পদ্মা সেতু উদ্বোধনে মিশিগানে আনন্দের জোয়ার
পদ্মা সেতু উদ্বোধনের আনন্দের সুবাতাস দেশের গণ্ডি পেরিয়ে লেগেছে যুক্তরাষ্ট্রের মিশিগানের প্রবাসীদের মাঝেও। বাংলাদেশি প্রবাসীরা ফেসবুকে স্ট্যাস্টাস দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভূয়সী প্রশংসা করেছেন।
সেতু উদ্বোধনের খবরে মিষ্টি বিতরণ করে উচ্ছ্বাস প্রকাশ করেছে মিশিগান মহানগর আওয়ামী লীগ। রোববার (২৬ জুন) সন্ধ্যার দিকে বাংলাটাউন খ্যাত হ্যামট্রামিক শহরের রেশমী রেস্টুরেন্টে এক আনন্দ সভায় মিলিত হন দলের নেতাকর্মীরা। এ সময় তারা একে অপরকে মিষ্টিমুখ করিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন।
আনন্দ সভায় সভাপতিত্ব করেন মিশিগান মহানগর আওয়ামী লীগ সভাপতি আব্দুস শাকুর খান মাখন। সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক মোহাম্মদ মুতালিব। বক্তব্য রাখেন সহ-সভাপতি আজাদ খান, আব্দুল মালিক, আসকির আলী, যুগ্ম সম্পাদক মীজান মিয়া জসীম, মৃদুল কান্তি সরকার, সাংগঠনিক সম্পাদক সাব্বির আহমদ, মিশিগান স্টেট স্বেচ্ছাসেবক লীগ আহবায়ক ইজাজুল হোসাইন, যুগ্ম সদস্য সচিব আলী আজগর খান হামিদ, এনামুল হক, জুবায়ের আহমদ, শামসুল হুদা পাশা, আমিরুল ইসলাম খচ্ছরু, এজে পাশা, ছাত্রলীগ নেতা এমরান চৌধুরী রাজিব, জিসান প্রমূখ।
বক্তারা বলেন, পদ্মা সেতু বড় একটি চ্যালেঞ্জ ছিল প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য। নির্মাণ শুরুর আট বছরের মধ্যে জনগণের স্বপ্ন তিনি পূরণ করেছেন। প্রধানমন্ত্রী এই প্রকল্প বাস্তবায়নে চমক দেখিয়েছেন। পদ্মা সেতুর কারণে দক্ষিণ বাংলার ৩ কোটি মানুষ স্বল্প সময়ে রাজধানী ঢাকায় যেতে পারছে। কৃষি, মৎস্য ও পর্যটন শিল্পে বইতে শুরু করেছে সুবাতাস। এতে বৃদ্ধি পাবে দেশের জিডিপি। শেখ হাসিনার দৃঢ় নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। এই জন্য দেশের মানুষ আনন্দ উল্লাস করছে। কিন্তু তা বিএনপি-জামায়াতের সহ্য হচ্ছে না। তাই তারা আবোল-তাবোল বকছে।
পদ্মা সেতু উদ্বোধনে মিশিগানে আনন্দের জোয়ার
তোফায়েল রেজা সোহেল, মিশিগান (যুক্তরাষ্ট্র) থেকে
২৯ জুন ২০২২, ২৩:৪৫:৩৪ | অনলাইন সংস্করণ
পদ্মা সেতু উদ্বোধনের আনন্দের সুবাতাস দেশের গণ্ডি পেরিয়ে লেগেছে যুক্তরাষ্ট্রের মিশিগানের প্রবাসীদের মাঝেও। বাংলাদেশি প্রবাসীরা ফেসবুকে স্ট্যাস্টাস দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভূয়সী প্রশংসা করেছেন।
সেতু উদ্বোধনের খবরে মিষ্টি বিতরণ করে উচ্ছ্বাস প্রকাশ করেছে মিশিগান মহানগর আওয়ামী লীগ। রোববার (২৬ জুন) সন্ধ্যার দিকে বাংলাটাউন খ্যাত হ্যামট্রামিক শহরের রেশমী রেস্টুরেন্টে এক আনন্দ সভায় মিলিত হন দলের নেতাকর্মীরা। এ সময় তারা একে অপরকে মিষ্টিমুখ করিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন।
আনন্দ সভায় সভাপতিত্ব করেন মিশিগান মহানগর আওয়ামী লীগ সভাপতি আব্দুস শাকুর খান মাখন। সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক মোহাম্মদ মুতালিব। বক্তব্য রাখেন সহ-সভাপতি আজাদ খান, আব্দুল মালিক, আসকির আলী, যুগ্ম সম্পাদক মীজান মিয়া জসীম, মৃদুল কান্তি সরকার, সাংগঠনিক সম্পাদক সাব্বির আহমদ, মিশিগান স্টেট স্বেচ্ছাসেবক লীগ আহবায়ক ইজাজুল হোসাইন, যুগ্ম সদস্য সচিব আলী আজগর খান হামিদ, এনামুল হক, জুবায়ের আহমদ, শামসুল হুদা পাশা, আমিরুল ইসলাম খচ্ছরু, এজে পাশা, ছাত্রলীগ নেতা এমরান চৌধুরী রাজিব, জিসান প্রমূখ।
বক্তারা বলেন, পদ্মা সেতু বড় একটি চ্যালেঞ্জ ছিল প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য। নির্মাণ শুরুর আট বছরের মধ্যে জনগণের স্বপ্ন তিনি পূরণ করেছেন। প্রধানমন্ত্রী এই প্রকল্প বাস্তবায়নে চমক দেখিয়েছেন। পদ্মা সেতুর কারণে দক্ষিণ বাংলার ৩ কোটি মানুষ স্বল্প সময়ে রাজধানী ঢাকায় যেতে পারছে। কৃষি, মৎস্য ও পর্যটন শিল্পে বইতে শুরু করেছে সুবাতাস। এতে বৃদ্ধি পাবে দেশের জিডিপি। শেখ হাসিনার দৃঢ় নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। এই জন্য দেশের মানুষ আনন্দ উল্লাস করছে। কিন্তু তা বিএনপি-জামায়াতের সহ্য হচ্ছে না। তাই তারা আবোল-তাবোল বকছে।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by The Daily Jugantor © 2023