মালয়েশিয়ায় বাংলাদেশ দূতাবাসে শেখ কামালের জন্মদিন পালন
আহমাদুল কবির, মালয়েশিয়া থেকে
০৬ আগস্ট ২০২২, ০৩:৫০:১৮ | অনলাইন সংস্করণ
মালয়েশিয়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা শহিদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৩তম জন্মবার্ষিকী পালিত হয়েছে।
দিনটি উপলক্ষে ৫ আগস্ট শুক্রবার মালয়েশিয়া সময় বিকাল সাড়ে ৩টায় বাংলাদেশ দূতাবাসে আলোচনা সভার আয়োজন করা হয়।
রাষ্ট্রদূত গোলাম সারোয়ারের সভাপতিত্বে ও ফার্স্ট সেক্রেটারি রেহানা পারভীনের পরিচালনায় সভার শুরুতে বঙ্গবন্ধুর পরিবারের সদস্যদের এবং শহিদদের রুহের মাগফিরাত কামনা করে মোনাজাত ও দোয়া পাঠ করা হয়। দোয়া পাঠ শেষে রাষ্ট্রপতি আবদুল হামিদের বাণী পাঠ করেন কাউন্সিলর বাণিজ্য রাজিবুল আহসান। প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাণী পাঠ করেন ফার্স্ট সেক্রেটারি লেবার এএসএম জাহিদুর রহমান।
বাণী পাঠ শেষে অনুষ্ঠানে শেখ কামালের জীবনের ওপর ভিত্তি করে নির্মিত ‘শেখ কামাল এক কিংবদন্তির কথা’ শীর্ষক প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।
আলোচনা সভায় রাষ্ট্রদূত বলেন, শেখ কামাল মাত্র ২৬ বছরের জীবনে বাঙালির সংস্কৃতি ও ক্রীড়াক্ষেত্রে এক বিরল প্রতিভাবান সংগঠক ও উদ্যোক্তা ছিলেন। ক্রীড়া ও সংস্কৃতিতে আধুনিক বাংলাদেশ গড়ার স্বপ্ন নিয়ে তিনি কাজ করে গেছেন। তিনি দেশের তরুণ প্রজন্মের জন্য আজীবন অনুকরণীয়। দেশের ক্রীড়াঙ্গন, সাংস্কৃতিক অঙ্গন এবং মহান মুক্তিযুদ্ধে শেখ কামালের অবদানকে স্মরণ করেন রাষ্ট্রদূত।
আলোচনা সভায় বিশ্বময় চলমান সংকট উত্তরণে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশিত পথে এগিয়ে যাওয়ার আহবান জানিয়ে রাষ্ট্রদূত গোলাম সারোয়ার বৈধ পথে বাংলাদেশে রেমিট্যান্স প্রেরণের জন্য প্রবাসীদের প্রতি আহবান জানান।
আলোচনা সভায় মিনিস্টার শ্রম নাজমুস সাদাত সেলিম, প্রতিরক্ষা উপদেষ্টা কমডোর মোস্তাক আহমেদ, কাউন্সিলর কন্স্যুলার জিএম রাসেল রানা, ২য় সেক্রেটারি শ্রম সুমন দাসসহ দূতাবাসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এছাড়া আলোচনা সভায় কমিউনিটি নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন- মকবুল হোসেন মুকুল, কামরুজ্জামান কামাল, রাশেদ বাদল, কাইয়ূম সরকার, মনিরুজ্জামান মনির, দাতু আক্তার হোসেন প্রমুখ।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
মালয়েশিয়ায় বাংলাদেশ দূতাবাসে শেখ কামালের জন্মদিন পালন
মালয়েশিয়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা শহিদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৩তম জন্মবার্ষিকী পালিত হয়েছে।
দিনটি উপলক্ষে ৫ আগস্ট শুক্রবার মালয়েশিয়া সময় বিকাল সাড়ে ৩টায় বাংলাদেশ দূতাবাসে আলোচনা সভার আয়োজন করা হয়।
রাষ্ট্রদূত গোলাম সারোয়ারের সভাপতিত্বে ও ফার্স্ট সেক্রেটারি রেহানা পারভীনের পরিচালনায় সভার শুরুতে বঙ্গবন্ধুর পরিবারের সদস্যদের এবং শহিদদের রুহের মাগফিরাত কামনা করে মোনাজাত ও দোয়া পাঠ করা হয়। দোয়া পাঠ শেষে রাষ্ট্রপতি আবদুল হামিদের বাণী পাঠ করেন কাউন্সিলর বাণিজ্য রাজিবুল আহসান। প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাণী পাঠ করেন ফার্স্ট সেক্রেটারি লেবার এএসএম জাহিদুর রহমান।
বাণী পাঠ শেষে অনুষ্ঠানে শেখ কামালের জীবনের ওপর ভিত্তি করে নির্মিত ‘শেখ কামাল এক কিংবদন্তির কথা’ শীর্ষক প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।
আলোচনা সভায় রাষ্ট্রদূত বলেন, শেখ কামাল মাত্র ২৬ বছরের জীবনে বাঙালির সংস্কৃতি ও ক্রীড়াক্ষেত্রে এক বিরল প্রতিভাবান সংগঠক ও উদ্যোক্তা ছিলেন। ক্রীড়া ও সংস্কৃতিতে আধুনিক বাংলাদেশ গড়ার স্বপ্ন নিয়ে তিনি কাজ করে গেছেন। তিনি দেশের তরুণ প্রজন্মের জন্য আজীবন অনুকরণীয়। দেশের ক্রীড়াঙ্গন, সাংস্কৃতিক অঙ্গন এবং মহান মুক্তিযুদ্ধে শেখ কামালের অবদানকে স্মরণ করেন রাষ্ট্রদূত।
আলোচনা সভায় বিশ্বময় চলমান সংকট উত্তরণে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশিত পথে এগিয়ে যাওয়ার আহবান জানিয়ে রাষ্ট্রদূত গোলাম সারোয়ার বৈধ পথে বাংলাদেশে রেমিট্যান্স প্রেরণের জন্য প্রবাসীদের প্রতি আহবান জানান।
আলোচনা সভায় মিনিস্টার শ্রম নাজমুস সাদাত সেলিম, প্রতিরক্ষা উপদেষ্টা কমডোর মোস্তাক আহমেদ, কাউন্সিলর কন্স্যুলার জিএম রাসেল রানা, ২য় সেক্রেটারি শ্রম সুমন দাসসহ দূতাবাসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এছাড়া আলোচনা সভায় কমিউনিটি নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন- মকবুল হোসেন মুকুল, কামরুজ্জামান কামাল, রাশেদ বাদল, কাইয়ূম সরকার, মনিরুজ্জামান মনির, দাতু আক্তার হোসেন প্রমুখ।