ওরা আর ফিরে আসেনি, আসবে না কোনো দিন
সাইফুর হাসান, কানাডা থেকে
২৪ জানুয়ারি ২০২২, ২১:৫৫:৩৩ | অনলাইন সংস্করণ
১৯৭১ সালের মুক্তিযুদ্ধে নরসিংদী, বেলাব, ভৈরব এলাকার শহিদ বীর মুক্তিযোদ্ধা নুরুল হক নুরু, আতিকুর রহমান আতিকের আত্মদানের অশ্রুসজল স্মৃতি ও বীর মুক্তিযোদ্ধা ইদ্রিস আলী মোহনকে নিয়ে সরাসরি সম্প্রচারিত হয় 'অশ্রু ও বিজয়ের গাথা' পর্ব- ১৬। প্রাণবন্ত সঞ্চালনায় ছিলেন নিউইয়র্ক প্রবাসী বিশিষ্ট নাট্যজন লুৎফুন নাহার লতা।
এতে অতিথি ছিলেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কানাডা ইউনিট কমান্ড নির্বাহী ও শহিদদের সহযোদ্ধা কানাডা প্রবাসী দেলোয়ার জাহিদ।
অনুষ্ঠানে অংশগ্রহণ করেন শহীদ নুরুল হক নুরুর বড়ভাই লে. কর্নেল (অব.) আলাউদ্দিনের বড় মেয়ে নাজমুন নাহার ফ্লোরা, সহযোদ্ধা ইদ্রিস আলী মোহনের পুত্র এসএম আপেল মাহমুদ।
বীর মুক্তিযোদ্ধা দেলোয়ার জাহিদ বলেন, গত পঞ্চাশ বছরে আমরা যা পেয়েছি তার চেয়েও অনেক বেশি হারিয়েছি। হারিয়েছি জাতির স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, হারিয়েছি তার পরিবারসহ অকুতোভয় জাতীয় চার সিনিয়র নেতা- বাংলাদেশের তৎকালীন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম, প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদ, অর্থমন্ত্রী মনসুর আলী ও স্বরাষ্ট্রমন্ত্রী এএইচএম কামারুজ্জামানকে।
আমরা হারিয়েছি বীর মুক্তিযোদ্ধা নুরুল হক নুরু, আতিকুর রহমান আতিককে, অবমূল্যায়ন করা হয়েছে ইদ্রিস আলী মোহনকে। তাদের বীরত্বগাথাকে মিথ্যা কাহিনী দিয়ে হাইজ্যাক করা হয়েছে বাংলাদেশ বিমান বাহিনীর অবসরপ্রাপ্ত সার্জেন্ট রফিকুল ইসলামকে দিয়ে।
দেলোয়ার জাহিদ ৭১-এর ৪ জুলাই ভৈরব অপারেশন ও মুক্তিযুদ্ধের পূর্বাপর লোমহর্ষক সব ঘটনাবলীর বর্ণনা করেন।
শহিদ মুক্তিযোদ্ধা নুরুল হকের ভাইয়ের মেয়ে নাজমুন নাহার দাদির সঙ্গে তার শৈশব ও কৈশোরের বেদনাবিধুর স্মৃতিগুলোকে তুলে ধরেন এবং এসএম আপেল মাহমুদ, সমাজ সেবক ও মুক্তিযোদ্ধা ইদ্রিস আলী মোহনের পুত্র তার বাবার যন্ত্রণাবিদ্ধ স্মৃতিগুলোর কথা বর্ণনা করেন।
বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে জনগণের আত্মত্যাগের ধারাবাহিক ইতিহাস অশ্রু ও বিজয়ের গাথা পর্ব-১৬; যা ২৩ জানুয়ারি রোববার বাংলাদেশ সময় রাত ১০টা, নিউইয়র্ক সময় সকাল ১১টা, কানাডার আলবার্টা সময় সকাল ৯টা এবং লন্ডন সময় বিকাল ৪টায় সম্প্রচারিত হয়েছে ফেসবুক পেইজ অহংকার ও London Bangla Journal থেকে।
একইভাবে তা দেখা যাচ্ছে ইউটিউব চ্যানেল Lutfun Nahar Lata's World থেকে।
ফেসবুক পেইজ: অহংকারে ও তা প্রচারিত : https://www.facebook.com/beautifulmindwow/
পেইজ:London Bangla Journal- https://www.facebook.com/London-Bangla-Journal-100872565649278/
ও ইউটিউব চ্যানেল: Lutfun Nahar Lata's World- https://youtube.com/channel/UCWJglcxoyqpPXfncLBxzRVQ
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওরা আর ফিরে আসেনি, আসবে না কোনো দিন
১৯৭১ সালের মুক্তিযুদ্ধে নরসিংদী, বেলাব, ভৈরব এলাকার শহিদ বীর মুক্তিযোদ্ধা নুরুল হক নুরু, আতিকুর রহমান আতিকের আত্মদানের অশ্রুসজল স্মৃতি ও বীর মুক্তিযোদ্ধা ইদ্রিস আলী মোহনকে নিয়ে সরাসরি সম্প্রচারিত হয় 'অশ্রু ও বিজয়ের গাথা' পর্ব- ১৬। প্রাণবন্ত সঞ্চালনায় ছিলেন নিউইয়র্ক প্রবাসী বিশিষ্ট নাট্যজন লুৎফুন নাহার লতা।
এতে অতিথি ছিলেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কানাডা ইউনিট কমান্ড নির্বাহী ও শহিদদের সহযোদ্ধা কানাডা প্রবাসী দেলোয়ার জাহিদ।
অনুষ্ঠানে অংশগ্রহণ করেন শহীদ নুরুল হক নুরুর বড়ভাই লে. কর্নেল (অব.) আলাউদ্দিনের বড় মেয়ে নাজমুন নাহার ফ্লোরা, সহযোদ্ধা ইদ্রিস আলী মোহনের পুত্র এসএম আপেল মাহমুদ।
বীর মুক্তিযোদ্ধা দেলোয়ার জাহিদ বলেন, গত পঞ্চাশ বছরে আমরা যা পেয়েছি তার চেয়েও অনেক বেশি হারিয়েছি। হারিয়েছি জাতির স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, হারিয়েছি তার পরিবারসহ অকুতোভয় জাতীয় চার সিনিয়র নেতা- বাংলাদেশের তৎকালীন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম, প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদ, অর্থমন্ত্রী মনসুর আলী ও স্বরাষ্ট্রমন্ত্রী এএইচএম কামারুজ্জামানকে।
আমরা হারিয়েছি বীর মুক্তিযোদ্ধা নুরুল হক নুরু, আতিকুর রহমান আতিককে, অবমূল্যায়ন করা হয়েছে ইদ্রিস আলী মোহনকে। তাদের বীরত্বগাথাকে মিথ্যা কাহিনী দিয়ে হাইজ্যাক করা হয়েছে বাংলাদেশ বিমান বাহিনীর অবসরপ্রাপ্ত সার্জেন্ট রফিকুল ইসলামকে দিয়ে।
দেলোয়ার জাহিদ ৭১-এর ৪ জুলাই ভৈরব অপারেশন ও মুক্তিযুদ্ধের পূর্বাপর লোমহর্ষক সব ঘটনাবলীর বর্ণনা করেন।
শহিদ মুক্তিযোদ্ধা নুরুল হকের ভাইয়ের মেয়ে নাজমুন নাহার দাদির সঙ্গে তার শৈশব ও কৈশোরের বেদনাবিধুর স্মৃতিগুলোকে তুলে ধরেন এবং এসএম আপেল মাহমুদ, সমাজ সেবক ও মুক্তিযোদ্ধা ইদ্রিস আলী মোহনের পুত্র তার বাবার যন্ত্রণাবিদ্ধ স্মৃতিগুলোর কথা বর্ণনা করেন।
বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে জনগণের আত্মত্যাগের ধারাবাহিক ইতিহাস অশ্রু ও বিজয়ের গাথা পর্ব-১৬; যা ২৩ জানুয়ারি রোববার বাংলাদেশ সময় রাত ১০টা, নিউইয়র্ক সময় সকাল ১১টা, কানাডার আলবার্টা সময় সকাল ৯টা এবং লন্ডন সময় বিকাল ৪টায় সম্প্রচারিত হয়েছে ফেসবুক পেইজ অহংকার ও London Bangla Journal থেকে।
একইভাবে তা দেখা যাচ্ছে ইউটিউব চ্যানেল Lutfun Nahar Lata's World থেকে।
ফেসবুক পেইজ: অহংকারে ও তা প্রচারিত : https://www.facebook.com/beautifulmindwow/
পেইজ:London Bangla Journal- https://www.facebook.com/London-Bangla-Journal-100872565649278/
ও ইউটিউব চ্যানেল: Lutfun Nahar Lata's World- https://youtube.com/channel/UCWJglcxoyqpPXfncLBxzRVQ