সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হওয়ায় কানাডা প্রবাসীদের সন্তোষ
রাজীব আহসান, কানাডা থেকে
১৭ জানুয়ারি ২০২২, ২১:১১:৪৫ | অনলাইন সংস্করণ
নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন কানাডা প্রবাসী বাংলাদেশিরা। কানাডার ক্যালগেরিতে আলবার্টার অনলাইন পোর্টাল "প্রবাস বাংলা ভয়েস" আয়োজিত প্রধান সম্পাদক আহসান রাজীব বুলবুলের সঞ্চালনায় এক ভার্চুয়াল আলোচনায় প্রধান অতিথি ছিলেন নতুন দেশ পত্রিকার সম্পাদক শওগাত আলী সাগর।
বিশিষ্ট শিক্ষাবিদ এবং এবিএম কলেজের প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট ড. মোহাম্মদ বাতেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন- বাংলাদেশ কানাডা অ্যাসোসিয়েশন অব ক্যালগেরির যুগ্ম সাধারণ সম্পাদক ইকবাল রহমান, অ্যাসোসিয়েশন অব বাংলাদেশি জিওলজিস্ট অব আলবার্টার প্রেসিডেন্ট খালিছ আহমেদ এবং সাস্কাটুন কমিউনিটির কমিউনিটি ব্যক্তিত্ব অমিত কুমার উকিল।
আলোচনায় বক্তারা বলেন, গ্রহণযোগ্য নির্বাচনেই প্রার্থী নিশ্চিত হয়েছে, মানুষের ভোট দেওয়ার অধিকার জিতেছে; যা গণতন্ত্র পুনরুদ্ধারে এবং ভবিষ্যতে বাংলাদেশের পরবর্তী নির্বাচনে বিরাট ভূমিকা রাখবে।
আলোচনায় প্রধান অতিথি নতুন দেশ পত্রিকার সম্পাদক শওগাত আলী সাগর বলেন, নারায়ণগঞ্জ নির্বাচনের দিকে সবাই তীক্ষ্ণভাবে নজর রাখছিলেন যে নির্বাচনে কি হয়, তার একটি অন্যতম কারণ গত কয়েক বছর ধরেই নির্বাচন বা ভোট কথা উচ্চারিত হলেই আমরা এক ধরনের আতঙ্ক বোধ করি।
তিনি আরও বলেন, মানুষের ভোটে তৃতীয়বারের মতো বিজয়ী মেয়র সেলিনা হায়াত আইভীকে আমার অভিনন্দন। অভিনন্দন তৈমুর আলম খন্দকারকেও।
প্রবাস বাংলা ভয়েসের প্রধান সম্পাদক আহসান রাজীব বুলবুল বলেন, দেশের ভাবমূর্তি বিশ্বের দরবারে তুলে ধরতে এবং গণতন্ত্রের ধারা অব্যাহত রাখতে জনগণের ভোটাধিকার প্রয়োগের বাস্তবায়ন এবং সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের কোনো বিকল্প নেই।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হওয়ায় কানাডা প্রবাসীদের সন্তোষ
নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন কানাডা প্রবাসী বাংলাদেশিরা। কানাডার ক্যালগেরিতে আলবার্টার অনলাইন পোর্টাল "প্রবাস বাংলা ভয়েস" আয়োজিত প্রধান সম্পাদক আহসান রাজীব বুলবুলের সঞ্চালনায় এক ভার্চুয়াল আলোচনায় প্রধান অতিথি ছিলেন নতুন দেশ পত্রিকার সম্পাদক শওগাত আলী সাগর।
বিশিষ্ট শিক্ষাবিদ এবং এবিএম কলেজের প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট ড. মোহাম্মদ বাতেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন- বাংলাদেশ কানাডা অ্যাসোসিয়েশন অব ক্যালগেরির যুগ্ম সাধারণ সম্পাদক ইকবাল রহমান, অ্যাসোসিয়েশন অব বাংলাদেশি জিওলজিস্ট অব আলবার্টার প্রেসিডেন্ট খালিছ আহমেদ এবং সাস্কাটুন কমিউনিটির কমিউনিটি ব্যক্তিত্ব অমিত কুমার উকিল।
আলোচনায় বক্তারা বলেন, গ্রহণযোগ্য নির্বাচনেই প্রার্থী নিশ্চিত হয়েছে, মানুষের ভোট দেওয়ার অধিকার জিতেছে; যা গণতন্ত্র পুনরুদ্ধারে এবং ভবিষ্যতে বাংলাদেশের পরবর্তী নির্বাচনে বিরাট ভূমিকা রাখবে।
আলোচনায় প্রধান অতিথি নতুন দেশ পত্রিকার সম্পাদক শওগাত আলী সাগর বলেন, নারায়ণগঞ্জ নির্বাচনের দিকে সবাই তীক্ষ্ণভাবে নজর রাখছিলেন যে নির্বাচনে কি হয়, তার একটি অন্যতম কারণ গত কয়েক বছর ধরেই নির্বাচন বা ভোট কথা উচ্চারিত হলেই আমরা এক ধরনের আতঙ্ক বোধ করি।
তিনি আরও বলেন, মানুষের ভোটে তৃতীয়বারের মতো বিজয়ী মেয়র সেলিনা হায়াত আইভীকে আমার অভিনন্দন। অভিনন্দন তৈমুর আলম খন্দকারকেও।
প্রবাস বাংলা ভয়েসের প্রধান সম্পাদক আহসান রাজীব বুলবুল বলেন, দেশের ভাবমূর্তি বিশ্বের দরবারে তুলে ধরতে এবং গণতন্ত্রের ধারা অব্যাহত রাখতে জনগণের ভোটাধিকার প্রয়োগের বাস্তবায়ন এবং সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের কোনো বিকল্প নেই।