বাংলাদেশের উন্নয়ন ও প্রবাসীদের অধিকার নিয়ে সভা
জমির হোসেন, ইতালি থেকে
২২ মে ২০২২, ২৩:৩৭:২৭ | অনলাইন সংস্করণ
বাংলাদেশের উন্নয়ন ও প্রবাসীদের অধিকার- এ স্লোগান নিয়ে আলোচনা সভা করেছে কানেক্ট বাংলাদেশ। গেল সপ্তাহে প্যারিস সময় বিকাল ৪টায় (বাংলাদেশ সময় সন্ধ্যা ৮টা, ইউকে সময় দুপুর ৩টা) অনলাইনে জুম মাধ্যমে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় পৃথিবীর বিভিন্ন দেশ থেকে কানেক্ট বাংলাদেশের সদস্যরা আলোচনায় অংশগ্রহণ করেন। আলোচ্য বিষয় ছিল বাংলা নববর্ষের তাৎপর্য,বিগত ৬ বৎসরের কানেক্ট বাংলাদেশের কায্যক্রমের মূল্যায়ন, শ্রমিক দিবস স্মরণে কানেক্ট বাংলাদেশের দাবিসমূহের যৌক্তিকতা, প্রবাস জীবনে ঈদের আনন্দ। এসব বিষয়ের ওপর আলোচনা করেন উপস্থিত বক্তারা।
বক্তারা বলেন, বাংলা নব বর্ষের শুরু হওয়ার পটভূমি ও বাঙালি জীবনে এর গুরুত্ব এবং বাংলা নববর্ষ আজ আমাদের সামাজিক ও জাতীয় জীবনে একটি উৎসব হয়ে দাঁড়িয়েছে। সারা পৃথিবীতে বসবাসরত সমগ্র বাঙালি সমাজ খুব আনন্দের সাথে দিবসটি উদযাপন করে যাচ্ছে। "কানেক্ট বাংলাদেশ" কর্তৃক আয়োজিত ৪টি বিশ্ব সম্মেলন ও একটি অনলাইন সম্মেলনের সফলতা তুলে ধরেন। বিশ্বের ২৩টি দেশে সংগঠনের কমবেশি তৎপরতা তুলে ধরেন সভায়। এই বছর থেকে চারটি জাতীয় দিবসে নিয়মিত অনলাইন সভা অনুষ্ঠানের প্রচেষ্টাকে স্বাগত জানান।
নির্দলীয় রাজনৈতিক সংগঠন হিসাবে "কানেক্ট বাংলাদেশ" সত্যি অনন্য। এসময় প্রবাস জীবনে ঈদের আনন্দ এই বিষয়ে অনেকে নানা প্রসঙ্গ তুলে ধরেন। পৃথিবীর অনেক দেশে সম্মিলিতভাবে ঈদ উদযাপন সম্ভব হচ্ছে। ঈদের জামাতে নামাজ পড়া, পাস্পরিক কৌশল ও শুভেচ্ছা বিনিময় আজ দেশে দেশে সম্ভব হচ্ছে। প্রায় দেড় কোটি বাংলাদেশী পৃথিবীর দেশে দেশে সম্মিলিত ভাবে আছেন ও আনন্দও ভাগাভাগি করে যাচ্ছেন। একই সাথে বিশ্বের অপরাপর জাতির সহিত সৌহাদ্য ও সম্প্রীতি গড়ে তুলছেন। মে দিবস স্বরণে আলোচকরা দেশ ও প্রবাসের শ্রমিকদের নানাহ সমস্যা ও অধিকারের প্রসঙ্গ তুলে ধরেন।
সভা সঞ্চালনা করেন কেন্দ্রীয় সমন্বয়ক মনসুর চৌধুরী। সভায় আলোচনা করেন উপদেষ্টা রাজু আহমেদ খান, মোহাম্মদ ইদ্রিস, কেন্দ্রীয় সমন্বয়ক কুদরত উল্লাহ, এবিএম সালেহ উদ্দিন, রহমত সাদি, আফসার হোসেন নীলু, আলম শাহ, তোফায়েল আহমেদ মুক্তা, কামরুজামান, মাসুক মিয়া মামুন প্রমুখ।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
বাংলাদেশের উন্নয়ন ও প্রবাসীদের অধিকার নিয়ে সভা
বাংলাদেশের উন্নয়ন ও প্রবাসীদের অধিকার- এ স্লোগান নিয়ে আলোচনা সভা করেছে কানেক্ট বাংলাদেশ। গেল সপ্তাহে প্যারিস সময় বিকাল ৪টায় (বাংলাদেশ সময় সন্ধ্যা ৮টা, ইউকে সময় দুপুর ৩টা) অনলাইনে জুম মাধ্যমে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় পৃথিবীর বিভিন্ন দেশ থেকে কানেক্ট বাংলাদেশের সদস্যরা আলোচনায় অংশগ্রহণ করেন। আলোচ্য বিষয় ছিল বাংলা নববর্ষের তাৎপর্য,বিগত ৬ বৎসরের কানেক্ট বাংলাদেশের কায্যক্রমের মূল্যায়ন, শ্রমিক দিবস স্মরণে কানেক্ট বাংলাদেশের দাবিসমূহের যৌক্তিকতা, প্রবাস জীবনে ঈদের আনন্দ। এসব বিষয়ের ওপর আলোচনা করেন উপস্থিত বক্তারা।
বক্তারা বলেন, বাংলা নব বর্ষের শুরু হওয়ার পটভূমি ও বাঙালি জীবনে এর গুরুত্ব এবং বাংলা নববর্ষ আজ আমাদের সামাজিক ও জাতীয় জীবনে একটি উৎসব হয়ে দাঁড়িয়েছে। সারা পৃথিবীতে বসবাসরত সমগ্র বাঙালি সমাজ খুব আনন্দের সাথে দিবসটি উদযাপন করে যাচ্ছে। "কানেক্ট বাংলাদেশ" কর্তৃক আয়োজিত ৪টি বিশ্ব সম্মেলন ও একটি অনলাইন সম্মেলনের সফলতা তুলে ধরেন। বিশ্বের ২৩টি দেশে সংগঠনের কমবেশি তৎপরতা তুলে ধরেন সভায়। এই বছর থেকে চারটি জাতীয় দিবসে নিয়মিত অনলাইন সভা অনুষ্ঠানের প্রচেষ্টাকে স্বাগত জানান।
নির্দলীয় রাজনৈতিক সংগঠন হিসাবে "কানেক্ট বাংলাদেশ" সত্যি অনন্য। এসময় প্রবাস জীবনে ঈদের আনন্দ এই বিষয়ে অনেকে নানা প্রসঙ্গ তুলে ধরেন। পৃথিবীর অনেক দেশে সম্মিলিতভাবে ঈদ উদযাপন সম্ভব হচ্ছে। ঈদের জামাতে নামাজ পড়া, পাস্পরিক কৌশল ও শুভেচ্ছা বিনিময় আজ দেশে দেশে সম্ভব হচ্ছে। প্রায় দেড় কোটি বাংলাদেশী পৃথিবীর দেশে দেশে সম্মিলিত ভাবে আছেন ও আনন্দও ভাগাভাগি করে যাচ্ছেন। একই সাথে বিশ্বের অপরাপর জাতির সহিত সৌহাদ্য ও সম্প্রীতি গড়ে তুলছেন। মে দিবস স্বরণে আলোচকরা দেশ ও প্রবাসের শ্রমিকদের নানাহ সমস্যা ও অধিকারের প্রসঙ্গ তুলে ধরেন।
সভা সঞ্চালনা করেন কেন্দ্রীয় সমন্বয়ক মনসুর চৌধুরী। সভায় আলোচনা করেন উপদেষ্টা রাজু আহমেদ খান, মোহাম্মদ ইদ্রিস, কেন্দ্রীয় সমন্বয়ক কুদরত উল্লাহ, এবিএম সালেহ উদ্দিন, রহমত সাদি, আফসার হোসেন নীলু, আলম শাহ, তোফায়েল আহমেদ মুক্তা, কামরুজামান, মাসুক মিয়া মামুন প্রমুখ।