আমিরাতে বাংলাদেশির মৃত্যু
ওবায়দুল হক মানিক, আমিরাত থেকে
১৭ জানুয়ারি ২০২২, ১৮:৫৫:১৩ | অনলাইন সংস্করণ
সংযুক্ত আরব আমিরাতের শারজায় কর্মস্থলে মুহাম্মদ হাসান চৌধুরী নামে এক প্রবাসী বাংলাদেশি মারা গেছেন।
শনিবার (১৫ জানুয়ারি) দুপুর ২টায় রোলা বাঙালি বাজার এলাকায় খারাছি দরবারের পাশে কর্মস্থলে শেষ নি:শ্বাস ত্যাগ করেন তিনি। তার বয়স হয়েছিল আনুমানিক ৫৮ বছর।
মৃত হাসান চৌধুরীর এক আত্মীয় জানান, কর্মস্থলে হঠাৎ মাথা ঘুরে পড়ে যান তিনি। সেখানেই তার মৃত্যু হয়। মুহাম্মদ হাসান চৌধুরী রাউজান উরকিরচর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের বাকর আলী চৌধুরীবাড়ির মৃত নুরুল হক চৌধুরীর দ্বিতীয় পুত্র।
তিনি আরও জানান, হাসান চৌধুরীর পরিবার দেশে থাকে। তিনি তিন মেয়ে ও এক ছেলের জনক। তার মরদেহ শারজাহ কুয়েতি হাসপাতাল মর্গে রাখা হয়েছে। তার মৃত্যুতে চট্টগ্রামের রাউজানে শোকের ছায়া নেমে এসেছে।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমিরাতে বাংলাদেশির মৃত্যু
সংযুক্ত আরব আমিরাতের শারজায় কর্মস্থলে মুহাম্মদ হাসান চৌধুরী নামে এক প্রবাসী বাংলাদেশি মারা গেছেন।
শনিবার (১৫ জানুয়ারি) দুপুর ২টায় রোলা বাঙালি বাজার এলাকায় খারাছি দরবারের পাশে কর্মস্থলে শেষ নি:শ্বাস ত্যাগ করেন তিনি। তার বয়স হয়েছিল আনুমানিক ৫৮ বছর।
মৃত হাসান চৌধুরীর এক আত্মীয় জানান, কর্মস্থলে হঠাৎ মাথা ঘুরে পড়ে যান তিনি। সেখানেই তার মৃত্যু হয়। মুহাম্মদ হাসান চৌধুরী রাউজান উরকিরচর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের বাকর আলী চৌধুরীবাড়ির মৃত নুরুল হক চৌধুরীর দ্বিতীয় পুত্র।
তিনি আরও জানান, হাসান চৌধুরীর পরিবার দেশে থাকে। তিনি তিন মেয়ে ও এক ছেলের জনক। তার মরদেহ শারজাহ কুয়েতি হাসপাতাল মর্গে রাখা হয়েছে। তার মৃত্যুতে চট্টগ্রামের রাউজানে শোকের ছায়া নেমে এসেছে।