মালদ্বীপে সড়ক দুর্ঘটনায় আহত প্রবাসীকে বিমান টিকিট ও অনুদান
মোহাম্মদ মাহামুদুল, মালদ্বীপ থেকে
২১ মে ২০২২, ২৩:৫৩:৫৩ | অনলাইন সংস্করণ
সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত প্রবাসী বাংলাদেশি লিটনকে (পাসপোর্ট নং BE0210013) দ্রুত দেশে ফিরে যাওয়ার জন্য ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের অর্থায়নে মালদ্বীপের হাইকমিশনারের পক্ষ হতে একটি বিমান টিকিট হস্তান্তর করা হয়েছে।
শুক্রবার (২০ মে) বাংলাদেশ হাইকমিশন জানায়, হাইকমিশনের পক্ষ থেকে বিমান টিকিট হস্তান্তর করেন হাইকমিশনার রিয়ার অ্যাডমিরাল এসএম আবুল কালাম আজাদ। এ সময় মিশনের প্রথম সচিব মো. সোহেল পারভেজ উপস্থিত ছিলেন।
প্রবাসী কর্মী লিটনের সুস্থতার জন্য সবাইকে প্রার্থনা করার এবং সড়ক দুর্ঘটনা রোধে আরও সচেতন হওয়ার আহ্বান জানিয়েছে হাইকমিশন। অসুস্থ প্রবাসী বাংলাদেশি লিটনকে ২০ মে সন্ধ্যায় প্রবাসী সোশ্যাল ওয়ার্কারের উদ্যোগে, প্রবাসীদের সহযোগিতায় অনুদান দেওয়া হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন- প্রবাসী সোশ্যাল ওয়ার্কারের উপদেষ্টা ফোর এল ইন্টারন্যাশনালের ম্যনাজিং ডিরেক্টর মো. হাদিউল ইসলাম, ঢাকা ট্রেডার্সের প্রতিষ্ঠাতা মো. বাবুল হোসেন, প্রবাসী সোশ্যাল ওয়ার্কারের সভাপতি জাকির হোসেন, মালদ্বীপের ব্যাবসায়ী, জহিরুল ইসলাম, ব্যাবসায়ী, আবু সালেম কুদ্দুস, মিজানুর রহমান, সাংবাদিক, ওমর ফারুক অনিক, মোহাম্মদ মাহামুদুল হাসান (কালাম) ও মদিনা জামাতের আহবায়ক মোহাম্মদ আলামিন।
সড়ক দুর্ঘটনায় আহত লিটনের বাড়ি টাংগাইলের ঘাটাইল উপজেলার ঘপিনপুর ইউনিয়নে। তার বাবার নাম মো. আবদুল জব্বার। লিটন গত সাত বছর যাবত অবৈধ কর্মী হিসেবে মালদ্বীপের বিভিন্ন কনস্ট্রাকশন কোম্পানিতে প্রতিদিনের মজুরিতে কর্মরত ছিলেন।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
মালদ্বীপে সড়ক দুর্ঘটনায় আহত প্রবাসীকে বিমান টিকিট ও অনুদান
সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত প্রবাসী বাংলাদেশি লিটনকে (পাসপোর্ট নং BE0210013) দ্রুত দেশে ফিরে যাওয়ার জন্য ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের অর্থায়নে মালদ্বীপের হাইকমিশনারের পক্ষ হতে একটি বিমান টিকিট হস্তান্তর করা হয়েছে।
শুক্রবার (২০ মে) বাংলাদেশ হাইকমিশন জানায়, হাইকমিশনের পক্ষ থেকে বিমান টিকিট হস্তান্তর করেন হাইকমিশনার রিয়ার অ্যাডমিরাল এসএম আবুল কালাম আজাদ। এ সময় মিশনের প্রথম সচিব মো. সোহেল পারভেজ উপস্থিত ছিলেন।
প্রবাসী কর্মী লিটনের সুস্থতার জন্য সবাইকে প্রার্থনা করার এবং সড়ক দুর্ঘটনা রোধে আরও সচেতন হওয়ার আহ্বান জানিয়েছে হাইকমিশন। অসুস্থ প্রবাসী বাংলাদেশি লিটনকে ২০ মে সন্ধ্যায় প্রবাসী সোশ্যাল ওয়ার্কারের উদ্যোগে, প্রবাসীদের সহযোগিতায় অনুদান দেওয়া হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন- প্রবাসী সোশ্যাল ওয়ার্কারের উপদেষ্টা ফোর এল ইন্টারন্যাশনালের ম্যনাজিং ডিরেক্টর মো. হাদিউল ইসলাম, ঢাকা ট্রেডার্সের প্রতিষ্ঠাতা মো. বাবুল হোসেন, প্রবাসী সোশ্যাল ওয়ার্কারের সভাপতি জাকির হোসেন, মালদ্বীপের ব্যাবসায়ী, জহিরুল ইসলাম, ব্যাবসায়ী, আবু সালেম কুদ্দুস, মিজানুর রহমান, সাংবাদিক, ওমর ফারুক অনিক, মোহাম্মদ মাহামুদুল হাসান (কালাম) ও মদিনা জামাতের আহবায়ক মোহাম্মদ আলামিন।
সড়ক দুর্ঘটনায় আহত লিটনের বাড়ি টাংগাইলের ঘাটাইল উপজেলার ঘপিনপুর ইউনিয়নে। তার বাবার নাম মো. আবদুল জব্বার। লিটন গত সাত বছর যাবত অবৈধ কর্মী হিসেবে মালদ্বীপের বিভিন্ন কনস্ট্রাকশন কোম্পানিতে প্রতিদিনের মজুরিতে কর্মরত ছিলেন।