মালদ্বীপে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে বিজনেস নাইট উদযাপন
আবদুল্লাহ কাদের, মালদ্বীপ থেকে
২৯ জুন ২০২২, ০০:০০:০২ | অনলাইন সংস্করণ
মালদ্বীপে বাংলাদেশ হাইকমিশন কর্তৃক ২৭ জুন যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে First Economic Diplomacy Week- 2022 পালন করা হয়। মালদ্বীপের ইকোনমিক ডেভেলপমেন্ট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোহামেদ ইয়াদ হামিদ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। মালদ্বীপের বিভিন্ন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী, সংসদ সদস্য, উচ্চপর্যায়ের ব্যবসায়ী ও অনেক স্বনামধন্য ব্যক্তি এবং মান্যবর হাইকমিশনারসহ হাইকমিশনের কর্মকর্তা ও কর্মচারীরা এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
পবিত্র কুরআন থেকে তেলাওয়াত ও তর্জমার মাধ্যমে অনুষ্ঠানটি শুরু করা হয়। এরপর হাইকমিশনের প্রথম সচিব ও দূতালয়প্রধান বাংলাদেশে বিনিয়োগ ও ব্যবসা-বাণিজ্যের সুবিধা একটি প্রেজেন্টেশন উপস্থাপন করেন।
পরবর্তীতে বাংলাদেশের আন্তর্জাতিক মানের বিভিন্ন পণ্য নিয়ে নির্মিত একটি বিশেষ ভিডিও প্রদর্শন করা হয়। প্রধান অতিথি মালদ্বীপের ইকোনমিক ডেভেলপমেন্ট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোহামেদ ইয়াদ হামিদ Economic Diplomacy Week অনুষ্ঠানের ভূয়সী প্রশংসা করেন এবং এটি বাংলাদেশ ও মালদ্বীপের মধ্যে দ্বিপাক্ষিক ব্যবসা-বাণিজ্য বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করবে বলে আশা ব্যক্ত করেন।
এরপর হাইকমিশনার এসএম আবুল কালাম আজাদ উপস্থিত সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করেন। তিনি বাংলাদেশের অভূতপূর্ব উন্নয়ন ও অগ্রগতিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেত্রীত্বের কথা উল্লেখ করেন এবং বর্তমানে বাংলাদেশ বিশ্বে উন্নয়নের রোল মডেল হিসেবে স্বীকৃতি পেয়েছে বলে উল্লেখ করেন।
মালদ্বীপ আমদানিনির্ভর দেশ হওয়ায় তিনি সব ব্যবসায়ীকে বাংলাদেশ হতে মালদ্বীপে উন্নততর মানের পণ্য আমদানি এবং বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানান। নৈশভোজে বাংলাদেশি খাবার ও বাংলাদেশ হতে আমদানিকৃত ফলমূল পরিবেশন করা হয়। এছাড়া বাংলাদেশ হতে আমদানিকৃত ওষুধ, এগ্রোফুড, হিমায়িত পণ্য ইত্যাদি প্রদর্শন করা হয়।
উপস্থিত সবাই অনুষ্ঠানের ভূয়সী প্রশংসা করেন। সবশেষে ফটোসেশনের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
মালদ্বীপে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে বিজনেস নাইট উদযাপন
মালদ্বীপে বাংলাদেশ হাইকমিশন কর্তৃক ২৭ জুন যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে First Economic Diplomacy Week- 2022 পালন করা হয়। মালদ্বীপের ইকোনমিক ডেভেলপমেন্ট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোহামেদ ইয়াদ হামিদ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। মালদ্বীপের বিভিন্ন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী, সংসদ সদস্য, উচ্চপর্যায়ের ব্যবসায়ী ও অনেক স্বনামধন্য ব্যক্তি এবং মান্যবর হাইকমিশনারসহ হাইকমিশনের কর্মকর্তা ও কর্মচারীরা এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
পবিত্র কুরআন থেকে তেলাওয়াত ও তর্জমার মাধ্যমে অনুষ্ঠানটি শুরু করা হয়। এরপর হাইকমিশনের প্রথম সচিব ও দূতালয়প্রধান বাংলাদেশে বিনিয়োগ ও ব্যবসা-বাণিজ্যের সুবিধা একটি প্রেজেন্টেশন উপস্থাপন করেন।
পরবর্তীতে বাংলাদেশের আন্তর্জাতিক মানের বিভিন্ন পণ্য নিয়ে নির্মিত একটি বিশেষ ভিডিও প্রদর্শন করা হয়। প্রধান অতিথি মালদ্বীপের ইকোনমিক ডেভেলপমেন্ট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোহামেদ ইয়াদ হামিদ Economic Diplomacy Week অনুষ্ঠানের ভূয়সী প্রশংসা করেন এবং এটি বাংলাদেশ ও মালদ্বীপের মধ্যে দ্বিপাক্ষিক ব্যবসা-বাণিজ্য বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করবে বলে আশা ব্যক্ত করেন।
এরপর হাইকমিশনার এসএম আবুল কালাম আজাদ উপস্থিত সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করেন। তিনি বাংলাদেশের অভূতপূর্ব উন্নয়ন ও অগ্রগতিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেত্রীত্বের কথা উল্লেখ করেন এবং বর্তমানে বাংলাদেশ বিশ্বে উন্নয়নের রোল মডেল হিসেবে স্বীকৃতি পেয়েছে বলে উল্লেখ করেন।
মালদ্বীপ আমদানিনির্ভর দেশ হওয়ায় তিনি সব ব্যবসায়ীকে বাংলাদেশ হতে মালদ্বীপে উন্নততর মানের পণ্য আমদানি এবং বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানান। নৈশভোজে বাংলাদেশি খাবার ও বাংলাদেশ হতে আমদানিকৃত ফলমূল পরিবেশন করা হয়। এছাড়া বাংলাদেশ হতে আমদানিকৃত ওষুধ, এগ্রোফুড, হিমায়িত পণ্য ইত্যাদি প্রদর্শন করা হয়।
উপস্থিত সবাই অনুষ্ঠানের ভূয়সী প্রশংসা করেন। সবশেষে ফটোসেশনের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।