আবুধাবি থেকে দুবাই মাত্র ৫০ মিনিটে!
jugantor
আবুধাবি থেকে দুবাই মাত্র ৫০ মিনিটে!

  ওবায়দুল হক মানিক, আমিরাত থেকে  

২৩ জানুয়ারি ২০২২, ২২:৫৫:৪০  |  অনলাইন সংস্করণ

সংযুক্ত আরব আমিরাতে ইতিহাদ রেলের মাধ্যমে যাত্রীরা ৫০ মিনিটে আবুধাবি থেকে দুবাই আসতে পারবেন। এটি এরোডাইনামিক ডিজাইন যা হাইস্পিড ট্রেনের একটি প্রধান বৈশিষ্ট্য। ট্রেনটি ঘণ্টায় ২০০ কিলোমিটার বেগে ছুটবে বলে আশা করা হচ্ছে।

স্বল্প দূরত্বের ট্রেনের বেশিরভাগ বিশ্বমানের সুবিধা ইতিহাদ রেলের প্রকাশিত প্রথম চিত্রগুলোতে দেখা যায়। ট্রেনটি দেশের ১১টি শহরকে সংযুক্ত করবে।
যাত্রীরা আবুধাবি থেকে দুবাই ৫০ মিনিটে এবং রাজধানী থেকে ফুজাইরা ১০০ মিনিটে ভ্রমণ করতে পারবেন। ২০৩০ সালের মধ্যে যাত্রীর সংখ্যা বার্ষিক ৩৬.৫ মিলিয়নেরও বেশি পৌঁছবে বলে আশা করা হচ্ছে।

ট্রেনের জানালা দিয়ে শহরের আকাশরেখা দেখা যায়, যা নির্দেশ করে যে ট্র্যাকগুলো প্রধান মহাসড়কের সমান্তরালে চলছে।

[প্রিয় পাঠক, যুগান্তর অনলাইনে পরবাস বিভাগে আপনিও লিখতে পারেন। প্রবাসে আপনার কমিউনিটির নানান খবর, ভ্রমণ, আড্ডা, গল্প, স্মৃতিচারণসহ যে কোনো বিষয়ে লিখে পাঠাতে পারেন। সংশ্লিষ্ট বিষয়ে ছবিসহ মেইল করুন jugantorporobash@gmail.com এই ঠিকানায়। লেখা আপনার নামে প্রকাশ করা হবে।]

আবুধাবি থেকে দুবাই মাত্র ৫০ মিনিটে!

 ওবায়দুল হক মানিক, আমিরাত থেকে 
২৩ জানুয়ারি ২০২২, ১০:৫৫ পিএম  |  অনলাইন সংস্করণ

সংযুক্ত আরব আমিরাতে ইতিহাদ রেলের মাধ্যমে যাত্রীরা ৫০ মিনিটে আবুধাবি থেকে দুবাই আসতে পারবেন। এটি এরোডাইনামিক ডিজাইন যা হাইস্পিড ট্রেনের একটি প্রধান বৈশিষ্ট্য। ট্রেনটি ঘণ্টায় ২০০ কিলোমিটার বেগে ছুটবে বলে আশা করা হচ্ছে।

স্বল্প দূরত্বের ট্রেনের বেশিরভাগ বিশ্বমানের সুবিধা ইতিহাদ রেলের প্রকাশিত প্রথম চিত্রগুলোতে দেখা যায়। ট্রেনটি দেশের  ১১টি শহরকে সংযুক্ত করবে।
যাত্রীরা আবুধাবি থেকে দুবাই ৫০ মিনিটে এবং রাজধানী থেকে ফুজাইরা ১০০ মিনিটে ভ্রমণ করতে পারবেন। ২০৩০ সালের মধ্যে যাত্রীর সংখ্যা বার্ষিক ৩৬.৫ মিলিয়নেরও বেশি পৌঁছবে বলে আশা করা হচ্ছে।

ট্রেনের জানালা দিয়ে শহরের আকাশরেখা দেখা যায়, যা নির্দেশ করে যে ট্র্যাকগুলো প্রধান মহাসড়কের সমান্তরালে চলছে।
 

[প্রিয় পাঠক, যুগান্তর অনলাইনে পরবাস বিভাগে আপনিও লিখতে পারেন। প্রবাসে আপনার কমিউনিটির নানান খবর, ভ্রমণ, আড্ডা, গল্প, স্মৃতিচারণসহ যে কোনো বিষয়ে লিখে পাঠাতে পারেন। সংশ্লিষ্ট বিষয়ে ছবিসহ মেইল করুন jugantorporobash@gmail.com এই ঠিকানায়। লেখা আপনার নামে প্রকাশ করা হবে।]
যুগান্তর ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও খবর