হাঙ্গেরি প্রবেশের সময় ১৮ বাংলাদেশিসহ আটক ৫০
রোমানিয়া থেকে অবৈধভাবে সীমান্ত পাড়ি দিয়ে হাঙ্গেরি প্রবেশের সময় ১৮ জন বাংলাদেশিসহ ৫০ জন দক্ষিণ এশীয় নাগরিককে আটক করেছে রোমানিয়া সীমান্ত পুলিশ।
সোমবার রাতে দেশটির পেটেয়া সীমান্তে একটি ট্রাক থেকে তাদেরকে আটক করা হয়েছে। ৫০ জনের মাঝে ১৮জন বাংলাদেশি, ১০ পাকিস্তানি ও ২২ জন ভারতের নাগরিক।
সীমান্ত পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, অবৈধ ও অনিয়মিত অভিবাসনের বিরুদ্ধে লড়াইয়ের অংশ হিসেবে গত ৮ই আগস্ট বিশেষ অভিযানে একটি ট্রাক আটক করা হয়েছে। গাড়িতে থাকা কাগজপত্র অনুযায়ী, এটি বিভিন্ন বৈদ্যুতিক পণ্য রপ্তানিতে ব্যবহৃত হওয়ার কথা ছিল।
অভিযান চলাকালে হাঙ্গেরি সীমান্তবর্তী পেটিয়া বর্ডার চেকপয়েন্টে পণ্য বোঝাই একটি ট্রাকটি আটক করে তল্লাসি করার সময় পণ্যের নিচে লুকিয়ে থাকা ৫০ জন নাগরিককে আটক করা হয়।
পাশাপাশি রোমানীয়ার এক গাড়ির চালক এবং তার সহযোগীকে মানবপাচার আইনে আটক করা হয়েছে।
পুলিশের সূত্র অনুসারে- দক্ষিণ এশীয় এই ৫০ জন নাগরিক বিভিন্ন ভাবে রোমানিয়া গিয়েছেন। তাদের পরিকল্পনা ছিল অস্ট্রিয়া যাওয়ার। সেই পরিকল্পনা অনুযায়ী অবৈধভাবে রোমানিয়া থেকে হাঙ্গেরি সীমান্ত অতিক্রম করার চেষ্টা করেছিলেন।
বিভিন্ন গণমাধ্যম বলছে, আটককৃত অনিয়মিত অভিবাসীরা ২২ থেকে ৫৮ বছর বয়সি। তাদের মধ্যে সাতজন রোমানিয়াতে আশ্রয়প্রার্থী এবং বাকি ৩১ জন দেশটিতে বৈধ ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে গিয়েছেন।
উল্লেখ্য, এর আগেও গত ৩ আগষ্ট সীমান্ত পাড়ি দেয়ার সময় ৩ বাংলাদেশিকে আটক করে আইনি প্রক্রিয়া শেষে দেশে ফেরত পাঠানো হয়েছে। এছাড়া তাদরেকে আগামী ৫ বছরের জন্য দেশটিতে প্রবেশে নিষেধাজ্ঞা দেয়া হয়েছে।
হাঙ্গেরি প্রবেশের সময় ১৮ বাংলাদেশিসহ আটক ৫০
মতিউর রহমান মুন্না, গ্রিস থেকে
১২ আগস্ট ২০২২, ০৪:৩৫:৪৭ | অনলাইন সংস্করণ
রোমানিয়া থেকে অবৈধভাবে সীমান্ত পাড়ি দিয়ে হাঙ্গেরি প্রবেশের সময় ১৮ জন বাংলাদেশিসহ ৫০ জন দক্ষিণ এশীয় নাগরিককে আটক করেছে রোমানিয়া সীমান্ত পুলিশ।
সোমবার রাতে দেশটির পেটেয়া সীমান্তে একটি ট্রাক থেকে তাদেরকে আটক করা হয়েছে। ৫০ জনের মাঝে ১৮জন বাংলাদেশি, ১০ পাকিস্তানি ও ২২ জন ভারতের নাগরিক।
সীমান্ত পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, অবৈধ ও অনিয়মিত অভিবাসনের বিরুদ্ধে লড়াইয়ের অংশ হিসেবে গত ৮ই আগস্ট বিশেষ অভিযানে একটি ট্রাক আটক করা হয়েছে। গাড়িতে থাকা কাগজপত্র অনুযায়ী, এটি বিভিন্ন বৈদ্যুতিক পণ্য রপ্তানিতে ব্যবহৃত হওয়ার কথা ছিল।
অভিযান চলাকালে হাঙ্গেরি সীমান্তবর্তী পেটিয়া বর্ডার চেকপয়েন্টে পণ্য বোঝাই একটি ট্রাকটি আটক করে তল্লাসি করার সময় পণ্যের নিচে লুকিয়ে থাকা ৫০ জন নাগরিককে আটক করা হয়।
পাশাপাশি রোমানীয়ার এক গাড়ির চালক এবং তার সহযোগীকে মানবপাচার আইনে আটক করা হয়েছে।
পুলিশের সূত্র অনুসারে- দক্ষিণ এশীয় এই ৫০ জন নাগরিক বিভিন্ন ভাবে রোমানিয়া গিয়েছেন। তাদের পরিকল্পনা ছিল অস্ট্রিয়া যাওয়ার। সেই পরিকল্পনা অনুযায়ী অবৈধভাবে রোমানিয়া থেকে হাঙ্গেরি সীমান্ত অতিক্রম করার চেষ্টা করেছিলেন।
বিভিন্ন গণমাধ্যম বলছে, আটককৃত অনিয়মিত অভিবাসীরা ২২ থেকে ৫৮ বছর বয়সি। তাদের মধ্যে সাতজন রোমানিয়াতে আশ্রয়প্রার্থী এবং বাকি ৩১ জন দেশটিতে বৈধ ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে গিয়েছেন।
উল্লেখ্য, এর আগেও গত ৩ আগষ্ট সীমান্ত পাড়ি দেয়ার সময় ৩ বাংলাদেশিকে আটক করে আইনি প্রক্রিয়া শেষে দেশে ফেরত পাঠানো হয়েছে। এছাড়া তাদরেকে আগামী ৫ বছরের জন্য দেশটিতে প্রবেশে নিষেধাজ্ঞা দেয়া হয়েছে।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by The Daily Jugantor © 2023