাভাইরাসে মৃত্যুর রেকর্ড করা হয়েছিল ৬ জানুয়ারি। গত ২৪ ঘণ্টায় ৯৬৭ জন শনাক্ত হয়েছেন। দেশটিতে সুস্থতার সংখ্যা বেড়ে ৯৫২৫৯ জনে পৌঁছেছে। বর্তমানে মালদ্বীপে করোনাভাইরাসের সক্রিয় সংক্রমণের সংখ্যা ৫৮৮১ জন। হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় ২২ জন রোগী রয়েছেন।

[প্রিয় পাঠক, যুগান্তর অনলাইনে পরবাস বিভাগে আপনিও লিখতে পারেন। প্রবাসে আপনার কমিউনিটির নানান খবর, ভ্রমণ, আড্ডা, গল্প, স্মৃতিচারণসহ যে কোনো বিষয়ে লিখে পাঠাতে পারেন। সংশ্লিষ্ট বিষয়ে ছবিসহ মেইল করুন jugantorporobash@gmail.com এই ঠিকানায়। লেখা আপনার নামে প্রকাশ করা হবে।]

মালদ্বীপে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বাংলাদেশির মৃত্যু

 মো. আব্দুল্লাহ কাদের, মালদ্বীপ থেকে 
১৫ জানুয়ারি ২০২২, ০৯:০৮ পিএম  |  অনলাইন সংস্করণ

করোনায় আক্রান্ত হওয়ায় আশঙ্কাজনক অবস্থায় মালদ্বীপের দূরবর্তী এস-ফেইধু নামক আইল্যান্ডের হেলথ সেন্টারে ১৪ জানুয়ারি  নিয়ে আশা হয় ৩৪ বছর বয়সী এক বাংলাদেশিকে। তিনি এস-ফেইধু আইল্যান্ডের একটি রেস্তোরাঁয় কর্মরত ছিলেন।
 
হেলথ প্রোটেকশন এজেন্সি (HPA) জানিয়েছে, ৩৪ বছর বয়সী বাংলাদেশি ব্যক্তিকে এস-ফেইধু হেলথ সেন্টারে আনলে প্রাথমিক চেকআপ শেষে তাকে মৃত ঘোষণা করা হয়। এ নিয়ে মালদ্বীপে করোনাভাইরাসে মৃত্যুর সংখ্যা দাঁডিয়েছে ২৬৫ জন।

এর আগে মালদ্বীপে সর্বশেষ করোনাভাইরাসে মৃত্যুর রেকর্ড করা হয়েছিল ৬ জানুয়ারি। গত ২৪ ঘণ্টায় ৯৬৭ জন শনাক্ত হয়েছেন। দেশটিতে সুস্থতার সংখ্যা বেড়ে ৯৫২৫৯ জনে পৌঁছেছে। বর্তমানে মালদ্বীপে করোনাভাইরাসের সক্রিয় সংক্রমণের সংখ্যা ৫৮৮১ জন। হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় ২২ জন রোগী রয়েছেন।
 

[প্রিয় পাঠক, যুগান্তর অনলাইনে পরবাস বিভাগে আপনিও লিখতে পারেন। প্রবাসে আপনার কমিউনিটির নানান খবর, ভ্রমণ, আড্ডা, গল্প, স্মৃতিচারণসহ যে কোনো বিষয়ে লিখে পাঠাতে পারেন। সংশ্লিষ্ট বিষয়ে ছবিসহ মেইল করুন jugantorporobash@gmail.com এই ঠিকানায়। লেখা আপনার নামে প্রকাশ করা হবে।]
যুগান্তর ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন