স্পেনের রেসিডেন্ট কার্ড মিলছে যেভাবে
স্পেনে অভিবাসন আইন সংশোধনের কারণে সুযোগ মিলবে বাংলাদেশি অবৈধভাবে বসবাস রাদের বৈধ হওয়ার সুযোগ। পাশাপাশি বাংলাদেশ থেকে শ্রমিক নেওয়ার বিষয়ে ২০০৭ সালের পর আবারো চালু করলো স্পেন সরকার। বৈধ কাগজ না থাকা বিদেশিদের শ্রমবাজারে যুক্ত করা এবং বিদেশ থেকে কর্মী আনার নিয়ম শিথিল করেছে স্পেন৷
মঙ্গলবার এ সংক্রান্ত আইন পরিবর্তন করেছে দেশটি৷
মন্ত্রিসভার বৈঠকে বিলটি পাশের পর দেশটির সামাজিক নিরাপত্তা ও
অভিবাসনমন্ত্রী হোসে লুইস এসক্রিভা সাংবাদিকদের বলেন, এ উদ্যোগের ফলে অভিবাসনের কারণে সৃষ্ট চ্যালেঞ্চগুলো আমরা ভালোভাবে মোকাবিলা করতে পারব৷
পর্যটন, কৃষি শিল্পের মতো কর্মী সংকটে থাকা খাতগুলোর চাহিদা মেটাতে বিদ্যমান অভিবাসন আইন সংস্কার করেছে দক্ষিণ-পশ্চিম ইউরোপের দেশ স্পেন৷ এর ফলে চাকরিদাতারা সহজে বিদেশ থেকে কর্মী আনার অনুমতি পাবে৷ পাশাপাশি স্পেনে এখন বসবাস করছেন এমন অভিবাসীদের নিয়োগ দিতে আলাদা করে আর কাজের অনুমতির
প্রয়োজন হবে না৷
স্পেনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত সারওয়ার মাহমুদ বলেন, স্পেন সরকারের অভিবাসন আইন শিথিলের কারনের বৃহৎ অংশ অনিয়মিত বাংলাদেশি প্রবাসী নিয়মিত হওয়ার সুযোগ পাবেন। পাশাপাশি স্পেন প্রবাসী বাংলাদেশি শিক্ষার্থীদের আগের তুলনায় সপ্তাহে ১০ ঘণ্টা কাজের সুযোগ তাদের জীবনের চলার পথকে আরো গতিশীল করবে।
স্পেনের রেসিডেন্ট কার্ড মিলছে যেভাবে
ইসমাইল হোসাইন রায়হান, স্পেন থেকে
০৭ আগস্ট ২০২২, ০১:২৩:৫৭ | অনলাইন সংস্করণ
স্পেনে অভিবাসন আইন সংশোধনের কারণে সুযোগ মিলবে বাংলাদেশি অবৈধভাবে বসবাস রাদের বৈধ হওয়ার সুযোগ। পাশাপাশি বাংলাদেশ থেকে শ্রমিক নেওয়ার বিষয়ে ২০০৭ সালের পর আবারো চালু করলো স্পেন সরকার। বৈধ কাগজ না থাকা বিদেশিদের শ্রমবাজারে যুক্ত করা এবং বিদেশ থেকে কর্মী আনার নিয়ম শিথিল করেছে স্পেন৷
মঙ্গলবার এ সংক্রান্ত আইন পরিবর্তন করেছে দেশটি৷
মন্ত্রিসভার বৈঠকে বিলটি পাশের পর দেশটির সামাজিক নিরাপত্তা ও
অভিবাসনমন্ত্রী হোসে লুইস এসক্রিভা সাংবাদিকদের বলেন, এ উদ্যোগের ফলে অভিবাসনের কারণে সৃষ্ট চ্যালেঞ্চগুলো আমরা ভালোভাবে মোকাবিলা করতে পারব৷
পর্যটন, কৃষি শিল্পের মতো কর্মী সংকটে থাকা খাতগুলোর চাহিদা মেটাতে বিদ্যমান অভিবাসন আইন সংস্কার করেছে দক্ষিণ-পশ্চিম ইউরোপের দেশ স্পেন৷ এর ফলে চাকরিদাতারা সহজে বিদেশ থেকে কর্মী আনার অনুমতি পাবে৷ পাশাপাশি স্পেনে এখন বসবাস করছেন এমন অভিবাসীদের নিয়োগ দিতে আলাদা করে আর কাজের অনুমতির
প্রয়োজন হবে না৷
স্পেনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত সারওয়ার মাহমুদ বলেন, স্পেন সরকারের অভিবাসন আইন শিথিলের কারনের বৃহৎ অংশ অনিয়মিত বাংলাদেশি প্রবাসী নিয়মিত হওয়ার সুযোগ পাবেন। পাশাপাশি স্পেন প্রবাসী বাংলাদেশি শিক্ষার্থীদের আগের তুলনায় সপ্তাহে ১০ ঘণ্টা কাজের সুযোগ তাদের জীবনের চলার পথকে আরো গতিশীল করবে।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by The Daily Jugantor © 2023