মাফুসি জেলের কারাবন্দিদের বস্ত্র দিল বাংলাদেশ দূতাবাস
মো. মাহামুদুল হাসান কালাম, মালদ্বীপ থেকে
২৮ জানুয়ারি ২০২২, ২২:৩৫:৩৬ | অনলাইন সংস্করণ
২৮ জানুয়ারি (শুক্রবার) মালদ্বীপের মাফুসি জেলে অবস্থানরত প্রবাসী বাংলাদেশি বন্দিদের বস্ত্র দেওয়া হয়েছে। হাইকমিশনের পক্ষে পরিধেয় বস্ত্র মালদ্বীপের কারেকশনাল সার্ভিসের কাছে হস্তান্তর করেন দেশটিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব মো. সোহেল পারভেজ। এ সময় হাইকমিশনের ওয়েলফেয়ার অ্যাসিসস্ট্যান্ট ও কারেকশনাল সার্ভিসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সোহেল পারভেজ মালদ্বীপের কারাগারে প্রবাসী বাংলাদেশি বন্দিদের বিষয়ে খোঁজ নেন এবং করোনাভাইরাসে আক্রান্ত বন্দিদের প্রয়োজনীয় চিকিৎসা সহায়তা প্রদানের জন্য কারা কর্তৃপক্ষকে অনুরোধ জানান।
উল্লেখ্য, এর আগে ১৮ সেপ্টেম্বর মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান মালদ্বীপের কমিশনার অব প্রিজন আহমেদ মোহাম্মদ ফুলহুর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এবং গত ৩ নভেম্বর ২০২১ রাজধানী মালের জেলখানায় অবস্থিত বাংলাদেশ প্রবাসী কারাবন্দিদের জন্য দূতাবাসের পক্ষ থেকে পরিধেয় বস্ত্র কারা কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
মাফুসি জেলের কারাবন্দিদের বস্ত্র দিল বাংলাদেশ দূতাবাস
২৮ জানুয়ারি (শুক্রবার) মালদ্বীপের মাফুসি জেলে অবস্থানরত প্রবাসী বাংলাদেশি বন্দিদের বস্ত্র দেওয়া হয়েছে। হাইকমিশনের পক্ষে পরিধেয় বস্ত্র মালদ্বীপের কারেকশনাল সার্ভিসের কাছে হস্তান্তর করেন দেশটিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব মো. সোহেল পারভেজ। এ সময় হাইকমিশনের ওয়েলফেয়ার অ্যাসিসস্ট্যান্ট ও কারেকশনাল সার্ভিসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সোহেল পারভেজ মালদ্বীপের কারাগারে প্রবাসী বাংলাদেশি বন্দিদের বিষয়ে খোঁজ নেন এবং করোনাভাইরাসে আক্রান্ত বন্দিদের প্রয়োজনীয় চিকিৎসা সহায়তা প্রদানের জন্য কারা কর্তৃপক্ষকে অনুরোধ জানান।
উল্লেখ্য, এর আগে ১৮ সেপ্টেম্বর মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান মালদ্বীপের কমিশনার অব প্রিজন আহমেদ মোহাম্মদ ফুলহুর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এবং গত ৩ নভেম্বর ২০২১ রাজধানী মালের জেলখানায় অবস্থিত বাংলাদেশ প্রবাসী কারাবন্দিদের জন্য দূতাবাসের পক্ষ থেকে পরিধেয় বস্ত্র কারা কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়।