রপ্তানি বৃদ্ধির লক্ষ্যে জার্মানি সফর করবে বিজিএমইএর প্রতিনিধি দল
হাবিবুল্লাহ আল বাহার, জার্মানি থেকে
২৭ মে ২০২২, ০১:০০:২০ | অনলাইন সংস্করণ
বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিজিএমইএ) সভাপতি ফারুক হাসানের নেতৃত্বে একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল আগামী ১ থেকে ৩ জুন জার্মানি সফর করবেন। জার্মানি সফরকালে তারা ফেডারেল মিনিস্ট্রি ফর ইকোনমিক অ্যাফেয়ার্স অ্যান্ড ক্লাইমেট অ্যাকশন এবং ফেডারেল মিনিস্ট্রি ফর ইকোনমিক কো-অপারেশন অ্যান্ড ডেভেলপমেন্টের উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করবেন।
প্রতিনিধি দলটি জার্মানি এশিয়া-প্যাসিফিক বিজনেস অ্যাসোসিয়েশন (ওএভি), ভিএফআই- জার্মান ইমপোর্টার্স এবং জার্মানিতে বাংলাদেশ দূতাবাসের বাণিজ্যিক শাখার যৌথ আয়োজনে হামবুর্গে অনুষ্ঠিত টেক্সটাইল ব্যবসা সংক্রান্ত একটি গোলটেবিল বৈঠকে যোগ দেবেন। এছাড়াও তারা কয়েকটি বিখ্যাত জার্মান ব্র্যান্ড এবং ব্যবসায়িক সংস্থার সাথে দেখা করবেন এবং হামবুর্গ একাডেমি অব ফ্যাশন অ্যান্ড ডিজাইন পরিদর্শন করবেন।
বিজিএমইএর উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের এই সফরটি সমন্বয় করবেন জার্মানির বার্লিনের বাংলাদেশ দূতাবাসের কমার্শিয়াল কাউন্সিলর মো. সাইফুল ইসলাম। তিনি জানিয়েছেন, জার্মানি বাংলাদেশের দ্বিতীয় রপ্তানির গন্তব্যস্থল। এই অর্থবছরে জার্মানিতে রপ্তানির লক্ষ্যমাত্রা ছিল ৬.৬ বিলিয়ন মার্কিন ডলার। গত এপ্রিলে রপ্তানির পরিমাণ দাঁড়ায় ৬.৩ বিলিয়ন; যা গত-অর্থবছরের একই সময়ের চেয়ে ২৯ শতাংশ বেশি। বিজিএমইএর প্রতিনিধি দলের এই সফরে জার্মানির দুইটি ফেডারেল মিনিস্ট্রির সাথে বৈঠকের পাশাপাশি একটি টেক্সটাইল রাউন্ডটেবিলে অংশগ্রহণ করবেন। উক্ত রাউন্ডটেবিলে বিভিন্ন ইউরোপিয়ান ও ইন্টারন্যাশনাল ব্র্যান্ডের প্রতিনিধিরা অংশগ্রহণ করবেন।
কমার্শিয়াল কাউন্সিলর সাইফুল ইসলাম জানিয়েছেন, “এ্যাপেরাল ডিপ্লোম্যাসির” অংশ হিসেবে এ সফর নিঃসন্দেহে জার্মানি তথা ইউরোপে বাংলাদেশের গার্মেন্টস শিল্পের রপ্তানি আরো বৃদ্ধি করবে।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
রপ্তানি বৃদ্ধির লক্ষ্যে জার্মানি সফর করবে বিজিএমইএর প্রতিনিধি দল
বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিজিএমইএ) সভাপতি ফারুক হাসানের নেতৃত্বে একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল আগামী ১ থেকে ৩ জুন জার্মানি সফর করবেন। জার্মানি সফরকালে তারা ফেডারেল মিনিস্ট্রি ফর ইকোনমিক অ্যাফেয়ার্স অ্যান্ড ক্লাইমেট অ্যাকশন এবং ফেডারেল মিনিস্ট্রি ফর ইকোনমিক কো-অপারেশন অ্যান্ড ডেভেলপমেন্টের উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করবেন।
প্রতিনিধি দলটি জার্মানি এশিয়া-প্যাসিফিক বিজনেস অ্যাসোসিয়েশন (ওএভি), ভিএফআই- জার্মান ইমপোর্টার্স এবং জার্মানিতে বাংলাদেশ দূতাবাসের বাণিজ্যিক শাখার যৌথ আয়োজনে হামবুর্গে অনুষ্ঠিত টেক্সটাইল ব্যবসা সংক্রান্ত একটি গোলটেবিল বৈঠকে যোগ দেবেন। এছাড়াও তারা কয়েকটি বিখ্যাত জার্মান ব্র্যান্ড এবং ব্যবসায়িক সংস্থার সাথে দেখা করবেন এবং হামবুর্গ একাডেমি অব ফ্যাশন অ্যান্ড ডিজাইন পরিদর্শন করবেন।
বিজিএমইএর উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের এই সফরটি সমন্বয় করবেন জার্মানির বার্লিনের বাংলাদেশ দূতাবাসের কমার্শিয়াল কাউন্সিলর মো. সাইফুল ইসলাম। তিনি জানিয়েছেন, জার্মানি বাংলাদেশের দ্বিতীয় রপ্তানির গন্তব্যস্থল। এই অর্থবছরে জার্মানিতে রপ্তানির লক্ষ্যমাত্রা ছিল ৬.৬ বিলিয়ন মার্কিন ডলার। গত এপ্রিলে রপ্তানির পরিমাণ দাঁড়ায় ৬.৩ বিলিয়ন; যা গত-অর্থবছরের একই সময়ের চেয়ে ২৯ শতাংশ বেশি। বিজিএমইএর প্রতিনিধি দলের এই সফরে জার্মানির দুইটি ফেডারেল মিনিস্ট্রির সাথে বৈঠকের পাশাপাশি একটি টেক্সটাইল রাউন্ডটেবিলে অংশগ্রহণ করবেন। উক্ত রাউন্ডটেবিলে বিভিন্ন ইউরোপিয়ান ও ইন্টারন্যাশনাল ব্র্যান্ডের প্রতিনিধিরা অংশগ্রহণ করবেন।
কমার্শিয়াল কাউন্সিলর সাইফুল ইসলাম জানিয়েছেন, “এ্যাপেরাল ডিপ্লোম্যাসির” অংশ হিসেবে এ সফর নিঃসন্দেহে জার্মানি তথা ইউরোপে বাংলাদেশের গার্মেন্টস শিল্পের রপ্তানি আরো বৃদ্ধি করবে।