অভিবাসীদের সমস্যা সমাধানে তথ্য সংগ্রহে নামছে মালয়েশিয়ার সাবাহ রাজ্য সরকার
আহমাদুল কবির, মালয়েশিয়া থেকে
২৪ জানুয়ারি ২০২২, ২২:২০:২৪ | অনলাইন সংস্করণ
মালয়েশিয়ার সাবাহ রাজ্যে অনথিভুক্ত অভিবাসীদের সমস্যা সমাধানে তথ্য সংগ্রহ করবে রাজ্য সরকার। রাজ্যের ডেপুটি মুখ্যমন্ত্রী দাতুক সেরি বুং মোক্তার রাদিন বলেছেন আগামী মাস থেকে একটি বিশেষ কর্মসূচি বাস্তবায়ন করা হবে।
সাবাহ ফরেন ন্যাশনাল ম্যানেজমেন্ট টেকনিক্যাল কমিটির কো-চেয়ারম্যান বলেছেন, রাজ্যে বিদেশী কর্মী এবং অভিবাসীদের সঠিক সংখ্যা জানার এ প্রোগ্রামটি গুরুত্বপূর্ণ।
বায়োমেট্রিক ডেটাসহ সমস্ত তথ্য ও কয়েক দশকের পুরোনো সমস্যার সমাধান খুঁজতে ফেডারেল সরকার এবং সাবাহ সরকার কাজ করবে।
এরপরও যদি সমস্যা ভালোভাবে পরিচালনা করা না হয়, তাহলে নিরাপত্তা, সামাজিক কল্যাণ, শিক্ষা, পরিবেশ এবং আরও অনেক কিছুর ক্ষেত্রে অন্যান্য সমস্যা দেখা দিতে পারে। ২৪ জানুয়ারি সোমবার কারিগরি কমিটির বৈঠকের পর এ কথা বলেন তিনি। এ সময় উপ-স্বরাষ্ট্রমন্ত্রী আই দাতুক সেরিও উপস্থিত ছিলেন।
কর্মসূচিটি স্মার্ট সাবাহ করপোরেশন এসডিএন বিএইচডি সম্পূর্ণভাবে সাবাহ সরকারের মালিকানাধীন একটি কোম্পানি এই বছরের ৩ ফেব্রুয়ারি থেকে ২ আগস্টের মধ্যে বাস্তবায়ন করবে। এছাড়া কর্মসূচি শেষ হওয়ার পর সমন্বিত অভিযানের মাধ্যমে অনধিভুক্ত বিদেশি শ্রমিকদের বিরুদ্ধে কঠোর অভিযান চালানো হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
অভিবাসীদের সমস্যা সমাধানে তথ্য সংগ্রহে নামছে মালয়েশিয়ার সাবাহ রাজ্য সরকার
মালয়েশিয়ার সাবাহ রাজ্যে অনথিভুক্ত অভিবাসীদের সমস্যা সমাধানে তথ্য সংগ্রহ করবে রাজ্য সরকার। রাজ্যের ডেপুটি মুখ্যমন্ত্রী দাতুক সেরি বুং মোক্তার রাদিন বলেছেন আগামী মাস থেকে একটি বিশেষ কর্মসূচি বাস্তবায়ন করা হবে।
সাবাহ ফরেন ন্যাশনাল ম্যানেজমেন্ট টেকনিক্যাল কমিটির কো-চেয়ারম্যান বলেছেন, রাজ্যে বিদেশী কর্মী এবং অভিবাসীদের সঠিক সংখ্যা জানার এ প্রোগ্রামটি গুরুত্বপূর্ণ।
বায়োমেট্রিক ডেটাসহ সমস্ত তথ্য ও কয়েক দশকের পুরোনো সমস্যার সমাধান খুঁজতে ফেডারেল সরকার এবং সাবাহ সরকার কাজ করবে।
এরপরও যদি সমস্যা ভালোভাবে পরিচালনা করা না হয়, তাহলে নিরাপত্তা, সামাজিক কল্যাণ, শিক্ষা, পরিবেশ এবং আরও অনেক কিছুর ক্ষেত্রে অন্যান্য সমস্যা দেখা দিতে পারে। ২৪ জানুয়ারি সোমবার কারিগরি কমিটির বৈঠকের পর এ কথা বলেন তিনি। এ সময় উপ-স্বরাষ্ট্রমন্ত্রী আই দাতুক সেরিও উপস্থিত ছিলেন।
কর্মসূচিটি স্মার্ট সাবাহ করপোরেশন এসডিএন বিএইচডি সম্পূর্ণভাবে সাবাহ সরকারের মালিকানাধীন একটি কোম্পানি এই বছরের ৩ ফেব্রুয়ারি থেকে ২ আগস্টের মধ্যে বাস্তবায়ন করবে। এছাড়া কর্মসূচি শেষ হওয়ার পর সমন্বিত অভিযানের মাধ্যমে অনধিভুক্ত বিদেশি শ্রমিকদের বিরুদ্ধে কঠোর অভিযান চালানো হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।