বরগুনা প্রেস ক্লাবে প্রবাসী সাংবাদিককে সম্মাননা
অনলাইন ডেস্ক
২৪ জানুয়ারি ২০২২, ২০:৩৫:৪৩ | অনলাইন সংস্করণ
জার্মান প্রবাসী সাংবাদিক ও জার্মান বাংলা প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি খান লিটনকে সন্মাননা প্রদান করা হয়। ২২ জানুয়ারি শনিবার সন্ধ্যা ৭টায় বরগুনা প্রেস ক্লাবের উদ্যোগে এ সম্মাননা প্রদান অনুষ্ঠিত হয়।
বরগুনা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সোহেল হাফিজের পরিচালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাংবাদিক হাফিজুর রহমান। উপস্থিত ছিলেন- জাকির হোসেন মিরাজ, মনির হোসেন কামাল, চিত্ত রন্জন শীল, জহিরুল হক বাদশা, হুমায়ন কবির, হাসানুর রহমান ঝন্টু, রেজাউল ইসলাম টিটু, রুদ্র রুহান প্রমুখ। ফুলেল শুভেচ্ছা বিনিময় ও সম্মাননা প্রদানের পর প্রধান অতিথি খান লিটন সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
বরগুনার মেধাবী সাংবাদিকরা বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে জাতিসত্তার তৃতীয় ভিত্তি সংবাদ ও সাংবাদিকতায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার জন্য ধন্যবাদ জানান। তার লেখা বই ‘জগাখিচুড়ি’ সবাইকে উপহার দেন।
জার্মান তথা ইউরোপে সাংবাদিকতার যে কোনো ব্যাপারে বরগুনার সাংবাদিকদের সহযোগিতার প্রতিশ্রুতি দেন। সবার অনুরোধে খান লিটন তার জার্মান ভাষায় অনুবাদকৃত বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ জার্মান ভাষায় পড়ে শুনান। এ আয়োজনের মধ্য দিয়ে জার্মান বাংলা প্রেস ক্লাব ও বরগুনা প্রেস ক্লাবের মেলবন্ধন তৈরি হবে বলে সবাই আশাবাদ ব্যক্ত করেন।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
বরগুনা প্রেস ক্লাবে প্রবাসী সাংবাদিককে সম্মাননা
জার্মান প্রবাসী সাংবাদিক ও জার্মান বাংলা প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি খান লিটনকে সন্মাননা প্রদান করা হয়। ২২ জানুয়ারি শনিবার সন্ধ্যা ৭টায় বরগুনা প্রেস ক্লাবের উদ্যোগে এ সম্মাননা প্রদান অনুষ্ঠিত হয়।
বরগুনা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সোহেল হাফিজের পরিচালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাংবাদিক হাফিজুর রহমান। উপস্থিত ছিলেন- জাকির হোসেন মিরাজ, মনির হোসেন কামাল, চিত্ত রন্জন শীল, জহিরুল হক বাদশা, হুমায়ন কবির, হাসানুর রহমান ঝন্টু, রেজাউল ইসলাম টিটু, রুদ্র রুহান প্রমুখ। ফুলেল শুভেচ্ছা বিনিময় ও সম্মাননা প্রদানের পর প্রধান অতিথি খান লিটন সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
বরগুনার মেধাবী সাংবাদিকরা বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে জাতিসত্তার তৃতীয় ভিত্তি সংবাদ ও সাংবাদিকতায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার জন্য ধন্যবাদ জানান। তার লেখা বই ‘জগাখিচুড়ি’ সবাইকে উপহার দেন।
জার্মান তথা ইউরোপে সাংবাদিকতার যে কোনো ব্যাপারে বরগুনার সাংবাদিকদের সহযোগিতার প্রতিশ্রুতি দেন। সবার অনুরোধে খান লিটন তার জার্মান ভাষায় অনুবাদকৃত বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ জার্মান ভাষায় পড়ে শুনান। এ আয়োজনের মধ্য দিয়ে জার্মান বাংলা প্রেস ক্লাব ও বরগুনা প্রেস ক্লাবের মেলবন্ধন তৈরি হবে বলে সবাই আশাবাদ ব্যক্ত করেন।