বইমেলায় আসছে জাফর ফিরোজের আবছায়া
আহমাদুল কবির, মালয়েশিয়া থেকে
২৮ জানুয়ারি ২০২২, ২২:১৯:৫৫ | অনলাইন সংস্করণ
সম্প্রতি বার্লিনজয়ী চলচ্চিত্র পরিচালক জাফর ফিরোজের লেখা ‘আবছায়া’ এবারের আসন্ন অমর একুশে বইমেলায় আসছে।
জাফর ফিরোজ বলেন, এবারের একুশে বইমেলায় আমার একটি বই আসছে। বইয়ের নাম 'আবছায়া'। বইটি প্রকাশ করছে গানের খেয়া প্রকাশন। 'আবছায়া' মূলত গীতিকাব্য। এটি আমার নির্জন এককের গান। চারটি অধ্যায়ে বইটিকে সাজানো হয়েছে। জীবন, মা-বাবা, দেশ, ইসলাম ও সমাজ।
এ বইয়ে ৮২টি গীতি কবিতা থাকছে। জাফর ফিরোজ একাধারে চলচ্চিত্র পরিচালক, লেখক এবং উপস্থাপক। তার নির্মিত বাংলাদেশের প্রথম ডিজিটাল শিশুতোষ চলচ্চিত্র ‘দূরবীন’। তিনি তার কাজের জন্য পেয়েছেন আন্তর্জাতিক পুরস্কার। ইন্টারন্যাশনাল ফিল্ম ফোরামের (আইএফএফ) সদস্য হিসেবে বর্তমানে তিনি কাজ করছেন আন্তর্জাতিক অঙ্গনে।
বাংলা সাহিত্যে অধ্যয়ন শেষ করে চলচ্চিত্রের পাঠ নিলেন মোম্বাই থেকে। চলচ্চিত্রে মাস্টার্স শেষ করে এখন চলচ্চিত্র বিষয়ে উচ্চতর গবেষণা করছেন। তার প্রকাশিত প্রথম শিশুতোষ গ্রন্থ ‘খুকী ও প্রজাপতি’। ‘সালাম লিখেছে মা’ তাঁর লেখা একটি সুপরিচিত দেশাত্মবোধক গান। গানটি জাতিসংঘের ছয়টি ভাষায় গাওয়ার পর ব্যাপক সাড়া ফেলেছে। ‘আবছায়া’ তার প্রথম গীতিকাব্য।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
বইমেলায় আসছে জাফর ফিরোজের আবছায়া
সম্প্রতি বার্লিনজয়ী চলচ্চিত্র পরিচালক জাফর ফিরোজের লেখা ‘আবছায়া’ এবারের আসন্ন অমর একুশে বইমেলায় আসছে।
জাফর ফিরোজ বলেন, এবারের একুশে বইমেলায় আমার একটি বই আসছে। বইয়ের নাম 'আবছায়া'। বইটি প্রকাশ করছে গানের খেয়া প্রকাশন। 'আবছায়া' মূলত গীতিকাব্য। এটি আমার নির্জন এককের গান। চারটি অধ্যায়ে বইটিকে সাজানো হয়েছে। জীবন, মা-বাবা, দেশ, ইসলাম ও সমাজ।
এ বইয়ে ৮২টি গীতি কবিতা থাকছে। জাফর ফিরোজ একাধারে চলচ্চিত্র পরিচালক, লেখক এবং উপস্থাপক। তার নির্মিত বাংলাদেশের প্রথম ডিজিটাল শিশুতোষ চলচ্চিত্র ‘দূরবীন’। তিনি তার কাজের জন্য পেয়েছেন আন্তর্জাতিক পুরস্কার। ইন্টারন্যাশনাল ফিল্ম ফোরামের (আইএফএফ) সদস্য হিসেবে বর্তমানে তিনি কাজ করছেন আন্তর্জাতিক অঙ্গনে।
বাংলা সাহিত্যে অধ্যয়ন শেষ করে চলচ্চিত্রের পাঠ নিলেন মোম্বাই থেকে। চলচ্চিত্রে মাস্টার্স শেষ করে এখন চলচ্চিত্র বিষয়ে উচ্চতর গবেষণা করছেন। তার প্রকাশিত প্রথম শিশুতোষ গ্রন্থ ‘খুকী ও প্রজাপতি’। ‘সালাম লিখেছে মা’ তাঁর লেখা একটি সুপরিচিত দেশাত্মবোধক গান। গানটি জাতিসংঘের ছয়টি ভাষায় গাওয়ার পর ব্যাপক সাড়া ফেলেছে। ‘আবছায়া’ তার প্রথম গীতিকাব্য।