পর্তুগালে অভিবাসীদের মধ্যে বাংলাদেশের অবস্থান ১৭তম
ফরিদ আহমেদ পাটোয়ারী, পর্তুগাল থেকে
২৭ জুন ২০২২, ২৩:০৪:২৮ | অনলাইন সংস্করণ
পর্তুগালে ২০২১ সালের ডিসেম্বর পর্যন্ত বৈধভাবে ১০ হাজার ৯৩৬ জন বাংলাদেশি বসবাস করছেন; যা দেশটিতে ১৮৭টি দেশের বসবাসকারী নিয়মিত নাগরিকদের মধ্যে বাংলাদেশের নাগরিকদের সংখ্যা ১৭তম অবস্থান নির্দেশ করে । পর্তুগালের ইমিগ্রেশন কর্তৃপক্ষ (এসইএফ) গতকাল এ তথ্য জানিয়েছে।
পর্তুগালে বর্তমানে ৬ লাখ ৯৮ হাজার ৮৮৭ জন বিদেশি নাগরিক রয়েছেন; যা গত বছরের তুলনায় ৫.৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে। তবে এই অভিবাসীদের বেশিরভাগ নাগরিক দক্ষিণ আমেরিকা এবং ইউরোপীয় ইউনিয়নসহ ইউরোপের বিভিন্ন দেশগুলোর। মোট অভিবাসীদের ৭৪.৪ শতাংশের বয়স ২৪ থেকে ৪০ বছরের মধ্যে যা দেশটির কর্ম ক্ষেত্রে খুবই গুরুত্ব বহন করে।
পর্তুগালে বিদেশি নাগরিকদের প্রতিনিধিত্বকারী দেশগুলো হচ্ছে- ব্রাজিল ২ লাখ ৪ হাজার ৬৯৪ জন, যুক্তরাজ্যের ৪১,৯৩২ জন, কাবু ভেরদে ৩৪.০৯৩ জন, ইতালি ৩০,৮১৯ জন, ভারত ৩০,২৫১ জন, রোমানিয়া ২৮,৯১১ জন, ইউক্রেন ২৭,১৯৫ জন, ফ্রান্স ২৬,৭১৯ জন, অ্যাঙ্গোলা ২৫,৮০০ জন এবং চীনের ২২,৭৮২ জন নাগরিক পর্তুগালে নিয়মিতভাবে বসবাস করছেন।
এশিয়া মহাদেশের প্রায় ১ লাখ ৬ হাজার ৮৭৭ জন অভিবাসী দেশটিতে বসবাস করছেন। আমাদের দক্ষিণ এশিয়াতে সব দেশেরই ২০২১ তালের হিসাব অনুযায়ী অভিবাসীর সংখ্যা বেড়েছে ভারতের সর্বোচ্চ ৩০,২৫১ নাগরিক হিসেবে প্রথম স্থানে রয়েছে; তারপর নেপাল ২১,৫৪৫, বাংলাদেশের অবস্থান তৃতীয়, পাকিস্তানের ৭,৪৯৯ জন নাগরিক পর্তুগালে নিয়মিতভাবে বসবাস করছেন।
তবে পর্তুগালে বসবাসকারী বাংলাদেশিদের সংখ্যা বিষয়ে বাংলাদেশ দূতাবাস লিসবনের সাথে যোগাযোগ করা হলে তারা জানিয়েছেন যে, নিয়মিত এবং অনিয়মিত মিলিয়ে কমপক্ষে ২০ হাজার বাংলাদেশি বসবাস করছেন। বলতে গেলে সমানসংখ্যক প্রবাসী বাংলাদেশি নিয়মিত হবার অপেক্ষায় রয়েছেন। গত ২০২১ সালে ১ হাজার ২০ জন বাংলাদেশি নাগরিক পর্তুগালে রেসিডেন্ট কার্ড পেয়েছেন। বর্তমানে সর্বমোট ১০ হাজার ৯৩৬ জন বাংলাদেশির মধ্যে পুরুষ ৮,৫৪৬ এবং মহিলা ২,৩৯০ জন রয়েছেন।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
পর্তুগালে অভিবাসীদের মধ্যে বাংলাদেশের অবস্থান ১৭তম
পর্তুগালে ২০২১ সালের ডিসেম্বর পর্যন্ত বৈধভাবে ১০ হাজার ৯৩৬ জন বাংলাদেশি বসবাস করছেন; যা দেশটিতে ১৮৭টি দেশের বসবাসকারী নিয়মিত নাগরিকদের মধ্যে বাংলাদেশের নাগরিকদের সংখ্যা ১৭তম অবস্থান নির্দেশ করে । পর্তুগালের ইমিগ্রেশন কর্তৃপক্ষ (এসইএফ) গতকাল এ তথ্য জানিয়েছে।
পর্তুগালে বর্তমানে ৬ লাখ ৯৮ হাজার ৮৮৭ জন বিদেশি নাগরিক রয়েছেন; যা গত বছরের তুলনায় ৫.৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে। তবে এই অভিবাসীদের বেশিরভাগ নাগরিক দক্ষিণ আমেরিকা এবং ইউরোপীয় ইউনিয়নসহ ইউরোপের বিভিন্ন দেশগুলোর। মোট অভিবাসীদের ৭৪.৪ শতাংশের বয়স ২৪ থেকে ৪০ বছরের মধ্যে যা দেশটির কর্ম ক্ষেত্রে খুবই গুরুত্ব বহন করে।
পর্তুগালে বিদেশি নাগরিকদের প্রতিনিধিত্বকারী দেশগুলো হচ্ছে- ব্রাজিল ২ লাখ ৪ হাজার ৬৯৪ জন, যুক্তরাজ্যের ৪১,৯৩২ জন, কাবু ভেরদে ৩৪.০৯৩ জন, ইতালি ৩০,৮১৯ জন, ভারত ৩০,২৫১ জন, রোমানিয়া ২৮,৯১১ জন, ইউক্রেন ২৭,১৯৫ জন, ফ্রান্স ২৬,৭১৯ জন, অ্যাঙ্গোলা ২৫,৮০০ জন এবং চীনের ২২,৭৮২ জন নাগরিক পর্তুগালে নিয়মিতভাবে বসবাস করছেন।
এশিয়া মহাদেশের প্রায় ১ লাখ ৬ হাজার ৮৭৭ জন অভিবাসী দেশটিতে বসবাস করছেন। আমাদের দক্ষিণ এশিয়াতে সব দেশেরই ২০২১ তালের হিসাব অনুযায়ী অভিবাসীর সংখ্যা বেড়েছে ভারতের সর্বোচ্চ ৩০,২৫১ নাগরিক হিসেবে প্রথম স্থানে রয়েছে; তারপর নেপাল ২১,৫৪৫, বাংলাদেশের অবস্থান তৃতীয়, পাকিস্তানের ৭,৪৯৯ জন নাগরিক পর্তুগালে নিয়মিতভাবে বসবাস করছেন।
তবে পর্তুগালে বসবাসকারী বাংলাদেশিদের সংখ্যা বিষয়ে বাংলাদেশ দূতাবাস লিসবনের সাথে যোগাযোগ করা হলে তারা জানিয়েছেন যে, নিয়মিত এবং অনিয়মিত মিলিয়ে কমপক্ষে ২০ হাজার বাংলাদেশি বসবাস করছেন। বলতে গেলে সমানসংখ্যক প্রবাসী বাংলাদেশি নিয়মিত হবার অপেক্ষায় রয়েছেন। গত ২০২১ সালে ১ হাজার ২০ জন বাংলাদেশি নাগরিক পর্তুগালে রেসিডেন্ট কার্ড পেয়েছেন। বর্তমানে সর্বমোট ১০ হাজার ৯৩৬ জন বাংলাদেশির মধ্যে পুরুষ ৮,৫৪৬ এবং মহিলা ২,৩৯০ জন রয়েছেন।