ধৈর্য্য
অর্থ ফুরিয়ে যাবে, সমস্যা শুরু হবে, ধৈর্য্য হারিয়ে যাবে, ভালোবাসা পালিয়ে যাবে, ভয় ধরিবে ঘিরে!
সাহস যদি না থাকে তখন, কী করে পাবো সব ফিরে? সুখ, দুঃখ সাথে আছে আমার জীবন ভরে,
সুখকে বেশি বাসি ভালো তাই দুঃখকে যাই ভুলে।
দুঃখ ফিরে আসিলে জীবনে, কীভাবে তাকে করিব বরণ?
কখন সরিবে কেমনে জানিব, রক্ষা কর তুমি মোরে।
শক্তি তুমি দাও গো মোরে, দুঃখকে যেন পারি সহিবারে।
প্রতিদিন প্রতিক্ষণ ডাকি তোমায় সারাক্ষণ,
তোমাকে স্মরণ করি হৃদয় ভরে।
একাকি হাঁটতে পথে সব কিছু ভুলে গিয়ে,
তোমার সাথে কথা বলি মন খুলে।
জানি তুমি আমার স্রষ্টা, আমার বিধাতা,
তাইতো কই আমি জীবনের সব কথা।
ভাবি তবু মনে মনে কত দূরে তুমি!
চিরজন্মে হবে কি পাওয়া
যা কিছু মনে মনে চাওয়া!
আমার গভীর ভালোবাসা কেহ জানেনা তুমি ছাড়া
কেউ দেখিবেনা আমার হৃদয়ের অশ্রুবারিচর,
আপন মনে হৃদয়ে ঢেলেছি তোমারই আল কাওসার।
কেমনে প্রকাশে বলিব তোমারে,
ভালোবাসি আমি নীশি -দিবা -রাতে।
থাকো শুধু তুমি আমার সাথে,
সুযোগ যখন এসেছে জীবনে।
বাঁচিয়ে রেখেছো মোরে সুন্দর ভুবনে,
তোমাকে বরণ করে নিতে চাই জীবনে,
সুযোগটা যেন আসে প্রার্থনা করি শেষে।
হঠাৎ মনের মাঝে উঠিল জ্বলিয়া আলো
মনটা আমার লাগিল ভালো,
ভাবনাটা যখন হৃদয়ে এলো।
জীবন চলার পথে,
যে জিনিসটা থাকা বেশি প্রয়োজন তার নাম ধৈর্য্য
বিপদ কাটিয়ে উঠতে যেমন তার প্রয়োজন
আবার ভালো কিছু পেতেও তার প্রয়োজন
এখন সেই ধৈর্য্যই যদি না থাকে তাহলে কী হবে?
ধৈর্য্য
রহমান মৃধা, সুইডেন থেকে
১২ আগস্ট ২০২২, ০৪:১০:৪৯ | অনলাইন সংস্করণ
অর্থ ফুরিয়ে যাবে, সমস্যা শুরু হবে, ধৈর্য্য হারিয়ে যাবে, ভালোবাসা পালিয়ে যাবে, ভয় ধরিবে ঘিরে!
সাহস যদি না থাকে তখন, কী করে পাবো সব ফিরে? সুখ, দুঃখ সাথে আছে আমার জীবন ভরে,
সুখকে বেশি বাসি ভালো তাই দুঃখকে যাই ভুলে।
দুঃখ ফিরে আসিলে জীবনে, কীভাবে তাকে করিব বরণ?
কখন সরিবে কেমনে জানিব, রক্ষা কর তুমি মোরে।
শক্তি তুমি দাও গো মোরে, দুঃখকে যেন পারি সহিবারে।
প্রতিদিন প্রতিক্ষণ ডাকি তোমায় সারাক্ষণ,
তোমাকে স্মরণ করি হৃদয় ভরে।
একাকি হাঁটতে পথে সব কিছু ভুলে গিয়ে,
তোমার সাথে কথা বলি মন খুলে।
জানি তুমি আমার স্রষ্টা, আমার বিধাতা,
তাইতো কই আমি জীবনের সব কথা।
ভাবি তবু মনে মনে কত দূরে তুমি!
চিরজন্মে হবে কি পাওয়া
যা কিছু মনে মনে চাওয়া!
আমার গভীর ভালোবাসা কেহ জানেনা তুমি ছাড়া
কেউ দেখিবেনা আমার হৃদয়ের অশ্রুবারিচর,
আপন মনে হৃদয়ে ঢেলেছি তোমারই আল কাওসার।
কেমনে প্রকাশে বলিব তোমারে,
ভালোবাসি আমি নীশি -দিবা -রাতে।
থাকো শুধু তুমি আমার সাথে,
সুযোগ যখন এসেছে জীবনে।
বাঁচিয়ে রেখেছো মোরে সুন্দর ভুবনে,
তোমাকে বরণ করে নিতে চাই জীবনে,
সুযোগটা যেন আসে প্রার্থনা করি শেষে।
হঠাৎ মনের মাঝে উঠিল জ্বলিয়া আলো
মনটা আমার লাগিল ভালো,
ভাবনাটা যখন হৃদয়ে এলো।
জীবন চলার পথে,
যে জিনিসটা থাকা বেশি প্রয়োজন তার নাম ধৈর্য্য
বিপদ কাটিয়ে উঠতে যেমন তার প্রয়োজন
আবার ভালো কিছু পেতেও তার প্রয়োজন
এখন সেই ধৈর্য্যই যদি না থাকে তাহলে কী হবে?
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by The Daily Jugantor © 2023