পর্তুগালে ১৫ দিনে ৫ শতাংশ নাগরিক ওমিক্রনে আক্রান্ত
ফরিদ আহমেদ পাটোয়ারী, পর্তুগাল থেকে
২৩ জানুয়ারি ২০২২, ২১:৩৫:৫৭ | অনলাইন সংস্করণ
পর্তুগাল নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনের আঘাতে গত ১৪ দিনে ৫ লাখ ৪০ হাজারেরও বেশি নাগরিক আক্রান্ত হয়েছেন; যা দেশটির মোট জনসংখ্যার ৫ শতাংশেরও বেশি। এমনকি গত চার দিন যাবৎ প্রতিদিন গড়ে ৫০ হাজারেরও বেশি নাগরিক আক্রান্ত হচ্ছেন এবং এর একদিনে সর্বোচ্চ ৫৮ হাজার ৫৩৯ জন নাগরিক আক্রান্ত হয়েছেন।
পর্তুগালের স্বাস্থ্য বিভাগ বলছে এ সংখ্যাটা আগামী ২৪ ও ২৫ জনুয়ারি পর্যন্ত আরও কিছু বাড়তে পারে; তবে হয়তো এরপর থেকে তা ক্রমান্বয়ে কমতে থাকবে।
গত সপ্তাহে সাংবাদিকদের সাথে আলাপকালে বিশেষজ্ঞ টেকনিক্যাল কমিটির মতামত অনুযায়ী স্বাস্থ্যমন্ত্রী জানান, সংক্রমণের ঊর্ধ্বগতির একটি সময় থাকে এরপর থেকে তা আবার ক্রমান্বয়ে নামতে থাকে সুতরাং জানুয়ারির শেষ সপ্তাহে সংক্রমণ পরিস্থিতি কমতির দিকে থাকবে; তবে বিষয়টি পুরোপুরি নিশ্চিতভাবে বলা যাচ্ছে না।
পর্তুগাল প্রায় ৮৬% নাগরিককে করোনার পূর্ণ ডোজ প্রদান করেছে এবং প্রায় ৪০ শতাংশ নাগরিক বুস্টার ডোজ গ্রহণ করেছেন। অপরদিকে প্রায় ৫ থেকে ১১ বছর বয়সী ৩ লাখের বেশি শিশুকে প্রথম ডোজ দিতে সক্ষম হয়েছে। ভ্যাকসিন কার্যক্রমের দিক থেকে দেশটি ইউরোপের অন্যতম শীর্ষস্থানে অবস্থান করছে।
পর্তুগালের স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী এ পর্যন্ত ২১ লাখ ৭৬ হাজার ২৫৬ জন নাগরিক সংক্রমিত হয়েছেন এবং মৃত্যুবরণ করেছেন ১৯ হাজার ৫৩৯ জন। বর্তমানে দেশটিতে ৪ লাখ ৫৪ হাজার ৮২১ জন নাগরিক করোনা আক্রান্ত অবস্থায় আছেন।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
পর্তুগালে ১৫ দিনে ৫ শতাংশ নাগরিক ওমিক্রনে আক্রান্ত
পর্তুগাল নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনের আঘাতে গত ১৪ দিনে ৫ লাখ ৪০ হাজারেরও বেশি নাগরিক আক্রান্ত হয়েছেন; যা দেশটির মোট জনসংখ্যার ৫ শতাংশেরও বেশি। এমনকি গত চার দিন যাবৎ প্রতিদিন গড়ে ৫০ হাজারেরও বেশি নাগরিক আক্রান্ত হচ্ছেন এবং এর একদিনে সর্বোচ্চ ৫৮ হাজার ৫৩৯ জন নাগরিক আক্রান্ত হয়েছেন।
পর্তুগালের স্বাস্থ্য বিভাগ বলছে এ সংখ্যাটা আগামী ২৪ ও ২৫ জনুয়ারি পর্যন্ত আরও কিছু বাড়তে পারে; তবে হয়তো এরপর থেকে তা ক্রমান্বয়ে কমতে থাকবে।
গত সপ্তাহে সাংবাদিকদের সাথে আলাপকালে বিশেষজ্ঞ টেকনিক্যাল কমিটির মতামত অনুযায়ী স্বাস্থ্যমন্ত্রী জানান, সংক্রমণের ঊর্ধ্বগতির একটি সময় থাকে এরপর থেকে তা আবার ক্রমান্বয়ে নামতে থাকে সুতরাং জানুয়ারির শেষ সপ্তাহে সংক্রমণ পরিস্থিতি কমতির দিকে থাকবে; তবে বিষয়টি পুরোপুরি নিশ্চিতভাবে বলা যাচ্ছে না।
পর্তুগাল প্রায় ৮৬% নাগরিককে করোনার পূর্ণ ডোজ প্রদান করেছে এবং প্রায় ৪০ শতাংশ নাগরিক বুস্টার ডোজ গ্রহণ করেছেন। অপরদিকে প্রায় ৫ থেকে ১১ বছর বয়সী ৩ লাখের বেশি শিশুকে প্রথম ডোজ দিতে সক্ষম হয়েছে। ভ্যাকসিন কার্যক্রমের দিক থেকে দেশটি ইউরোপের অন্যতম শীর্ষস্থানে অবস্থান করছে।
পর্তুগালের স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী এ পর্যন্ত ২১ লাখ ৭৬ হাজার ২৫৬ জন নাগরিক সংক্রমিত হয়েছেন এবং মৃত্যুবরণ করেছেন ১৯ হাজার ৫৩৯ জন। বর্তমানে দেশটিতে ৪ লাখ ৫৪ হাজার ৮২১ জন নাগরিক করোনা আক্রান্ত অবস্থায় আছেন।